কোরবানি ঈদের শুভেচ্ছা, স্ট্যাটাস, পিকচার, ছন্দ ও কবিতা

0
24
কোরবানি ঈদের শুভেচ্ছা, স্ট্যাটাস, পিকচার, ছন্দ ও কবিতা

আপনারা অনেকেই এই কুরবানীর ঈদ নিয়ে বিভিন্ন স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ, পিকচার ও কবিতা এগুলোর মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আপন মানুষদের মাঝে আনন্দ ভাগাভাগি করে থাকেন। কোরবানির ঈদ হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় একটি উৎসব। ইসলাম ধর্মের বছরে দুইটি বড় উৎসব এর মধ্যে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আযহা এবংকি বকরি ঈদ হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তো আপনারা যারা এখনো কোরবানির ঈদের শুভেচ্ছা জানানোর জন্য উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও পিকচার এগুলো খুঁজে পাননি। আশা করি এই পোষ্টের মাধ্যমে পাবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করে নিন।

কোরবানি ঈদের শুভেচ্ছা

> কোরবানির ঈদ মানে এই না যে, কোরবানি দিয়ে নিজের পেট পুরে খাওয়ার নাম, কুরবানি মানে নিজের সাধ্য অনুযায়ী গরিব-দুঃখীদের কিছু আনন্দ ও গোস্ত ভাগাভাগি করে দেওয়া।

> দুঃখ-কষ্ট সব ভুলে গিয়ে ঈদের খুশি সবার ঘরে, ছড়িয়ে পড়ুক অকাতরে। সকলকে ঈদ- উল- আজহার শুভেচ্ছা।

> দেশেও দেশের বাহিরের যে সকল মুসল্লী ভাই ও বোনেরা আছেন আপনাদের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। – ঈদ মোবারক

> মনে খুব আশা নিয়ে, দাওয়াত দিলাম বন্ধু আসিতে, আসতে যদি নাও পারো ঈদ মোবারক গ্রহণ করো।

> ঈদের আনন্দের মত আনন্দে কাটুক তোমার সারা, জীবন সৃষ্টিকর্তার নিকট এটাই রইল কামনা। এই বলে তোমায় জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

> শুধু পেট ভরে খেলেই তাকে আনন্দ, জামাকাপড় পড়ে সাজুগুজু করলেই খুশি হওয়া যায় না, আনন্দে থাকা আর খুশি হওয়ার মত মনের মানুষ লাগে। – কোরবানি ঈদের শুভেচ্ছা

> ঈদ মানে হাসিখুশি ঈদ মানেই আশা, তোমার প্রতি রইল বন্ধু অজস্র ভালোবাসা। ঈদ মোবারক

কোরবানি ঈদের স্ট্যাটাস

# বন্ধু তোমার রইল দাওয়াত, আসিও আমার বাড়ি, গরু খাবে না খাসি খাবে, জানিও আমায় আসিও। – ঈদ মোবারক

# কুরবানীর ঈদ মানেই ত্যাগ, বিসর্জনের ঈদ, তাই এই ঈদে আমাদের আনন্দগুলো আমাদের আশেপাশের গরিব দুঃখীদের সাথে ভাগাভাগি করে নেই। এটাই হল কোরবানির ঈদ, সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা

# তোমার স্বপ্নগুলো সত্যি হোক, আশা গুলো পূর্ণ হোক, জীবনটা হোক ধন্য।- ঈদ মোবারক

# পড়ছে মনে আজ তোমায়, কালকে খুশির ঈদ, দুই চোখেতে খুশির জল, পাশে থাকলে হয়তো দিতে মুছে চোখের জল। – ঈদ মোবারক

# ঈদ মানেই আপনজনদের সাথে মিলন, ঈদ মানেই সবাই মিলে আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, ঈদ মানেই খাওয়া দাওয়া ফুর্তি কর। – ঈদ মোবারক

# আকাশে বাতাসে ঈদের খুশি, সেই আনন্দে আমরা সবাই মতামতী, বন্ধু তোমার রইল দাওয়াত, হতে হবে তোমার আনন্দের সাথী। – ঈদ মোবারক

কোরবানি ঈদের ক্যাপশন

ফুলের কাজ সুগন্ধি দেওয়া, কাটা দেওয়া নয়তো,

ঈদ মানে আনন্দ দেওয়া, দুঃখ-ব্যথা দেওয়ার নয়।

বন্ধু তোমার রইল দাওয়াত আইসো আমার বাড়ি।

– ঈদ মোবারক

বলব কারে মনের কথা, এমন করে প্রতিদিন,

তাই তো বলি ঈদ যেন হয় প্রতিদিন।

– ঈদ মোবারক

ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন,

সুন্দর হোক সবার জীবন এমন রঙিন,

সবার পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া। 

এই বলে সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা

ঈদের খুশি সবার তরে,

ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।

– ঈদ মোবারক

ঈদ মানেই আকাশে নতুন চাঁদ,

ঈদ মানেই নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ, 

ঈদ মানেই নতুন কিছু আনন্দের দিন, 

ঈদ মানেই খুশিতে আত্মহারার একটি দিন।

– ঈদ মোবারক

ঈদ আসছে, লাগছে ভালো,

তাইতো তোমায় বলতে হল ,,,ঈদ মোবারক ,,,,, ঈদ মোবারক। 

বকরি ঈদ মোবারক,

এই পবিত্র ঈদুল আযহায় আপনার জীবন ভরে উঠুক আনন্দে ও খুশিতে।

– ঈদ মোবারক

কোরবানি ঈদের ছন্দ 

১. মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি আরেক দিন, আসবে সবার খুশির দিন, নতুন কাপড় চোপড় পড়ে নিন আর গরিব দুঃখীর খবর নিন।- ঈদ মোবারক

২. এই ঈদের দিনে এসেছ তুমি শুভক্ষণে, মিষ্টিমুখ করে যাও আর ঈদুল আযহার শুভেচ্ছা নাও। – কোরবানি ঈদের শুভেচ্ছা বন্ধু

৩. ঈদ মানেই সব বন্ধু একসাথে হওয়া, ঈদ মানেই আনন্দের সময়, ঈদ মানেই আত্মীয়-স্বজনদের মেলা এবং পরিবারের মাঝে আনন্দের মিছিল। সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা

৪. ঈদ মানেই সকলের আনন্দের দিন, ঈদ মানেই গরুর, বকরীর গলায় রশি, ঈদ মানেই গরিব-দুঃখীদের সাথে গরু বকরি ভাগাভাগি করার দিন। – ঈদ মোবারক

৫. চলে এলো কোরবানির ঈদ, কোরবানি দিব খাসি আর গরু, বন্ধু তুমি ভুলে যাও আগের সব রাগহানি আর কবুল করে নাও আমার দাওয়াত খানি। – ঈদ মোবারক

৬. নতুন বছরের নতুন দিন, চলে এলো ঈদের দিন, ঈদ পাবেননা প্রতিদিন তাই ঈদের দাওয়াত ছড়িয়ে দিন, দাওয়াত রইল ঈদের দিন। – ঈদ মোবারক

কোরবানি ঈদের পিকচার 

শেষ কথা

কুরবানীর ঈদ নিয়ে যে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও ছন্দ গুলো লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপন মানুষদের মাঝে শেয়ার করবেন। এবং আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here