নতুন বছরের স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও শুভেচ্ছা

0
45
নতুন বছরের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও শুভেচ্ছা

নতুন বছরের উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং আশা করি সবাই ভাল আছেন। আশা করি নতুন বছর সবার খুব আনন্দ ও উল্লাসে কাটুক। অনেক ভাই ও বোনেরা আছেন যারা এই নতুন বছর নিয়ে অনেক কিছুই খুঁজে থাকেন। নতুন বছরের স্ট্যাটাস, নতুন বছরের ক্যাপশন, নতুন বছরের উক্তি ও নতুন বছরের কবিতা। নতুন বছরের শুভেচ্ছার জন্য অনেক কিছু খুঁজে থাকেন। তো আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা নতুন বছর উপলক্ষে অনেক কিছু খুঁজে পাবেন। তাহলে আর দেরি না করে নিচ থেকে দেখে নিন আপনাদের পছন্দের বিভিন্ন উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা। 

নতুন বছরের স্ট্যাটাস

নতুন বছরের স্ট্যাটাস

 

১. শুধু আজ এই প্রথম দিনেই নয়, এ বছরের প্রতিটি দিন তোমার সুখে কাটুক। নতুন বছরের শুভেচ্ছা

২. নতুন বছরের নতুন দিনে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।

৩. নতুন বছরে সবার স্বপ্ন হোক সত্যি এবং সবাই থাকুক হাসিখুশি। নতুন বছরের শুভেচ্ছা

৪. নতুন দিনে নতুন ভোরে সারাটি বছর কাটুক তোমার আগের বছরের চেয়ে ভালো। নতুন বছরের শুভেচ্ছা 

৫. নতুন সাজে নতুন রূপে দেখছি তোমায় নতুন করে সারাটি বছর যেন থাকো এমন করে। শুভ নববর্ষ।

৬. একটি নতুন বছর হলো একটি নতুন ডায়রির মত যে কলমটি আপনার হাতে নতুন করে গল্প শুরু করার জন্য প্রস্তুত হন। নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের ফেসবুকে স্ট্যাটাস

নতুন বছরের ফেসবুকে স্ট্যাটাস

* নতুন বছরে তোমার সকল স্বপ্ন পূরণ হোক এই কামনাই করি। নতুন বছরের শুভেচ্ছা

* এই নতুন বছরে দুশ্চিন্তা দূর করে মনে আনো নতুন করে আনন্দ আর উচ্ছ্বাস থাকো সারাটি জীবন এভাবেই। নতুন বছরের শুভেচ্ছা

* আগের সব কষ্টকে ভুলে গিয়ে নতুন দিন থেকে শুরু করো নতুন জীবন আর সেই খুশি যেন না হয় বিলীন। শুভ নববর্ষ

* নতুন বছরে হানাহানি, ভেদাভেদ, হিংসা সব ফেলে রেখে এসো সবাই মিলেমিশে নতুন বছরকে খুশিতে মাতিয়ে দেই। নতুন বছরের শুভেচ্ছা

* চোখের জল ফেলো না বন্ধু তুমি, আমি আছি তোমার পাশে। সবাই তোমায় ভুলে গেলেও ভুলিনি আমি তোমার নতুন বছর কাটুক আনন্দে। এই সাথে তোমায় জানাই নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস 

>দিনগুলো যেমনই যাক আলহামদুলিল্লাহ, আর যেদিন সামনে আসে তার জন্য শুকরিয়া। আশা করি নতুন বছরের প্রতিটি দিন ইনশাআল্লাহ ভালোই কাটবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

>এই নতুন বছরের প্রতিটি দিন যেন আমাদের ঈমান ও ইসলাম নিরাপদ থাকে। মহান আল্লাহ পাকের রহমতে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

>যেদিন চলে যায় জীবন থেকে সে বছরগুলো ফুরিয়ে যায়। তো যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালই আছি। এই বলে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা

>পুরনো দিনের যে পূর্ণতা বা ব্যর্থতা তার জন্য আলহামদুলিল্লাহ এবং নতুন বছরের জন্য শুকরিয়া ও আগামীর লক্ষ্যে ইনশাআল্লাহ। শুভ নববর্ষ

>ফজরের এই নামাজ পড়ে স্বাগত জানাই নতুন বছরকে, পুরনো সব দিনকে ভুলে আল্লাহ তাআলার কাছে চাই সকল কিছুর জন্য ক্ষমা। এই বলে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা

>হয়তো শেষ, নয় তো শুরু তাই বলে কি পুরনো দিনের ব্যর্থতায় নিজেকে পিছিয়ে রাখলে হবে না। নতুন বছরের নতুন দিন থেকেই শুরু করুন কিছু অর্জন করার ও আমরণ চেষ্টা আর অপ্রতিরোধ। তবেই তো হবে জীবন সুন্দর। নতুন বছরের শুভকামনা রইল সবার জন্য

নতুন বছরের ক্যাপশন 

# ফুল ফুটেছে বনে বনে, ভাবছি তোমায় মনে মনে, কথা হবে তোমার সাথে এই নতুন দিনে কোন এক জায়গায়। শুভ নববর্ষ প্রিয়

# পুরনো দিনকে পিছনে ফেলে আবার চলে এলো বৈশাখ, আজ এই নতুন দিনে, নতুন হাওয়ায় পুরনো সব স্মৃতি গ্লানি ভুলে জীবন গড় নতুনভাবে। নতুন বছরের শুভেচ্ছা প্রিয়

# এই নতুন বছরের প্রতিটি দিন যেন তোমার সুখের সব স্বপ্নগুলো সত্যি হয়। তোমার জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা

# আজ এই নতুন দিনে ভুলে যাও পুরনো সব স্মৃতি, আজ থেকে শুরু হোক নতুন জীবন তোমার আমার। শুভ নববর্ষ প্রিয়

# আজ এই নতুন দিনে স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায় আর খুঁজে নাও বাঁচার একটি নতুন অধ্যায়। নতুন বছরের শুভেচ্ছা

# নতুন বছরে জীবনকে সুন্দর করে গড়ে তুলুন আর সমাজের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান তবেই তো জীবনকে পরিপূর্ণ সুন্দর করা যাবে। সবাইকে নতুন বছরের শুভকামনা 

নতুন বছরের ছন্দ

এসো হে বৈশাখ

নতুন বছরের পুরনো প্রেমে ডুবে যায় সেই হারানো দিনে,

 আবারো নতুন করে খুজি তোমায় এই নতুন দিনে। 

শুধু এই বছরের প্রথম দিনটি নয় গো প্রিয়,

বছরের প্রতিটি দিন যেন হয় তোমার স্বপ্নের মত।

নতুন বছরের শুভেচ্ছা

নতুন সূর্য, নতুন গান;

নতুন সুর, নতুন গান;

নতুন আলো, নতুন প্রাণ;

কেউ রেখ না মনে দুঃখ,

সবাই যেন এই নতুন বছরের,

প্রতিটি দিন সুখে কাটাতে পারো। 

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ! 

 

নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের শুভেচ্ছা

দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল, শুরু হল নতুন বছর। তাই সবার জীবনে নতুন করে আনন্দ, ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা

অতীতের ভুলকে মনে রাখা উচিত না হয় নিজেকে পরিবর্তন করা সম্ভব না। তাইতো নতুন বছরে অতীতের সব দুঃখ কষ্ট না ভুলে সেগুলোকে মনে করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। শুভ নববর্ষ

বন্ধু তোরা কেমন আছিস, আশা করি তোরা খুব ভালো আছিস। আমাদের এই বন্ধুত্ব চিরকাল এমনি থাকবে। তোদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা

গত বছর আমি তোমার সাথে এই দিনটিতে কাটিয়েছি, জানিনা আজ সেই দিনে তুমি কোথায় আছো কেমন আছো যেখানেই থাকো ভালো থাকো। আর তোমায় জানাই নতুন দিনের শুভেচ্ছা

শুধু তোমারই জন্য আজ আমি বড় আনন্দিত, কারণ তুমি আমার জীবনে হাজারো সমস্যার সমাধান। আই লাভ ইউ ও নতুন বছরের শুভেচ্ছা

তোমার সাথে এই নতুন বছরটি যে এত আনন্দে কাটবে কখনো ভাবিনি, মিস ইউ প্রিয়। নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছর নিয়ে কিছু কথা

নতুন বছর নিয়ে তো অনেক কথাই বলা যায়। পুরানো দিন শেষ হয়ে নতুন বছরের আগমন, সেই নতুন বছরে অনেক মানুষের অনেক স্বপ্ন থাকে, অনেক পরিকল্পনা থাকে বিভিন্ন কিছু করার উদ্দেশ্যে। তাই অনেকে আছেন যে নতুন বছরের অপেক্ষায় থাকেন নতুন কিছু করার জন্য। নতুন বছর হলো একটি নতুন খাতার মতো যে খাতা থেকে পুরনো সবকিছু বাদ দিয়ে নতুন কিছু গল্পের শুরু করে জীবনকে বদলানো বা পরিস্থিতির সাথে নিজেকে টিকিয়ে রাখা। 

নতুন বছরের উপলক্ষে আপনারা অনেকেই অনেক কিছু খুঁজছেন আশা করি পোষ্টের মাধ্যমে আপনারা নতুন বছর উপলক্ষে বিভিন্ন ধরনের শুভেচ্ছা বিভিন্ন স্ট্যাটাস ক্যাপশন পেয়ে যাবেন। এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার প্রতি বেশি আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here