আজকের পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত টাকা। আপনারা হয়তোবা অনেকেই মালয়েশিয়া যেতে যাচ্ছেন বা যাবেন এরকম পরিকল্পনা করছেন। কিন্তু আপনাদের হয়তো জানা নেই যে মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজে গেলে বেতন ভালো হবে। আশা করি আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন বেশি। তাহলে আর সময় নষ্ট না করে নিচ থেকে দেখে নিন আপনাদের প্রয়োজনীয় কিছু তথ্য গুলো।
মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
আপনারা যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত যে মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি এবং কি কোন কাজের ডিমান্ড অর্থাৎ বেতন বেশি। মালয়েশিয়ায় অনেক ধরনের কাজই রয়েছে, তবে বিগত কয়েক বছর ধরে যে সমস্ত কাজের চাহিদা খুব বেশি এদের মধ্যে উল্লেখযোগ্য হলো।
* ইলেকট্রনিক্স,
* মেকানিক্স,
* মেডিকেল ক্লিনার,
* রেস্টুরেন্ট কর্মী,
* গার্মেন্টস কর্মী,
* বাসা বাড়ির কাজ,
* কৃষি কাজ,
* টাইলস মিস্ত্রি,
* রাজমিস্ত্রি,
* ড্রাইভিং,
* কন্সট্রাকশন,
* পাইপ ফিটিং,
* ফুড প্যাকেজিং ও
* রাস্তার কাজ।
তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে মালয়েশিয়ায় কোন কোন কাজ গুলোর চাহিদা বেশি রয়েছে। এখান থেকে আপনারা চাইলে যেকোনো একটি ভিসায় মালয়েশিয়া যেতে পারেন এবং কাজের ধরন দেখেই বুঝতে পারছেন যে কোন কাজগুলোতে কষ্ট বেশি এবং কোন কাজগুলোতে কষ্ট কম।
মালয়েশিয়া কোন কাজে বেতন কত
আশা করি যে আপনারা উপর থেকে জানতে পেরেছেন যে বর্তমানে মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি। তাহলে এখন জেনে নিন যে মালয়েশিয়ায় কোন কাজে বেতন বেশি, কোন কাজে বেশি পরিশ্রম করতে হয় এবং কোন কাজে কম পরিশ্রম করতে হয়। আসলে পরিশ্রম ছাড়া তো বসে বসে টাকা দেবে না, তো যাই হোক কাজের ক্ষেত্রে একটু কম বা বেশি পরিশ্রম থাকবে। তাহলে আপনারা দেখে নিন যে মালয়েশিয়ায় কোন কাজের বেতন কিরকম।
ইলেকট্রনিক্স, মেকানিক্স, কনস্ট্রাকশন এই কাজগুলোতে প্রায় বেতন মোটামুটি সমান, এই কাজগুলোতে একটু কষ্ট বেশি হলেও বেতনটাও একটু বেশি। মালয়েশিয়ার টা কাকে বলা হয় রিঙ্গিত, মালয়েশিয়ার ১ রিঙ্গিত = বাংলাদেশের বর্তমানে ২৩.৫২ টাকা। যে কাজগুলোতে বর্তমানে বেতন হচ্ছে ২,০০০ রিঙ্গিত থেকে ২,৫০০ রিঙ্গিত পর্যন্ত যা বাংলাদেশি টাকায় হয় ৪৮,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকা পর্যন্ত।
টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, পাইপ ফিটিং ও রাস্তার কাজ এই কাজগুলোতে বেতন একটু বেশি হলেও পরিশ্রম অনেক বেশি। এই কাজগুলোর ডিমান্ড ও মালয়েশিয়াতে বর্তমানে অনেক বেশি। এ কাজগুলোর বর্তমানে মালয়েশিয়ার ২,৪০০ রিঙ্গিত থেকে ৩,০০০ রিঙ্গিত পর্যন্ত। যা বাংলাদেশের ৫৬,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত।
এবং বাকি উপরের যে কাজগুলো দেখছেন, সে কাজগুলোতে কষ্ট কম হবে এবং কি বেতন ও একটু কম হবে। এই কাজগুলোর ও মোটামুটি ভালই চাহিদা রয়েছে। এই কাজগুলোর বেতন হচ্ছে ১,৭০০ মালয়েশিয়ার রিঙ্গিত থেকে ২,২০০ রিঙ্গিত পর্যন্ত এবং বাংলাদেশী টাকার ৪০,০০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা পর্যন্ত।
সর্বশেষ কথা
প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যারা এই পোস্টটি দেখেছেন আশা করি মালয়েশিয়ার যে বর্তমান কাজের চাহিদা গুলো রয়েছে, সেগুলোর তথ্য পেয়েছেন এবং কোন কাজের চাহিদা অনুযায়ী বেতন কেমন সে বিষয়েও জানতে পেরেছেন। তো আপনাদের যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য একটি ভাই অথবা বোনেরা মালয়েশিয়ার কাজের সম্পর্কে এবং বেতন সম্পর্কে একটু ধারণা নিতে পারে।