শীতের সকাল নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কিছু কথা

শীতের সকালটা যেন অন্যরকম একটা পরিবেশ যেমন শীতের সকালে কুয়াশায় ভরা হলুদ সরষে ক্ষেত  যেন সাদা হয়ে যায়, ধান ক্ষেতের ধানের উপর শিশির ভেজা পাতাগুলো দেখতে কি যে ভালো লাগে। অনেকেই আছেন যারা সেই শীতকালের জন্য অপেক্ষা করেন এবং শীতের সকাল নিয়ে বিভিন্ন স্ট্যাটাস ক্যাপশন খুঁজে থাকেন তাদের আপন জনদের মাঝে শেয়ার করার জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে কিছু শীতের সকাল নিয়ে বিখ্যাত স্ট্যাটাস ও ক্যাপশন তুলে ধরা হচ্ছে। তাহলে আর দেরি না করে দেখে নিন শীতের সকাল নিয়ে বিখ্যাত কিছু স্ট্যাটাস ও ক্যাপশন গুলো। 

শীতের সকাল নিয়ে স্ট্যাটাস 

অনেকের শীতের মৌসুম খুবই ভালো লাগে। তাই তাদের মনে চায় যে শীত নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস সবার সাথে শেয়ার করতে। তাদের জন্যই এই পোষ্টের মাধ্যমে কিছু সেরা স্ট্যাটাস ও ক্যাপশন গুলো তুলে ধরা হচ্ছে আশা করি ভালো লাগবে। 

১. শীতের সকালের সূর্য যেন উঠল জেগে ধানের শিশিরে লেগে, তবে রইবে কি আজ আপন ভেবে সূর্যি মামা জেগে। 

২. শীতের সকালে পাখির চিমিচিতে আমি ফাগুনের গান গেয়ে নিজ দোষে হয়েছে আহত। 

৩. শীতকালের সকালের আনন্দ থাকে কিছুক্ষণ, তবে সেই শীতের সকাল যেন আফসোস হয় সারা জীবন। 

৪. এই শীতের সকালে শিশিরে পা রেখে চলার মধ্যে আছে এক রমনীর অনুভূতি। 

৫. ঘন কুয়াশার চাদর জড়িয়ে যেন আসে শীতের মনোরম সকাল। 

৬. গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু চোখ জুড়ানো শোভা, প্রকৃতি যেন দেয় এক অন্য মায়া।

৭. শীতের দিনে শীতের সকালে খেজুরের রসের গন্ধে যেন জুড়িয়ে গেল প্রাণটা। 

৮. শীতের দিনে মেঘলা আকাশ, শীত পরবে বলে তোমার আমার ভালবাসা গভীর হবে বলে। 

৯. শীতের সকালটা রোমান্টিক সময়টা যেন তোমাকে দেখতে দেখতেই কেটে যায়। 

শীতের সকাল নিয়ে ক্যাপশন 

১০. শীতের সকালে সব মানুষই খোঁজে যেন একটু উষ্ণতার ছোঁয়া। 

১১. শীতের সকালে ঘুম থেকে উঠা নিয়ে কি যে অলসতা শুধু যেন তোমাকেই জড়িয়ে ধরে থাকি। 

১২. সকালে উঠে আমি মনে মনে বলি তোমার কথা স্মরণ করে যেন সারাদিন চলতে পারি। 

১৩. এই শীতের সকালে উঠে আমি মনে মনে বলি, তোমার মুখটা দেখে যেন সারাদিন চলতে পারি। 

১৪. এই শীতের সকালে চারদিকে কুয়াশা, মিষ্টি রোদের দিনের আলো কেন তোমায় লাগে এত ভালো। 

১৫. এই শীতের রাতে হালকা শীতে ঘুমের রাজ্যে যাও হারিয়ে, স্বপ্ন বারাক হাত। 

১৬. এই শীতের সকালে কুয়াশায় চাদর মোড়ানো শীতে কিছু স্মৃতি রেখে দেই এই মনে। 

১৭. শীতের সকালে ভাপা পিঠা আর দুধের পিঠা দিয়ে যেন শুরু হয় সারা দিনটা। 

১৮. শীতের সকালে মিষ্টি রোদের আলো যেন তোমাকে কিছু বলে যায়। 

১৯. অপরূপ এই নীরব ভোরে তুমি আছো অনেক দূরে, পাখির ডাকে মধুর সুরে মনটা যেন হয় ওরে। 

২০. এই শীতের সকালে পাখিরা যেন কিচিরমিচির করে কি যেন বলতে চাচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছো। 

শীতের সকাল নিয়ে ছন্দ 

২১. সুন্দর একটা দিন, শুভ হোক তোমার শীতের দিন। 

২২. শীতের সকালে কুয়াশা ভরা সূর্যটা দেখতে কি যে ভালো লাগে সে কথা বলার নয়, শুধু অনুভব করার মত একটি মুহূর্ত। 

২৩. কুয়াশা ভরা সকালটাতে সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে। 

২৪. কুয়াশায় ঢাকা এই সকালটায় সরষে ক্ষেতের পাশে গিয়ে সকালটা উপভোগ করার যে একটা আনন্দ সেটা অন্য কোন সময়ে পাওয়া যায় না। 

২৫. এই শীতের রাতে আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পড়বে এটা হতে পারে না। 

২৬. এই শীতের সকাল যেন পরিচ্ছন্ন একটি পরিবেশ আর তেমনি স্বাস্থ্যকর।

২৭. শীতের সকাল যখন তার কুয়াশায় ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে পুরো আকাশটা তখনই যেন তার সৌন্দর্য ফুটে ওঠে।

২৮. শীতের দিনে রাত পোহালে মামার বাড়ি পিঠের দাওয়াত, খেতে ভারি মজা।

২৯. শীত যেন এক উদাসী বাউল হাতে দিয়ে একতারা বাজায় বৈরাগের সুর।

৩০. এই শীতের সকালে যেন তার সুলজ্জ মুখখানি দিগন্ত বিস্মৃত কুয়াশায় অবগুন্ঠনে ঢাকরি। 

শীতের সকাল নিয়ে কিছু কথা 

এই সকাল বেলায়  শীতের কারণে তোমার মুখটি যেন লাল হয়ে রক্ত বেরিয়ে পড়বে।

এই শীতের সকালে হালকা বাতাসের খর খরে পাতার শব্দ যেন কানে এসে কি যেন বলে যায়।

এই শীতকালের শীতের সকালেই যেন সব পিঠে উৎসবের ধুম পড়ে যায়।

এই শীতের সকালে যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে চিতই পিঠের সাথে ধোনে সজ বাটা দিয়ে তোমাকে খাওয়াবো।

এই শীতের সকালে মৃদু রোদের তাপ ও শিশির জোড়া সকালে তুমি যেন এসেছিলে কবে আমার সাথে গল্প করতে।

কুয়াশার চাদর আবৃত করে আগমন ঘটে শীতের সকালের, ঠিক যেন তুমি আমার পাশে থেকে যে শান্তি ঢেলে দিয়েছো। 

সর্বশেষ কথা: 

এই পোস্টটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এরকম আরো পোস্ট পেতে চান তাহলে এই সাইটে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।