পর্তুগালে কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত টাকা ?

0
52
পর্তুগালে কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত টাকা

আজকে এই পোষ্টের মাধ্যমে জানবো পর্তুগালে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা বা বেশি। তো আপনারা হয়তোবা অনেকেই আছেন যারা পর্তুগাল যেতে চান, বিশেষ করে তাদের জন্যই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট কারণ। আপনারা যেহেতু গতকাল যেতে চাচ্ছেন বা অনেকদিন যাবত যাওয়ার স্বপ্ন দেখছেন তো তারা চাইলেই এই পোস্ট থেকে দেখে নিতে পারেন বর্তমানে পর্তুগালে কোন কাজগুলোর চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা।

ইউরোপের দেশগুলোর মধ্যে অবশ্য পর্তুগালের কাজ পাওয়াটা একটু কঠিন তবে আপনাদের যদি ওই কাজগুলোর উপর অভিজ্ঞতা থাকে তাহলে ভালো। পর্তুগাল যাওয়াটা খুবই সহজ হবে এবং কাজ পাওয়াটাও সহজ হবে। তো যাই হোক আপনারা আপনারা যেহেতু পর্তুগাল যেতেই চাচ্ছেন তাহলে একবার হলেও পুরো পোস্টটি সম্পন্ন করে জেনে নিন, পর্তুগালের কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত টাকা।

পর্তুগালে কোন কাজের চাহিদা বেশি 

যদি পর্তুগাল যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল একজন লোক হতে হবে। কারণ দেশটিতে কাজ পেতে একটু সময় লাগে কিন্তু কাজ পাওয়ার পরে আর কোন সমস্যা নেই। পর্তুগালে যাওয়ার পর যদি আপনি কার্ড পেয়ে যান তাহলে আপনার আর কোন সমস্যা হবে না, কার্ড না পাওয়ার আগে পর্যন্ত একটু কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো যাই হোক তাহলে চলুন দেখে নেই পর্তুগালে বর্তমানে কোন কোন কাজের চাহিদা গুলো খুবই বেশি।

» কনস্ট্রাকশন,

» ইলেকট্রনিক্স,

» মেকানিক্যাল,

» হোটেল ক্লিনার,

» শেফ,

» কেয়ারিং ম্যান,

» সিকিউরিটি গার্ড, 

» ড্রাইভিং,

» ফুড প্যাকেজিং,

» কৃষি কাজ ও

» গবাদি পশু পালন। 

তাহলে দেখতেই পাচ্ছেন যে কোন কাজগুলোর চাহিদা বর্তমানে পর্তুগালে বেশি। তবে বিশেষ কিছু কাজের মধ্যে যদি আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন থাকে যেমন কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও ড্রাইভিং। এই কাজগুলোর উপর যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো আর কোন কিছু ফিরে তাকানোর দরকার নেই। এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে মোটামুটি অভিজ্ঞ হলেও চলে না হলেও কোন সমস্যা নেই। আপনারা অবশ্যই দেখেছেন যে কোন কাজের চাহিদা কেমন তাহলে এখন নিচ থেকে দেখে নিন যে কোন কাজের বেতন কত টাকা।

কোন কাজের বেতন কত টাকা

আপনারা উপরে দেখতে পেরেছেন যে কোন কাজের চাহিদা বর্তমানে পর্তুগালে বেশি রয়েছে। তো আপনারা যারা যেতে চাচ্ছেন বিভিন্ন কাজের বিভিন্ন ভিসায় তাহলে নিচ থেকে দেখে নিতে পারেন যে পর্তুগালে কোন কাজের বেতন কত টাকা হয়ে থাকে।

পর্তুগালে কোন কাজের বেতন কত টাকা এ বিষয়ে জানার আগে আমরা আগে জেনে নেব পর্তুগালের টাকার নাম কি এবং পর্তুগালের ১ টাকায় বাংলাদেশের কত টাকা হয়।

পর্তুগালের টাকার নাম হচ্ছে ইউরো। 

পর্তুগালের ১ ইউরো = বর্তমানে বাংলাদেশের টাকায় ১১৮. ১৮ টাকা। 

তাহলে এখন জেনে নেয়া যাক কোন কাজের বেতনের ডিমান্ড বা মজুরি কত টাকা দিয়ে থাকে পর্তুগিজরা।

কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, শেফ ও ড্রাইভিং কাজের চাহিদা সবচেয়ে বেশি। 

উপরের এই কাজগুলোর উপর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের প্রতি মাসে পর্তুগালের ১,৫০০ ইউরো থেকে ২,৫০০ ইউরো পর্যন্ত যা বাংলাদেশি টাকায় ১,৭৭,০০০ টাকা থেকে ২,৯৫,০০০ টাকা পর্যন্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কাজগুলোর বেতনের ডিমান্ড কিরকম এবং যে সকল কাজগুলো দেখতে পাচ্ছেন সে সকল কাজের অভিজ্ঞতার উপরে কিন্তু বেতনের স্কেল হিসাব করা হয়।

সিকিউরিটি গার্ড, স্টিয়ারিং ম্যান, ফুড প্যাকেজিং, কৃষি কাজ ও গবাদি পশু পালন এর কাজগুলোর উত্তর চাহিদা রয়েছে। 

এই কাজগুলোর প্রতি মাসে বেতন দিয়ে থাকে পর্তুগালের ইউরোর ৬৫০ ইউরো থেকে ১,২০০ ইউরো পর্যন্ত যা বাংলাদেশী টাকায় ৭৫,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত। তাহলে এ কাজগুলো বেতনের লেভেলটা কি রকম দেখতেই পেরেছেন। তো আপনারা যে কাজের প্রতি যেতে আত্মবিশ্বাস পান, আপনাদের সুবিধা অনুযায়ী সেই কাজের ভিসার উপরেই যেতে পারেন।

শেষ কথা

তো প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে পর্তুগালে বর্তমানে কোন কাজের চাহিদা গুলো বেশি এবং কোন কাজের বেতন কত টাকা। তো আপনাদের যদি মনে হয় যে এই পোস্টটি শেয়ার করলে অন্য একটি ভাই অথবা বোনের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here