ত্যাগ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হবে ঠিক তেমনি কিছু ত্যাগ স্বীকার করেই সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব হয়। এই দেশের ত্রিশ লক্ষ মানুষ শহীদের বিনিময়ে এই দেশকে স্বাধীন করতে পেরেছি, ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগের কারণেই কিন্তু আমরা আমাদের এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি। ত্যাগ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা সম্পর্কে নিচে কিছু আলোচনা করা হবে আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ত্যাগ সম্পর্কে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা গুলো।

ত্যাগ নিয়ে উক্তি

১. জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাফল্য অর্জন বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ত্যাগ করা আবশ্যক। – সংগৃহীত

২. যদি আপনি সামান্য ত্যাগ স্বীকার করেন জনগণের জন্য, তাহলে জনগণ আপনার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করবে না। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩. মৌমাছির মৌচাকে মধু কাটতে গেলে অবশ্যই কিন্তু মৌমাছি কামড় দিতে আসবে, ওই সময় মৌমাছির কামড়ের কথা চিন্তা করে মধু সংগ্রহ করা যাবে না। মৌমাছির কামোড় ত্যাগ করেই মধু সংগ্রহ করতে হবে। – সংগৃহীত

৪. ত্যাগ হচ্ছে জীবনের একটি ক্ষেত্র বা অঙ্গ, একমাত্র ত্যাগেই মিলে সাফল্য, আত্মতৃপ্তি ও কিছু সুখ। – সংগৃহীত

৫. ত্যাগ না করে কিছু আশা করাটাই সবচেয়ে বড় বোকামি । – সংগৃহীত

৬. একটি কাজ করতে যাওয়ার জন্য বা কাজকে শেষ করার জন্য অনেকগুলো বাধা আসতে পারে, সেই বাঁধার ত্যাগ স্বীকার করতে পারলেই কাজের সফলতা অবশ্যই আসবে। – সংগৃহীত

ত্যাগ নিয়ে স্ট্যাটাস

১. স্বপ্নকে সত্যি করা যায়, একমাত্র ত্যাগের মাধ্যমেই। – সংগৃহীত

২. পৃথিবীর এমন কোনো মানুষ নেই, যে ত্যাগ ছাড়া সে কিছু অর্জন করতে পেরেছে। – সংগৃহীত

৩. বর্তমানকে ত্যাগ করতে হবে, তা না হলে ভবিষ্যতে কিছু অর্জন করা কঠিন হয়ে যাবে। – এ.পি.জে আবদুল কালাম আজাদ

৪. ত্যাগ হলো মানুষকে সাফল্যের দিকে দাফিতো করে নিয়ে যায়। – সংগৃহীত

৫. ত্যাগ নিজেকে রিক্ত করার জন্য নয়, নিজের জীবনকে পূর্ণ বা পরিপূর্ণতায় রূপ দেওয়া। – রবীন্দ্রনাথ ঠাকুর

৬. কোন কিছু নিয়ে আফসোস না করে বরংচ জীবনের মায়া ত্যাগ করে কিছু অর্জন করে সবাইকে দেখিয়ে দাও। – সংগৃহীত

ত্যাগ নিয়ে কবিতা

ত্যাগি

   রবীন্দ্রনাথ ঠাকুর

 ‘ ওগো মা ‘ রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে,

প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে।

  ঘোমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি দেখে,

ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে।

 মাগো, কি হল তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে !

   মোড় হার- ছেঁড়া মণি নেয় নি কুড়ায়ে রথের চাকায় গেছে ঘুরায়ে,

চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা।

  আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা।

 তবুও রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখপথে –

মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে।

সর্বশেষ কথাঃ 

ত্যাগ নিয়ে যেউক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা তুলে ধরা হয়েছে, যদি করে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কিছু ত্যাগহীন ব্যক্তিদের পড়ার সুযোগ করে দিন যাতে তাদের কিছুটা জীবনে পরিবর্তন আনতে পারে। এরকম আরও বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন। আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।

Leave a Comment