অনলাইন থেকে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

0
6

বর্তমানে টিন সার্টিফিকেট এমন একটি সার্টিফিকেট যেটি মোটামুটি সবক্ষেত্রেই কাজে লাগে । বিশেষ করে ব্যবসা শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স নেওয়ার সময় এই টিন সার্টিফিকেট খুবই প্রয়োজন হয়। গাড়ির মালিক হতে হলে এই টিন সার্টিফিকেট বিশেষ প্রয়োজন হয়। বর্তমানে আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরি করে থাকেন তাহলে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি ব্যাংকে কোন টাকা লেনদেন করেন অথবা জমা করেন তখন আপনার এই টিন সার্টিফিকেট ধরা দরকার হবে কারণ টিন সার্টিফিকেট থাকলে আপনাকে ১০% ভ্যাট কাটা হবে আর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনার ১৫%  ভ্যাট কাটা হবে । 

তো আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজেই প্রায় এই টিন সার্টিফিকেট ব্যবহার হচ্ছে বা আমাদের এই টিন সার্টিফিকেট দরকার হচ্ছে। তো  কিভাবে অনলাইন থেকে এ টিন সার্টিফিকেট বের করা যায় আমরা এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত দেখব এবং জানব। আপনার যদি পুরনো টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনি তা দিয়ে নতুন করে অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট উঠাতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে অনলাইনে মাধ্যমে টিন সার্টিফিকেট বের করা যায়। 

অনলাইন থেকে টিন সার্টিফিকেট বের করার নিয়ম 

প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে secure.incometex.gov.bd এটি লিখে আপনাকে সার্চ করতে হবে । এটি হলো এনবিআর এর ই-টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইট, এই ওয়েব সাইটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে সেখানে আপনাকে register অপশনে ক্লিক করতে হবে, তারপরে একটি ফর্ম এর মত আসবে ফরমটি আপনাকে ফিলাপ করতে হবে।

অনলাইনে টিন সার্টিফিকেট আবেদন করার নিয়ম

১. আপনার ইউজার নাম লিখতে হবে।

২. তারপর আপনার কমপক্ষে ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর রিটাইপ নামের একটি অপশন আসবে ওই পাসওয়ার্ডটি আপনাকে আবার দিতে হবে। 

৩. তারপর আপনাকে একটি নিরাপত্তামূলক প্রশ্ন বাছাই করতে হবে।

৪. নিরাপত্তামূলক প্রশ্নের একটি উত্তর দিতে হবে।

৫. এরপর আপনাকে দেশ নামের একটি অপশনে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। 

৬. এরপর আপনি সব সময় যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটি আপনাকে দিতে হবে।

৭. তারপর আপনার ইমেইল এড্রেস থাকতে হবে এবং সেই ইমেইল এড্রেসটি ওইখানে লিখতে হবে।

৮. আপনার কয়েকটি ইংরেজি বা  অংকে কয়েকটি কোড আসবে কোডগুলো ভেরিফিকেশন লেটারের লিখে তারপর আপনাকে রেজিস্টার চাপ বা ক্লিক করতে হবে। 

৯. আপনাকে এক্টিভেশন কোড ভেরিফিকেশন করতে হবে যেখানে 6 ডিজিটের কোড থাকবে ওই কোডটি দিয়ে আপনার একাউন্ট সচল করতে হবে। এরপর আপনার একাউন্ট চালু করে পুনরায় একাউন্ট লগইন করুন লগইন করার পর একটি পেজ আসবে সেখানে বামপাশের টিন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে।

১০. তারপর সেখানে আসবে ইংরেজি এবং বাংলা  ট্যাক্স পেয়ার স্ট্যাটাস এবং করদাতার করন করতে হবে। তারপর আপনি ১৮ বছরের নিচে না উপরে সেটা বাছাই করতে হবে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে।  তারপর আপনাকে আপনার যাবতীয় তথ্য দিতে হবে  যেমন আপনার বর্তমান ঠিকানা বাই স্থায়ী ঠিকানা দেওয়ার পর আপনার সবকিছু কমপ্লিট হলে তারপর ডাউনলোড অপশন আসবে।

ডাউনলোড ক্লিক করার পর আপনার প্রিন্ট নামের একটি অপশন আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার প্রিন্টার যদি থাকে তাহলে একেবারে প্রিন্ট বের করতে পারবে। অন্যথায় যদি আপনার শুধু মোবাইল থাকে তাহলে আপনি ফাইলটি ডাউনলোড করে গ্যালারি বা আপনার কোন ডকুমেন্টস নিয়ে সেভ করে রাখতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here