অপেক্ষা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও গল্প

0
211
অপেক্ষা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও গল্প

যদি অপেক্ষা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন খুঁজে থাকেন তাহলে ঠিক জায়গায় এসেছেন এই পোস্টের মাধ্যমে কিছু নতুন অপেক্ষা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা সম্পর্কে কিছু কথা তুলে ধরা হবে আশা করি ভালো লাগবে। অনেকে আছেন যারা অপেক্ষা নিয়ে বিভিন্ন উক্তি,স্টাটাস, ছন্দ গুলো খুঁজে থাকেন এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তাহলে একটু ধৈর্য সহকারে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং এই পোষ্টের সাথে থাকুন।

অপেক্ষা নিয়ে উক্তি

১. অপেক্ষা করা যায় কিন্তু সেটা অকারণে নয়, উদ্দেশ্য ছাড়া অপেক্ষা করা বোকামি।

২. ভালোবাসি মুখে খুব সহজেই বলা যায়, কিন্তু অপেক্ষা সবাই করতে পারে না।

৩. একটা কিছু ঘটবে বলে তার জন্য অপেক্ষা করে লাভ নেই, সময় নষ্ট হবে তা আর কিছুই না।

৪. অপেক্ষার ফল সব সময় সুমিষ্ট হয়।

৫. সৃষ্টিকর্তা আপনাকে যতই পরীক্ষা করুক আপনি অপেক্ষা করুন, তাতে আপনার ফল ভালো হবে।

৬. অপেক্ষা জিনিসটা এমনও হতে পারে যে একটা জিনিসের জন্য সারা জীবন অপেক্ষা করেও তা পাওয়া যায় না।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস

১. অপেক্ষা করার মত ধৈর্য শক্তি সবার কাছে থাকে না।

২. জীবনে কিছু পেতে হলে, অপেক্ষা করাটা জরুরি।

৩. প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করাটাও এক ধরনের অন্যরকম ভালোবাসা কাজ করে।

৪. জীবনে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা যায়, সঠিক কাজে লাগানোর জন্য।

৫. অপেক্ষা হচ্ছে নিজের উপর যে আমরা কতটুকু অপেক্ষা করতে পারব একটি জিনিসের জন্য।

৬. অপেক্ষা কখনো অভ্যাসে পরিণত করা যাবেনা, কারণ সময় আমাদের জন্য অপেক্ষা করে না।

অপেক্ষা নিয়ে ক্যাপশন

* এই জীবনে সবচেয়ে কঠিন জিনিস হল কারো জন্য অপেক্ষা করবো, আবার সেই অপেক্ষা যদি বৃথা না যায় তাহলে তার চেয়ে আনন্দের জিনিস আর কোন কিছু হতে পারে না।

* জীবনে আসলে অপেক্ষা ছাড়া কোন কিছু করা বা পাওয়া সম্ভব না, কারন জীবনটা বড়ই  কঠিন। অপেক্ষা ছাড়া খুব সহজে একটা জিনিস গর্জন করলে তা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না।

* আসলে অপেক্ষা করার মত ধৈর্য যার মধ্যে আছে, তার চাওয়া-পাওয়া একদিন পূরণ হবেই।

* যদি তোমার ধৈর্য্য না থাকে, তাহলে তোমার জন্য অপেক্ষা জিনিসটা করো খুবই প্রয়োজন।

* এমন অনেক দিন গেছে তোমার জন্য অধীর অপেক্ষায়, কিন্তু প্রিয়তমা তোমার দেখা না পেয়ে অপেক্ষায় অপেক্ষায় দিনগুলি করিলাম একলা একা।

* বসে আছি একা একা তোমার অপেক্ষায় কখন বুঝি আসবে তোমার টেলিফোন।

* তুমি প্রিয় সময় নাও প্রয়োজন হলে কাশফুল হয়ে আসো আমি বসে আছি তোমার অপেক্ষায়।

অপেক্ষা নিয়ে মেসেজ

* অপেক্ষা আসলে এমন একটি জিনিস পরিস্থিতি সাপেক্ষে সে পরিবর্তন হয়।

* জীবন যখন ভুল পথে যায় তখন হঠাৎ করেই মনে হবে আমি কিসের অপেক্ষায় দিনগুলো পার করছি।

* অপেক্ষা কে কখনোই অভ্যাসে পরিণত হতে দেবেন না, তাহলে জীবনকে আর নিজের গতিতে চালানো যাবে না।

* জীবনকে যদি শুধু প্রস্তুতি নেওয়ার অপেক্ষায় কাটাতে থাকো, তাহলে আর জীবনকে কখনো বাস্তবায়নে কিছু চেষ্টা করে লাভ নেই জীবনটা শুধু স্বপ্নেই কেটে যাবে।

* যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা যায়, তার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়।

* তোমাকে পাবার আশায় আমি আজও আমাদের সেই প্রিয় জায়গাটাতে তোমার অপেক্ষায় বসে থাকি।

অপেক্ষা নিয়ে গল্প

কখনোই কেউ অযথা কারো জন্য অপেক্ষা করে থাকে না, কোন কারণ ছাড়া কোন মায়া ছাড়া, ভালবাসা ছাড়া কেউ কখনো কারো জন্য অপেক্ষা করে থাকেন। জীবনটা হলো মায়া ভরা, কে কখনো কার মায়ায় পড়ে যায় বলা মুশকিল। কথায় আছে না যে অপেক্ষার ফল সুমিষ্টি হয়, কথাটা চিরন্তন সত্য কিছু করার জন্যই হোক বা কিছু পাওয়ার জন্যই হোক না কেন অপেক্ষা করে থাকলে একদিন সেটা পাওয়া যায়।

জীবনে যদি কোন কিছুর জন্য অপেক্ষা করে না থাকো তাহলে কোন কিছু পাবার আশায় একবার অপেক্ষা করে দেখো সেটা তুমি পেয়ে যাবে। জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে হলে অপেক্ষা করাটা জরুরী। আবার কিছু জিনিস আছে যেগুলো সারা জীবন অপেক্ষা করেও তাতে সফল হওয়া সম্ভব না। সে সব জিনিসের জন্য অপেক্ষা করা একদমই বোকামি।

সর্বশেষ কথাঃ 

অপেক্ষা নিয়ে যে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন গুলো লেখা হয়েছে যদি ধৈর্য সহকারে পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের মানুষগুলোর সাথে যাতে তারা অপেক্ষা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারে। এরকম আরো পোস্ট পেতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন এই সাইটটিতে। কষ্ট করে এই পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here