নাকের এলার্জির জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের যাদের নাকের সমস্যা আছে তারা না ভালো কিছু খেতে পারি, না কোথাও যেতে পারি। আমাদের ঘনঘন ঠান্ডা লাগা কিন্তু এই নাকের এলার্জির প্রধান কারণ। নাকের এলার্জি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে সবচেয়ে আগের কাজটি হলো ধুলোবালি কে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এড়িয়ে চলতে হবে। ধুলাবালির কারণে আমাদের নাকের সমস্যা বেশি হয়।
নাকের এলার্জির ওষুধের নাম
যদি বংশগত কারো এলার্জি থাকে তাহলেও আপনার এই এলার্জি সমস্যা হতে পারে। এলার্জি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে যে খাবার গুলো বেছে চলতে হবে যেমন পুই শাক, কচু শাক, বেগুন , ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম ইত্যাদি। এই সমস্ত খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা এই পোস্টের মাধ্যমে আজকে জানবো যে নাকের এলার্জি দূর করার জন্য আমরা কোন ওষুধ সেবন করতে পারি।
নাকের এলার্জি হওয়ার লক্ষণ
নাকের এলার্জি সাধারণত যে কোন মানুষের হতে পারে সে মহিলা হোক অথবা পুরুষ। এই রোগটি আপনার যেকোন সময় হতে পারে কোনো সিজন লাগেনা। আপনার যদি নাকের এলার্জি থেকে থাকে তাহলে আপনি যেভাবে বুঝবেন। যেমন নাক দিয়ে ঘন ঘন পানি বের হওয়া, বার বার হাঁচি আশা, মাথা ব্যাথা করে মাথা ভার হওয়া, চোখ দিয়ে পানি বের হওয়া, নাক চুলকানো আরো অনেকগুলো সমস্যা হতে পারে আপনার নাকে এবং চোখে।
নাকের এলার্জির জন্য হোমিওপ্যাথিক ওষুধ
নাকের জন্য আপনার যে হোমিওপ্যাথিক ওষুধ গুলো আছে সেই ওষুধগুলো আপনার খুব দ্রুত কাজ করে এবং এর ফলাফল গুলো খুব ভালো হয়। চলুন দেখে নেই আমাদের নাকে যদি এলার্জি থাকে সেই এলার্জির জন্য আমরা কি কি ওষুধ ব্যবহার করতে পারি।
-
থুজা ওছি ২০০ঃ
এই ওষুধটি আপনি ব্যবহারে খুব ভাল ফলাফল পাবেন। এই আপনার নাকের চুলকানি, নাকের পানি পড়া, আপনার ঘন ঘন ঠান্ডা থেকে মুক্ত হওয়া, এবং কি মাথা ব্যাথা থেকেও আপনি মুক্তি পেতে পারেন।
-
আয়নালথাস গ্লান্ডুলাস ৪ এক্সঃ
এই ঔষধটি আপনার এলার্জির বিশেষ কাজের জন্য প্রয়োজন হয়। যেমন আপনার এলার্জি থেকে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে এই ঔষধটি আপনি ব্যবহার করতে পারেন ভাল ফলাফল পাবেন।
-
ইউফ্রেসিয়া ৬ এক্সঃ
এই ঔষধটি নাকের জ্বালা পোড়া, নাক দিয়ে পানি পড়া, চোখের জ্বালা পোড়া, চোখ দিয়ে পানি পড়া , নাকের চুলকানি, নাকের মাংস বেশি বারা। এই সমস্ত যাবতীয় যে সমস্যাগুলো আছে এ সমস্যাগুলো সমাধান দিয়ে থাকে।
-
যুগ্লান ৪ এক্সঃ
এ ওষুধটি আপনার অ্যালার্জি একেবারে চামড়া থেকে সারতে সাহায্য করে। এবং কি আপনার গ্যাস্টিকের ওষুধের কাজ করে। আপনার নাকের চামড়ার ভেতর থেকে এলার্জি সারাতে সাহায্য করে এবং কি আপনার নাকের মাংস বৃদ্ধি পেলে এক্ষেত্রেও বেশ কার্যকরী।
নাকের এলার্জির জন্য এলোপ্যাথিক ওষুধ
নাকের এলার্জির জন্য এলোপ্যাথিক ড্রপ আছে যেগুলো খুব ভালো কাজ করে থাকে। তো চলুন দেখে নেই নাকের এলার্জির জন্য কিছু এলোপ্যাথিক ওষুধ।
-
সিটিজেনঃ
এই ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন যেমন নাকের এলার্জি, চোখের এলার্জি, জল ভরা চোখ, বেশি ঠান্ডা লাগলে ইত্যাদি অসুখের জন্য এই ওষুধটি ভালো কাজ করে থাকে।
-
এলাট্রলঃ
এ ওষুধটি ঠাণ্ডা ও এলার্জি জাতীয় সমস্যা দূর করতে নামকরা একটি ওষুধ। এই ঔষধটি আপনার অ্যালার্জি ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে থাকে।
-
লোরাটিনঃ
এই ওষুধটি আমাদের দেহের এন্টিহাইস্টামাইন হিসাবে কাজ করে। যেমন চোখ দিয়ে জল পড়া, নাকের চুলকানো, নাকের চুলকানির কারণে খিটখিটে ভাব, নাক দিয়ে জল পরা ইত্যাদি। এইসব এইসব সমস্যার সমাধান দিতে পারে এই ওষুধটি ।
তাহলে আমরা এই পোস্টের মাধ্যমে যে নাকের সমস্যা গুলো হলে কি কি পদক্ষেপ কি ওষুধ আমাদের এই নাকের চুলকানির জন্য ভালো হবে। সেই ব্যাপারে খুব ভালো একটি পরামর্শ পেতে পারি। এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।