বান্দরবানের দর্শনীয় স্থান

বান্দরবান হল একটি পার্বত্য এলাকা সেখানে রয়েছে নদি-নালা, পাহাড়, ঝর্না সবকিছু একত্রে মিশ্রিত রয়েছে। বান্দরবান জেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান যেখানে  ভ্রমণ করার জন্য খুবই ভাল একটি জায়গা। অনেকে আছেন যারা বান্দরবান যাবেন কিন্তু কোন জায়গায় গেলে জায়গাগুলো প্রবুক করে আপনার আনন্দ পাবেন সেরকম কোন কিছু জানা নেই।

বান্দরবানের দর্শনীয় স্থান 

বান্দরবান এর দর্শনীয় স্থানের মধ্যে যে সকল জায়গাগুলো রয়েছে আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা সকল জায়গার নাম গুলো এবং যাবতীয় তথ্য গুলো পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেই বান্দরবানের কোথায় কোন দর্শনীয় স্থানগুলো রয়েছে তার কিছু ভ্রমণ গাইড। 

চিম্বুক

এই জায়গাটি বান্দরবান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এ জায়গাটিকে সবাই চুম্বক পাহাড় নামে বেশি চিনেন এবং কি বেশি পরিচিত। পাহাড়ের উপরে অবস্থিত এই জায়গাটি থেকে প্রাকৃতিক দৃশ্য গুলো আপনি উপভোগ করতে পারবেন মনে হবে আপনি আকাশে উঠে আসেন। 

স্বর্ণ মন্দির

এই মন্দিরটি বান্দরবান জেলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত, মন্দিরটি বালাঘটা এলাকায় অবস্থিত। এই মন্দিরটি মহাসুখ মন্দির ও বুদ্ধ ধাতু নামে পরিচিত। এই মন্দিরটি সোনালী রঙের বলে এর নাম দেয়া হয়েছে স্বর্ণ মন্দির। মন্দিরটি দেখতে খুবই সুন্দর এবং এর যে কাজগুলো করা হয়েছে খুবই নিখুঁত ভাবে। 

মিলন ছড়ি

এই জায়গাটি বান্দরবান শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। চিম্বুক পাহাড় যাওয়ার পথে এই জায়গাটির উপর দিয়ে যেতে হয় আর কি। জায়গাটি খুব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি মনোরম দৃশ্যে মোড়ানো। জায়গাটিতে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার কথা আপনাকে মনে করিয়ে দিতে হবে না আপনি নিজে থেকেই যেতে চাইবেন।  

নীলগিরি পাহাড়

এই জায়গাটি বান্দরবান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত, পাহাড়টির উচ্চতা ২২০০ ফুট এর মত। এই নীলগিরি পাহাড় টি কে বলা হয় বাংলার দার্জিলিং পাহাড় যে নামটি খুব  বিখ্যাত। পাহাড়ের উপরে গেলে আপনার মনে হবে আপনি আকাশের মাঝামাঝি অবস্থান করছেন, মেঘের সাথে লুকোচুরি খেলছে । 

বাকলাই ঝর্ণা

এই বাকলাই ঝর্ণাটি বান্দরবান জেলায় থানচি উপজেলার নাইটিং নামের গ্রামে অবস্থিত। এই ঝর্নাটি  বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ বড় ঝর্না বলে পরিচিত। এই ঝর্না উচ্চতা প্রায় ৩৮০ থেকে ৩৮৫ ফুট উঁচু। ঝরনা টি  দেখলে মনে হবে যে আকাশ থেকে হয়তো পানি গড়িয়ে নিচে নামছে। 

জাদিপাই ঝর্ণা

এই ঝর্নাতে বান্দরবান শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে রুমা উপজেলায় অবস্থিত। চারদিকে সবুজের মোড়ানো একটি প্রাকৃতিক দৃশ্য যা আপনাকে প্রকৃতির সাথে মিশিয়ে ফেলবে এই জায়গাটি। এই ছড়াটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড়ে  অবস্থিত। 

ডিম পাহাড়

এই পাহাড়টি থানচি থানার মাঝখানে অবস্থিত, বান্দরবন শহর থেকে ৮২ কিলোমিটার দূরে।  এই পাহাড়টির রাস্তা খুবই উঁচু জায়গায় দিয়ে প্রভাবিত, দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উঁচু জায়গা দিয়ে রাস্তাটি প্রস্তুত করা হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হবে আপনি আকাশ পথে যাচ্ছেন মনোরম পরিবেশে একটি মনমুগ্ধকর রাস্তা।

নীলাচল পাহাড়

পাহাড়টি বান্দরবান শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি টাইগার পাড়া নামের একটি গ্রামে অবস্থিত। এই পাহাড়টি উচ্চতা প্রায় ২০০০ ফুট উঁচু।  এই পাহাড়টি তে যদি সকাল বেলায় যাওয়া হয় তাহলে এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন।  এই পাহাড়টি যখন অবস্থান করা হবে তখন মনে হবে যে এ এক অন্য জগতে এসে পড়েছি। 

সর্বশেষ কথা

বান্দরবানের যে দর্শনীয় স্থানগুলো আছে এর মধ্যে ওপরের জায়গাগুলো সবচেয়ে বেশি সুন্দর, আকর্ষণীয় এবং প্রকৃতিতে ঘেরা। এই পোস্টটি পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রতিবেশী, বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করবেন। যাতে তারা যাওয়ার আগে বিষয়গুলো ভালভাবে জেনে পারে, এবং আরো বিভিন্ন বিষয়ে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আপনারা সকল তথ্য পেতে পারেন।