অনেকেই আছেন যারা মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের বাণী, পোস্ট, ছবি, আলোচনা, সমবেদনা ও কবিতা এগুলো সংগ্রহ করে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার জন্য। আশা করি যে এই পোষ্টের মাধ্যমে আপনারা মৃত্যু নিয়ে কিছু নতুন নতুন বাণী পোস্ট ছবি কিছু সমবেদনা আলোচনা ও কবিতা পেয়ে যাবেন। তো আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী মৃত্যু নিয়ে বিভিন্ন বাণী ও পোস্ট স্ট্যাটাস সমবেদনা ছবি ও কবিতা এগুলো সংগ্রহ করতে চান, তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং আপনাদের ইচ্ছামত সংগ্রহ করে নিন মৃত্যু নিয়ে বাণী, পোস্ট, ছবি, আলোচনা, সমবেদনা ও কবিতা গুলো।
মৃত্যু নিয়ে বাণী
১. আমাদের প্রত্যেকেরই একদিন মৃত্যুঞ্জয় হতেই হবে, তাহলে অহংকার করে কি লাভ।
২. মৃত্যু চিরন্তন সত্য কিন্তু লোভ আর অহংকারে সেই মৃত্যুকে মানুষ ভুলে যায়।
৩. প্রত্যেক মানুষের মাঝে জীবন ও মৃত্যু কিন্তু বিপরীত কিছু নয় বরং মৃত্যু হল জীবনের একটি অংশ।
৪. সৃষ্টিকর্তার সাক্ষাতের আশায় আমি মৃত্যুকে ভালোবাসি।
৫. প্রিয় মানুষগুলোর মৃত্যু হলে তারা কখনো দূরে চলে যায় না, তারা সব সময় আমাদের মনের ভিতর থেকে যায়।
৬. মৃত্যু হল মানুষের সবচেয়ে কাছে, কার কখন মৃত্যু হবে সেটা কেউ বলতে পারবে না।
মৃত্যু নিয়ে পোস্ট
» একমাত্র মৃত্যুই পারে একটি মানুষের চাওয়া পাওয়া থেকে বিরত রাখতে।
» মৃত্যু হল মানুষের জীবনের কঠিন বাস্তব, যা অনেকেই মেনে নিতে চায় না।
» জীবনকে যদি একাল ও ওকাল সুন্দর করতে চান তাহলে মৃত্যু নামক শব্দটি সবসময় মনে রাখতে হবে।
» এই দুনিয়াতে যদি ভালো কিছু করেন তাহলে মৃত্যু শান্তিদায়ক হবে, তা না হলে যন্ত্রণাদায়ক হবে।
» মৃত্যু এমনই একটি জিনিস যা একটি মানুষের বার বার নয় একবারই হয়।
» একটি জিনিস কখনোই ভোলা উচিত নয়, সেটি হল মৃত্যু।
মৃত্যু নিয়ে ছবি
মৃত্যু নিয়ে সমবেদনা
১. আজকের এই দুঃখের সময়ে আপনাকে আমার সান্তনার সমবেদনা দেওয়া ছাড়া আর কিছুই নেই।
২. আমার সমবেদনা আপনাকে প্রেরণ করছি আপনি আপনার আপন জনের মৃত্যুতে যে ব্যথা অনুভব করছেন তা থেকে যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন।
৩. জীবনে যদি ভালো কিছু আশা করে থাকেন তাহলে কখনো ভুলবেন না যে আপনি মৃত্যুবরণ করবেন।
৪. যার আপনজন হারায় সে শোক প্রকাশ করতে পারে, আমরা হয়তো তা অনুভব করতে পারি এবং সমবেদনা দিয়ে থাকি।
৫. একটি মানুষের মৃত্যুর পর তার আপনজনদের সমবেদনা ছাড়া আর কিছুই দেওয়ার মতো বেঁচে থাকে না।
৬. মৃত্যুর সমবেদনা আমাকে দিও না কারণ তার জন্য নিজেকে আল্লাহর রাস্তায় সময়ের মূল্য দিতে হবে।
৭. মৃত্যু হয়ে গেছে সেখানে সমবেদনা দেওয়া ছাড়া আর কিছুই দেওয়া সম্ভব না।
৮. যেখানে মানুষের মৃত্যু নিশ্চিত সেখানে নিজের সমবেদনা দেওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়।
মৃত্যু নিয়ে আলোচনা
» মৃত্যু হয়তো একটি শরীরকে ধ্বংস করতে পারে কিন্তু সম্পর্ককে নয়।
» এই দুনিয়াতে কেন এত আয়োজন, কেন এত রং তামাশা, মৃত্যু কিন্তু আমাদের সব থেকে কাছে।
» সন্দেহ এবং অবিশ্বাস একটি সম্পর্ককে মৃত্যু ঘটাতে যথেষ্ট।
» মৃত্যুর কাছ থেকে যতই পালিয়ে বেড়াও না কেন, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে।
» হে আমার সৃষ্টিকর্তা আমি তোমার কাছে এটুকুই প্রার্থনা করি যে আমার মৃত্যুটা যেন নামাজরত অবস্থায় হয়।
» কার মৃত্যু কখন হবে সেটা বলা মুশকিল কিন্তু শান্তিদায়ক ও বেদনাদায়ক মৃত্যু বলা সহজ।
মৃত্যু নিয়ে কবিতা
মৃত্যুর ডাক
রুবিনা মজুমদার
মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড়ই অসহায়,
মৃত্যু যখন কাছে এসে বলে।
পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে,
আমার কাছে আর চলে আয়।
তবুও মানুষ ক্ষণিক জীবনের তরে,
নতুন স্বপ্ন গুলো করছে বপন;
পরাজিত হয়েও জীবন যুদ্ধে,
গড়ছে আপন ভুবন।
নতুন বছর ফিরে আসে,
আবার চলেও যায়;
সময়ের কাছে তবুও মানুষ “
হয়ে পড়ে না কেন অসহায়।
জীবনটা এত ক্ষণিকের কেন,
কেউ কি তা বলতে পারো;
তবুও কারো কাছের এর,
কোন উত্তর নেই জানা।
তাইতো আজ অসহায় হয়ে,
একাকী বসে নিরবে কাঁদি।
কতশত রঙিন স্বপ্ন বুনে জীবনের তরে,
সেই স্বপ্নগুলো সময়ের ব্যবধানে;
নির্মল মৃত্যুর আগমনে কোথায় যেন হারালো।
সেই হারানো স্বপ্নগুলো থাক,
বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো।
শেষ কথা
প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোষ্টটি সম্পন্ন করে থাকেন তাহলে আশা করি ভালো লেগেছে। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় আরো অনেক ধরনের পোস্টগুলো।