ঠকানো নিয়ে বাণী, ছন্দ, গল্প ও কবিতা

0
96
ঠকানো নিয়ে বানী, ছন্দ, গল্প ও কবিতা

আজকে পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে ঠকানো নিয়ে বাণী, ক্যাপশন, ছন্দ, গল্প ও কবিতা। আপনারা হয়তো অনেকেই আছেন যারা বিভিন্ন ভাবে ঠকেছেন যেমন কেউ হয়তো নিজের ফ্যামিলির কাছে ঠকেছেন, বন্ধু বান্ধবের কাছে ঠকেছেন, প্রেমিক প্রেমিকার কাছে ঠকেছেন এবং আরো বিভিন্নভাবে ঠকেছেন। আপনারা যারা ঠকানো নিয়ে বাণী, ক্যাপশন, ছন্দ, গল্প ও কবিতা খোঁজ করে থাকেন। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন ঠকানো নিয়ে ছন্দ, ঠকানো নিয়ে বাণী, ঠকানো নিয়ে গল্প ও ঠকানো নিয়ে কবিতা পেয়ে যাবেন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন।

ঠকানো নিয়ে বাণী

১. একজন মানুষকে ঠকানো খুবই সহজ, কিন্তু তার পরিণতি হতে পারে ভয়াবহ।

২. হয়তো আপনি ভাবতে পারেন যে আমি তাকে ঠকিয়ে লাভবান হয়েছি তাহলে সেটা ভুল ভাবছেন।

৩. ঠকে ঠকে একজন মানুষ যখন চালাক হয়ে যায় তখন তাকে আর ঠকানো যায় না।

৪. আপনি হয়তো একজন মানুষকে ঠকিয়ে খুব বুদ্ধিমতী মনে করছেন, কিন্তু আপনি সবচেয়ে বড় দুর্ভাগা সেটা আপনি কখনো কল্পনাও করেন না।

৫. হয়তোবা ঠকানোটা সহজ কিন্তু এর ভয়াবহ পরিণাম যে কি হতে পারে সেটা কেউ কখনো ভাবে না।

৬. কিছু মানুষ মনে করে যে আমি হয়তো বা এ পৃথিবীতে ঠকার জন্যই এসেছি।

৭. জীবনকে পরিপূর্ণভাবে গড়তে চাইলে কাউকে কখনো ঠকিও না।

৮. আপন মানুষগুলোই যখন ঠকিয়ে দেয়, তখন মনে হয় পুরো আকাশটা নিজের উপর ভেঙে পড়েছে।

ঠকানো নিয়ে ছন্দ

• একবার ঠকে দেখেন, দেখবেন মানুষ শুধু আপনাকে নিয়ে অবহেলাই করবে।

স্বার্থের এই দুনিয়াতে সবাই স্বার্থপর কিন্তু কেউ কখনো ঠকতে চায় না।

তুমি যাকে ঠকিয়েছো হয়তো তোমার ক্ষনিকের জন্য লাভ হচ্ছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে তোমার।

স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করে, মানুষকে ঠকাতেও দ্বিধাবোধ করে না।

জীবনে ঠকে গিয়েই একদিন জিততে হয়, তা না হলে জেতাটা সহজ হয়ে যাবে।

ঠকে যাওয়ার পরে জিতে যাওয়ার যে একটা আনন্দময় মুহূর্ত সেটা হয়তোবা অন্য কেউ বুঝবে না।

এই দুনিয়াতে যতই আপন লোক থাকে না কেন, স্বার্থের জন্য সবাই ঠকাতেই পছন্দ করে।

জীবনের প্রতিটি ধাপে ঠকতে ঠকতে এসেছি, এখন আমাকে আর ঠকানোর কিছুই নেই।

ঠকানো নিয়ে গল্প

» আপনি জীবনে হয়তো ঠকেছেন কিন্তু কখনো কি কাউকে ঠকাতে গিয়েছেন।

» এই দুনিয়ার লোভে পড়ে যারা মানুষকে ঠকায়, তারা আসলে বড়ই বোকা কারণ তারা বুঝে না যে ওই পারে কত বড় জীবন পড়ে আছে।

» হয়তোবা ঠোঁকেই বড় হয়েছি কিন্তু কাউকে কখনো ঠকাইনি।

» আমরা অজান্তেই অনেক মানুষকে ঠকিয়ে ফেলি, কিন্তু আমরা তা কখনো উপলব্ধি করি না।

» যে ছোট থেকে ঠকতে ঠকতে বড় হয়েছে সে কখনো মানুষকে ঠকায় না, কারণ সে বুঝে ঠকানোর পরিণতির ফল ভালো হয় না।

» যদি কাউকে ঠকিয়ে থাকো তাহলে ক্ষমা চেয়ে নিন, কারণ এর মত পাপ হয়তো বা দুনিয়াতে দ্বিতীয়টি হয় না।

» এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী কিন্তু কেউ কখনো ভাবে না যে আমি যে একজন লোককে ঠকাচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না।

ঠকানো নিয়ে কবিতা

ঠকানোর দুনিয়া

হাফিজুর রহমান

বিদেশ থেকে আসিয়া, ভাই গেল হাটেতে,

কিনতে গেল মাছ আর মাংস,

কিন্তু সে বুঝলো না দোকানদারির রহস্য।

আবারও সে গেল শহরেতে,

কিনতে গেল মার্কেটে জামা-কাপড়;

কিন্তু সে বুঝলো না তাদের ব্যবসার ঘটনা।

আবারও সে গেল হাসপাতালে,

পরিল দালালের খপ্পরে,

সে আপন মনে আপন করে নিল তাকে;

কিন্তু সে বুঝলো না তার এখন বাশ খাওয়ার পালা।

কিছু সামাজিক কর্মকাণ্ডের জন্য,

গেল সে পুলিশের কাছে নালিশ নিয়ে;

কিন্তু সে বুঝলো না সেখানে জালিয়াতিতে ভরা।

সে বাড়ি এসে বলে আমায়,

উড়ে দেশ তো এমন ছিল না;

আমি বললাম দেশের জন্য জীবন দিয়েছে যারা,

তারাই হয়তোবা আজ দিশেহারা।

দেশের জন্য লড়েছে যারা,

তারাই হয়তোবা আজ দিশেহারা।

এই সোনার দেশটি তো,

এমন হওয়ার কথা ছিল না।

তবে এ দেশের এমন হাল করিল কারা,

তারাই করেছে দেশের এমন হাল;

যারা দেশকে করিতেছে পরিচালনা।

সর্বশেষ কথা

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন করে থাকেন তাহলে আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে। যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরো অনেক বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here