বাঙালির সর্বস্তরের প্রাণপ্রিয় ভাই ও বোনদের জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই আছেন যারা পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস, পহেলা বৈশাখ নিয়ে ক্যাপশন, পহেলা বৈশাখ নিয়ে উক্তি, পহেলা বৈশাখ নিয়ে কবিতা বিভিন্ন কিছুর খোঁজ করে থাকেন। আসলে পহেলা বৈশাখ হল আমাদের বাঙ্গালীদের আনন্দের একটি দিন যে দিনটিতে সব অভিমান, দুঃখ কষ্ট ভুলে আমরা আনন্দে মাতিয়ে উঠি। বাঙ্গালীদের এক নতুন দিনের শুরু হলো পহেলা বৈশাখ।
এই পোস্টের মাধ্যমে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা এগুলো খুঁজে থাকেন। আশা করি এই পোস্ট থেকে কিছু নতুন নতুন পহেলা বৈশাখের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা খুঁজে পাবেন। তাহলে নিজ থেকে দেখে নিন পহেলা বৈশাখ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন এবং বেছে নিন আপনাদের পছন্দমত উক্তি ও স্ট্যাটাস গুলো।
পহেলা বৈশাখ নিয়ে উক্তি
* পুরনো যত হতাশ, দুঃখ-কষ্ট, যন্ত্রনা-বেদনা সব ভুলে সুখে ও আনন্দে কাটুক আজকের এই পহেলা বৈশাখ।
* পহেলা বৈশাখের এই দিনে পান্তা ভাত আর কাঁচামরিচ, পেঁয়াজ হল বাঙালির প্রিয় খাবার।
* এই নতুন দিনে নতুন রঙে, নতুন সাজে সেজে ওঠো প্রিয় যেতে হবে বাহিরে অনেক দূর ঘুড়িতে।
* চৈত্র মাসের খরায় যেন খা খা করছে সকল মাঠঘাট কালবৈশাখী ঝরে যেন সব হেসেছে আজ।
* পুরনো দিনগুলো যেমনই হোক আজ এই পহেলা বৈশাখে সব স্মৃতি ভুলে তোমায় জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।
* পান্তা ইলিশ আর কাঁচামরিচ পেঁয়াজ বাঙালির প্রাণ, নতুন বছরের সবাই গাইবো বৈশাখীর গান,,,,, এসো হে বৈশাখ এসো।
পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস
১. নিশি যখন ভোর হবে, সুখ তারা নিভে যাবে। আসবে একটি নতুন দিন সব দুঃখ ভুলে শুধু আনন্দে মেতে উঠবো সেই দিনটিতে।
২. নতুন ভোরের নতুন আলোয় দুঃখ যাবে ভুলে, ঝিলমিলিয়ে হাসবে সবাই আধার আসবে নেমে।
৩. এই রমনার মেটু পথে আঁকাবাঁকা রাস্তায় তোমার সাথে দু পায়ে হেঁটে প্রেমের গল্প করিতে করিতে পার করিব এই বছরের প্রথম দিনটি।
৪. ঝরে গেল আজ বসন্তের পাতা, চলে এলো নতুন বছরের সকাল, লাগুক সবার পানে আনন্দের স্পর্শ এই পহেলা বৈশাখে।
৫. এই পহেলা বৈশাখে মনে জাগুক বসন্তের সুখ, সবার স্বপ্ন হোক রঙিন আর আনন্দে থাকুক সবাই সারাটি বছর।
৬. আবির মেখে চোখে চোখে মনের কথা এসেছে বলতে, নতুন সাজে সবার ঘরে এসেছে বৈশাখ। শুভ পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ নিয়ে ক্যাপশন
> ওই বসন্তের কোকিলের ডাক যেন আজ ফিরে এসেছে এই বৈশাখে, বর্ষার আগমনে সাদা কাশফুলের আগমন আর তোমার সেই ব্যাকুল হাসির ঠোঁট যেন প্রকৃতির মাঝে মিশে গেছে। শুভ নববর্ষ প্রিয়
> এলো নতুন বছর তোমায় নিয়ে ঘুরে বেড়াবো তেপান্তরে তুমি কি তাতে রাজি আছো প্রিয়। পহেলা বৈশাখের শুভেচ্ছা
> মাঘে সুখী, ফাল্গুনে সুখী, চৈত্রে খা খা আর বৈশাখে টলমলে।
> বৈশাখের প্রথম জলে আশুধান দ্বিগুণ ফলে।
> এই পহেলা বৈশাখে সাদা শাড়িতে, লাল গোলাপে মানিয়েছে বেশ ভালোই, চলো এবার ঘুরে বেড়াই মেলাতে গিয়ে।
> বছর ঘুরে এলো আনন্দের দিন, পলাশ শিমুলের গাছে লেগেছে আগুন তাইতো বৈশাখের কালবৈশাখী ঝরে সবাইকে দিল ভিজিয়ে।
পহেলা বৈশাখ নিয়ে লেখা
আমরা বাঙালি জাতি এই পহেলা বৈশাখের জন্য অপেক্ষা করে থাকি এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ বাঙালি জাতির ঐতিহ্য ছড়িয়ে আছে পহেলা বৈশাখের দিনটিতে। এই দিনটিতে আনন্দের মধ্যে মেতে ওঠে সারা বাংলাদেশের মানুষগুলো আর ঘরে ঘরে ভরে ওঠে পান্তা ভাত ইলিশ আর কাঁচা মরিচ পেঁয়াজে। এই উৎসব মুখর দিনটিতে বাঙালি জাতি গর্জে উঠে নতুন রূপে, নতুন সাজে, বিভিন্ন জায়গায় মেলা, শোভাযাত্রা আর কনসার্ট এর মধ্য দিয়ে।
আমাদের বাঙালি জাতির বিশেষ একটি দিন হচ্ছে এই পহেলা বৈশাখ যে দিনটিতে আমরা পূর্বের সব দুঃখ-কষ্ট, রাগ-অভিমান, দ্বিধা-দ্বন্দ্ব সকল কিছু ছেড়ে সবাই মিলে একসাথে উদযাপন করি পহেলা বৈশাখ এর এই আনন্দদায়ক দিনটি। বাঙালির মুখে হাসির ঝলক দেখা যায় এই বৈশাখের প্রথম দিনটিতে। সবাই নতুন কাপড়-চোপড় আর সাজুগুজু করে বের হয়ে যায় মেলায়, দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে সবার অন্তরে।
পহেলা বৈশাখ নিয়ে কবিতা
বাংলা নববর্ষের কবিতা
এ.কে দাস মৃদুল
বৈশাখ এলো রে,
ঝড়ো হাওয়া বয়ে বৃক্ষের ডালে নব পল্লবে;
ঘরে ঘরে আনন্দধারা নিয়ে,
পুরাতন ধুয়ে মুছে বৈশাখ এলো রে।
জীর্ণতার পিছু ফেলে যা ছিল অনাদরে,
নতুন দিনের তরুণ আলোয়;
মাঠে-ঘাটে সার্বজনীন বর্ণের উৎসবে।
পান্তা ইলিশের সুবাসে বৈশাখ এলো রে!
আগামীর চলার পথে সুনিপুণ্য স্বপ্ন বুকে,
বাঙালির ঘরে ঘরে শান্তির বারতায়;
হালখাতায় নববর্ষ বরুনের বৈশাখ এলো রে।
আনন্দ মেলার মিছিলে বাশরীরা বাজায় বাঁশির সুর,
মানব মানবীর উল্লাসে ;
ঢোল ডুগডুগি বাউল সংগীতের নৃত্যে,
মানুষত্বের মিলন মেলায় বৈশাখ এলো রে।
বৈশাখী প্রেম
খালেদ বিন জয়েনুদ্দিন
বৈশাখী মেয়ে এলো আমাদের গাঁয়েতে,
কপালে টিপ পরা রং মাখা পায়েতে।
ধান-কুলা হাতে তার বাজে ঢাক-ঢোল,
হাসিখুশি মুখ খানা দোলে নাকে নোলক।
বৈশাখী মেয়ে এলো মেলা বসে মাঠেতে,
খোকা খুকুর মন নেই একা একা মাঠেতে;
বাড়ি বাড়ি গান গায় মতে নববর্ষে।
বরণের ডালাখানি হাতে নিয়ে হষে,
তাই দেখে বৈশাখী হাসে বুড়ো মুচকি।
দই,চিরে, সন্দেশ আরো খায় ফুচকা!
সার্কাসের হাতি ঘোড়া ভাল্লুকের মায়াতে,
এবছর থেকে যায় পল্লীর ছায়াতে।
সর্বশেষ কথা
এই পোস্টটি যদি পড়ে থাকেন আশা করি ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপন মানুষদের মাঝে যাতে তারা এই পোস্টটি পড়ে একটু পহেলা বৈশাখের যে আনন্দময় দিনটি সেটি উপভোগ করতে পারে।