পাপ নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, কবিতা ও কিছু কথা

0
31

পাপ নিয়ে যে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন গুলো তুলে ধরা হবে আশা করি ভালো লাগবে। যারা পাপ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা খুঁজে থাকেন তারাও এখান থেকে সে কথা গুলো সংগ্রহ করতে পারবেন এবং ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই পাপ নিয়ে উক্তি ও স্ট্যাটাস গুলো। 

পাপ নিয়ে উক্তি

যারা পাপ নিয়ে উক্তি খুঁজছেন তাদের জন্য এখানে কিছু নতুন নতুন উক্তি তুলে ধরা হয়েছে। এখান থেকে সংগ্রহ করে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন এবং স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। 

১. যে ব্যক্তি গোপনে পাপ কাজ করে, তার সাক্ষী সে নিজেই হবে। যেমন সে যে জিনিস ধারা পাপ কাজ করবে সে জিনিসগুলোই তার বিপক্ষ নিয়ে সাক্ষী দিবে। 

২. যে ব্যক্তি বেশি পাপ কাজ করে, তার ভেতরের আত্মা যেন মৃত হয়ে যায়। 

৩. হে যুবক গোপনে পাপ কাজ করো না, কারণ গোপনের পাপ কাজের হিসাব গুলো বেশি। 

৪. যে মানুষ পাপ কাজ করে তার চেহারার মধ্যে কোন মায়াবী ভাব থাকেনা। 

৫. যে সকল মানুষ গুলো বেশি পাপ কাজ করে তাদের জ্ঞান দিন দিন হ্রাস পায়। 

৬. যে পাপ কাজ করে তাকে কখনো ঘৃণা করা হয়না, ঘৃণা করা হয় তার পাপ কাজকে। 

৭. বর্তমান যুগের যুবক-যুবতীরা এমন ভাবে পাপ কাজ করে যে তারা পাপ কাজ গুলোকে পাপ কাজ মনেই করেনা। 

৮. মানুষ কখনো ভাবে না যে তাদের পাপ কাজ গুলোর কারণেই তাদের চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যায়। 

পাপ নিয়ে ক্যাপশন 

> পুণ্যের ভাগ তো সবাই চায়, কিন্তু পাপের ভাগ কেউ নিতে চায় না। 

> মানুষ যতই পাপ করুক না কেন তাকে কখনো ঘৃণা করা হয় না, ঘৃণা করা হয় সে যে পাপ করেছে সেই পাপকে। 

> মানুষ পাপ তখনই করে যখন তার মস্তিষ্কের পরিমাপ সে নিজে করতে পারে না। 

> পাপী ব্যক্তি তো সেই যে পাপ করেও সৃষ্টিকর্তার কাছে মাফ চায় না। 

> ওহে মানব সন্তান তোমরা পাপ করিবার আগে একবার ভেবে নিও যে এর পরিণতি কি ভয়ানক হতে পারে।

> তুমি জীবনে সফল হও অনেকেই তোমার গুনগান করবে, কিন্তু তোমার পিছনের যে কাহিনী গুলো সেগুলো কেউ জানতে চাইবে না। ঠিক তেমনি অন্ধকারে যদি পাপ করে থাকো তাহলে সেটা কেউ দেখবে না সেই পাপের ভোগ তোমার নিজেই করতে হবে। 

পাপ নিয়ে স্ট্যাটাস

# যে পাপকে পুণ্য মনে করে, সে কখনো সৃষ্টিকর্তার কাছে প্রিয়জন হতে পারে না। 

# কিছু মানুষ আছে যে নিজেরা পাপ কাজ করে কিন্তু অন্যকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলে। এরকম লোক কখনো হিসেব করেনা যে নিজের অবস্থাটা পরবর্তীকালে কেমন হতে পারে। 

# এই দুনিয়াতে আমরা কম বেশি সবাই পাপী, তাই বলে কি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে হবে না। 

# যে ব্যক্তি পাপ কাজ করে আর যে ভাবি ব্যক্তির পক্ষ নেয় সেই দুজন পাপের সমান ভাগীদার। 

# এই দুনিয়ার মানুষগুলো এমনই যে, তারা কখনো পাপের ভাগ বা দুঃখের ভাগ নেবে না। তারা শুধু পুণ্যের ভাগ এবং সুখের ভাগ নেওয়ার জন্য বসে আছে । 

# ধ্বংসের পথে তো সেই ব্যক্তি যিনি সবসময় পাপ কাজ নিয়ে ব্যস্ত থাকেন।  

# কিছু মানুষ এমনও আছে যারা পুণ্য করতে গিয়ে আরও পাপ কাজ করে ফেলে যেমন একটি পাথরকে পুজো করতে গিয়ে অনেকগুলো তাজা ফুল মেরে ফেলে। 

# এমন কিছু মানুষ আছে যারা অনেক পাপ অজান্তেই করে যাচ্ছে যেমন মিথ্যা বলা কিন্তু মহাপাপ, আজ কালকের মানুষগুলো এমনি হয়েছে যে একটি মিথ্যে বলতে তাদের মুখ কখনো আটকায় না। 

# এই যুগের মানুষগুলো এমন হয়ে গেছে যে, তারা এমনভাবে পাপ কাজ করে যে পাপ কাজের মধ্যেই তারা আত্মতৃপ্তি পাচ্ছে সুখ খুঁজে পাচ্ছে কিন্তু তারা কখনো ভাবে না যে এর পরিণাম খুবই ভয়াবহ।

পাপ নিয়ে কিছু কথা

মানুষ দিন দিন এমন হয়ে যাচ্ছে যে তারা পাপকে পাপ মনে করছে না। তারা পাপ কাজের মধ্যেই তাদের সুখ খুঁজে পাচ্ছে। বর্তমান যুগের যুবক-যুবতীরা নিজেদেরকে পাপের সাথে পুরোপুরি জড়িয়ে নিয়ে নিয়েছে তারা এখন আর পাপকে পাপ মনে করে না। বর্তমান মানুষের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে তারা একজন মানুষকে হত্যা করার মত মহাপাপ কেউ মনে করে না। মানুষ দিন দিন এমন হয়ে যাচ্ছে যে পাপ কাজ করতে করতে তাদের ভিতর থেকে মায়া মহব্বত জিনিস গুলো উঠে যাচ্ছে। 

সর্বশেষ কথা 

পাপ নিয়ে যে সমস্ত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন গুলো লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবারের সবার সাথে, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের মাঝে। এরকম আরো বিভিন্ন রকম পোষ্ট পেতে এই সাইটে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here