স্কুল জীবনে কাটানো কিছু মুহূর্ত ও কিছুদিন আসলে ভোলার নয় অনুভব করার মত। স্কুল লাইফে যে স্বর্ণালী দিনগুলো ছিল তা আসলে আর জীবনে কখনো ফিরে পাবো না। তাই অনেকে আছেন যারা স্কুল লাইফ নিয়ে অনেক উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন গুলো খুঁজে থাকেন ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। আশা করি এই পোস্টের মাধ্যমে কিছু নতুন স্কুল জীবন নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন গুলো খুঁজে পাবেন। তাহলে সময় নষ্ট না করে দেখে নিন স্কুল জীবন নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কিছু কথা।
স্কুল লাইফ নিয়ে উক্তি
১. স্কুলে কি পড়েছি তা হয়তো মনে নেই কিন্তু স্কুল জীবনের যে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত সেগুলো ঠিকই মনে থাকে।
২. স্কুল জীবন হয়তো এমন ভাবে কেটে যায় যা আমরা কখনো কল্পনাও করি না যে এই দিনগুলোকে আর কখনো ফিরে পাবো না।
৩. স্কুল জীবনের সেই টিফিনের খাবারগুলো সবাই মিলে ভাগ করে খাওয়ার কথাটাই বারবার খাবারের সময় মনে পড়ে যায়।
৪. স্কুলে যাওয়ার সেই রাস্তাটা আজ উন্নত হয়েছে কিন্তু সে রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের দিন গুলোর স্মৃতিই বারবার কাঁদায়।
৫. স্কুল জীবনের সেই দিনগুলো যদি সোনার খাঁচায় রাখা যেত তাহলে হয়তো বা সবাই তাই করতো।
৬. জীবনে অনেক বন্ধু আসবে যাবে কিন্তু স্কুল জীবনের বন্ধু গুলোই হয়তো সারা জীবন পাশে থেকে যায়।
স্কুল লাইফের বন্ধুদের নিয়ে স্ট্যাটাস
* বন্ধু তোর কি মনে আছে সেই দিনের কথা, তুই আমি বৃষ্টিতে ভিজে স্কুল ছুটির পর আম কুড়াতে কুড়াতে বাড়িতে আসতাম।
* স্কুল জীবনের সেই দিনগুলোই বেস্ট ছিল রে বন্ধু, বেলা শেষে সেই খেলাধুলা আর এখন হয় না।
* বন্ধু চল না সেই স্কুল জীবনের সেই ছোটবেলায় হারিয়ে যাই, যেখানে কোন দুঃখ নেই, চিন্তা ভাবনা নেই।
* তোদের কি মনে আছে সেই স্কুল জীবনের কথা, টিফিনে সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাবার খাওয়ার কথা।
* জীবনে তো কত কিছুই এলো গেল কিন্তু স্কুল জীবনের যে স্মৃতিগুলো তোদের সাথে কাটানো সেই আনন্দের মুহূর্তগুলো, এখনো মাঝে মাঝে ভাবায়।
স্কুল লাইফ শেষ নিয়ে স্ট্যাটাস
১. স্কুল জীবনের সেই বন্ধুগুলোর সাথে ঝগড়া করা আবার বেলা শেষে একসাথে খেলা করা দিনগুলো খুবই মনে পড়ে মাঝে মাঝে।
২. স্কুল জীবনের সময় হয়তো শেষ হয়ে যায়, কিন্তু তা স্মৃতি হিসেবে থাকে চিরকাল।
৩. এখনো স্কুলের বারান্দায় গিয়ে সেই স্মৃতিগুলো মনে পড়ে ভিতরটাতে খুব কষ্ট লাগে যে সেদিন গুলো কখনো এই জীবনে আর আসবেনা।
৪. স্কুলের যে প্রথম দিনটি এবং শেষ দিন মনে হয় সবার একই ছিল সেটা হল চোখের জল, কিন্তু চোখের জলের সেই কারণটা ছিল আলাদা যেমন স্কুলে যাওয়ার প্রথম দিন ছিল না বোঝার কান্না এবং স্কুল এর শেষ দিন ছিল স্কুল ছেড়ে আসা বা আবেগের কান্না।
৫. স্কুলের ছুটির পর সব বন্ধুদের সাথে বাড়ি ফেরার যে আনন্দময় সময় গুলো ছিল, সেই দিনগুলি হয়তোবা ফিরে পাবো না কিন্তু মাঝে মাঝে সেই দিনগুলো মনে পড়ে হাসির অজান্তেই কান্না চলে আসে।
৬. স্কুল জীবন মানেই হলো অনেক স্মৃতি, প্রিয় বন্ধুদের সাথে একসাথে এক ব্রেঞ্চে বসা, একসাথে অনেক গল্প করা, সবাই মিলে একসাথে ক্লাস ফাঁকি দেওয়া, আর এক বেঞ্চ অন্য ব্রেঞ্চের কাউকে খোঁচা মারা এগুলোই হয়তো বা বেশি মনে পড়ে যায়।
স্কুল নিয়ে ক্যাপশন
১. জীবনের এই পৃষ্ঠা খোলাই হয় স্কুল জীবন থেকে।
২. এই জীবনের সবচেয়ে কাছের বন্ধু গুলোই হয় স্কুল জীবন থেকে।
৩. স্কুল জীবনের যে শিক্ষা, সেই শিক্ষাই হল জীবনের সফলতার দরজা।
৪. স্কুল জীবন হল ভবিষ্যতের অনুশীলন যা একজন ব্যক্তিকে নিখুত করে গড়ে তোলে।
৫. স্কুল জীবন থেকেই শুরু হয় একজন মানুষের সমর্থন, বন্ধুত্ব, আত্মসম্মান, ভদ্রতা, চলাফেরা ও তার আচার ব্যবহার।
৬. স্কুল জীবন হল একটি টিস্যু পেপারের মত প্রয়োজনে আসে প্রয়োজন ফুরিয়ে গেলে কিছু স্মৃতি রেখে চলে যায়।
৭. একজন মানুষের শিক্ষা শুরু হয় বাড়িতে থেকে, কিন্তু প্রকৃত শিক্ষা স্কুল থেকেই শুরু হয়।
৮. একজন খেটে খাওয়া কৃষক বুঝে যে স্কুল জীবনের সেই দিনগুলো অবহেলায় কাটিয়ে আজ কত বড় ভুল হয়ে গেছে।
স্কুল জীবনের গল্প
স্কুলে বন্ধুদের সাথে কাটানো সেই দিনগুলো আজও একাকী হৃদয়ে বয়ে বেড়ায় সেই দিনগুলো মনে হলে চোখে জল চলে আসে। তখন মনে হতো ইসস,,, আজ বড় হলে হয়তো কত কিছুই করতাম মনে যা ইচ্ছে হতো তাই করতাম। কিন্তু আজ বড় হয়ে বারবার শুধু সেই দিনগুলোই মনে পড়ে যে বারবার শুধু সেই স্কুল জীবনে চলে যায়।
স্কুল জীবনের কাটানো সেই সময় গুলো কখনো ভোলার নয়। জীবনের প্রতিটি পাতায় মিশে আছে স্কুল জীবনের সেই দিনগুলো শুধু কাঁদিয়ে আবার চলে যায় স্মৃতির পাতায়। স্মৃতিতে গাদতে না চাইলেও বারবার রয়ে যায়। জীবনের সুখগুলো হয়তোবা স্কুল জীবনেই ফেলে রেখে এসেছি মাঝে মাঝে এমনটা মনে হয়।
স্কুল জীবন নিয়ে কবিতা
স্কুল
মৌসুমী
চলনা ছুটে যায় দরজাটা খুলি,
মন্টু দা বলল না হয় ভুলে গেলে আজ আমাদের হলি।
জীবনের সব রং এদিক ওদিক রাখা সময় অনেক বদলে গেলেও,
মুখগুলো সব আদর স্নেহে মাখা।
দশটা বিশ্বে রোজ চালিয়ে দু চাকার রথ,
এলো চুল, শাড়ি, জামা যাই হোক না লাল-সাদা একজোট।
কোন বেঞ্চে আজ বসব কোন বন্ধুর পাশে,
রোজ সে ঝগড়াঝাটি টিফিন বাক সবচেয়ে ভালোবাসা।
বন্ধুরা সব প্রাপ্ত বয়স ঠিক যেমনটা আমি,
চলনা সই আবার মাঠে, হাতটা ধরি খালি পায়ে নামি আর বৃষ্টিতে ভিজি।
বন্ধুত্বের কবিতা
ইমতিয়াজ হোসেন
আমাদের ছিল পাঠশালা, তোমাদের হাতে।
আমাদের ছিল পায়ে হাটা পথ,
আমাদের পুজোর ছুটি, তোমাদের ?
আমাদের ছিল লুকোচুরি খেলা দশ কুড়ি মিলে,
আমাদের ছিল শুধু লুকিয়ে থাকা একা একা নিরিবিলি।
আমাদের ছিল সুর করে পড়া,
বৃষ্টিতে ছিল বড় কচুর পাতা।
আমাদের সব হিসেব পাকা করাই জুটমট,
আমাদের ছিল এক ছোটবেলা শুধু খেলাধুলা আর পড়ালেখা।
সর্বশেষ কথাঃ
এই পোষ্টের মাধ্যমে স্কুল জীবন নিয়ে যা কিছু লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার শৈশবকালের বন্ধুদের মাঝে। এরকম আরো বিভিন্ন রকমের পোস্ট এই সাইটটিতে ভিজিট করুন আশা করি আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।