মূল্যহীন জীবন নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু বানী

0
188

এই জীবন থেকে যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। তাই আমাদের জীবনের প্রতিটি সময়কে মূল্য দিয়ে চলতে হবে তা না হলে আমাদের জীবন মূল্যহীন হয়ে যাবে, এই সমাজ কখনো মূল্য দিবে না নিজেকে অবহেলা সাগরে ভাসতে হবে। তো যাই হোক অনেকে আছেন যারা মূল্যহীন জীবন নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন খুঁজে থাকেন। আশাকরি ঠিক জায়গায় এসেছেন এখানে মূল্যহীন জীবন নিয়ে নতুন কিছু পাবেন এবং সংগ্রহ করতে পারবেন ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য। তাহলে আর দেরি না করে মনোযোগ দিয়ে দেখে নিন মূল্যহীন জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশনগুলো। 

মূল্যহীন জীবন নিয়ে উক্তি    

১. জীবনকে ভালবাসতে শেখো, উপলব্ধি করতে শেখো এবং জীবনের মর্ম বুঝ তা নাহলে জীবন মূল্যহীন হয়ে যাবে।   

২. নিজেকে এত ব্যস্ত রাখতে হবে যে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু তুমি তাতে কান না দিয়ে তোমার কর্ম ব্যস্তে ব্যস্ত থাকবে। 

৩. নিজেকে মূল্যহীন না করতে চাইলে নিজেকে সবসময় কর্মব্যস্ততায় ব্যস্ত রাখো, যাতে সময়ের প্রতিটি মূল্যের সাথে কিছু করতে পারো। 

৪. জীবন হলো একটি বইয়ের মত যেমন করে লিখবে ঠিক তেমনি হবে। 

৫. এই দুনিয়ার যা কিছু আছে তার সবকিছুতে যদি মূল্য না দিতে জানো, তাহলে তোমাকে সব কিছুতেই অবহেলার মধ্যে থাকতে হবে।

৬. যদি নাই বুঝতে পারি জীবনের মূল্য কি জিনিস, তাহলে তো অবশ্যই মূল্যহীন হতেই হবে।

৭. জীবনের মূল্য থাকতে তোমার সাথে হাসবে সবাই, অথচ কি আজব দুনিয়া মূল্যহীন জীবনে তোমার সাথে কাঁদবে না কেউ নিজেকে একা একাই কাঁদতে হয়। 

৮. এই জীবনে মূল্যহীন হওয়াটা সবচেয়ে বেশি কঠিন কারণ এই পৃথিবীতে এমন কোন কাজ নেই যে করলে আপনি ব্যর্থ হবেন একবার নয় দুইবার নয় বারবার চেষ্টা করলে আপনি সফল হবেনই। 

মূল্যহীন জীবন নিয়ে স্ট্যাটাস

১. ছোট্ট এই জীবনে ক্ষমা করা যায় অন্য জনকে কিন্তু নিজেকে নয়, কারণ জীবন খুবই অল্প সময়ের জন্য। 

২. তুমি মরে গেলে যদি কেউ না কাঁদে তবে তোমার পূর্বের অস্তিত্বের কোনো মূল্যই ছিল না তোমার পূর্বের সবকিছু ছিল মূল্যহীন। 

৩. স্বপ্ন ছাড়া জীবন কিন্তু মূল্যহীন, কারণ স্বপ্ন নিয়ে যে লোক এগিয়ে না যায় তার সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 

৪. যেখানে কোন পরিশ্রম নেই সেখানে সাফল্যও খুঁজতে যেও না তাহলে মূল্যহীন হয়ে পড়বে। 

৫. যে লোক নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যই নিজে ভয়ানক এবং অন্যের জন্য তাই। 

৬. জীবনে বাঁচতে হলে সাহস নিয়ে বেঁচে থাকো তা না হলে মূল্যহীন হয়ে যাবে। 

৭. জন্ম-মৃত্যু এই দুটি জিনিস কিন্তু আমাদের জন্য আশ্চর্য রকমের কারণ কেউ কখনো বলতে পারবে না যে কার কখন জন্ম হবে তার কখন মৃত্যু হবে। 

৮. বইয়ের পাতা যেমন মানুষকে শিক্ষা দিয়ে থাকে তেমনি নিজের জীবন তাকে আরো বেশি শিক্ষা দিয়ে থাকে কথাটি একটু অন্যরকম হলেও কথাটি কিন্তু বাস্তব। 

মূল্যহীন জীবন নিয়ে ক্যাপশন

১. একটি গাছের মধ্যে যে ফুলগুলো ধরে তার সবগুলো কিন্তু একরকম হয় না এবং সবগুলো টিকেও না তেমনি জীবনে অনেক বাধা আসবে অনেক স্বপ্ন ব্যর্থ হবে তাই বলে নিজেকে থেমে থাকা যাবে না তাহলে মূল্যহীন হয়ে যাবে। 

২. মানুষের জীবনটা হলো একটি সরল অংকের মত, যতই এগিয়ে যাবে ততই তার সমাধান খুঁজে পাবে। 

৩. বেঁচে থাকতে হলে আমাদের অপেক্ষা জিনিসটা খুবই প্রয়োজন কারণ একটি কিছু পেতে হলে তার জন্য ধৈর্য হারা হওয়া যাবে না তার পিছনে সময় দিতে হবে, তার পিছু লেগে থাকতে হবে তাহলে কিছু অর্জন করা যাবে। 

৪. তুমি অন্যের মধ্যে নিজেকে খুঁজো না তাহলে মূল্যহীন হয়ে যাবে কারণ তোমার ভিতরে অন্যের চেয়ে ভালো কিছু অপেক্ষা করে আছে সেটা হয়তো তুমি জানোনা। 

৫. জীবনে সামনের দিকে এগিয়ে যেতে নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে তারপর সামনে এগিয়ে যেতে হবে তা না হলে জীবনের কোন অস্তিত্ব থাকবেনা মূল্যহীন হয়ে পড়বে। 

সর্বশেষ কথাঃ 

মূল্যহীন জীবন নিয়ে এই পোষ্টের মাধ্যমে যা কিছু লেখা হয়েছে যদি পড়ে থাকেন আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপনজনদের সাথে। যাতে আপনাদের কাছের লোক গুলো তাদের জীবনের বাধা অতিক্রম করে, হতাশ না হয়ে তাদের জীবনের লক্ষ্য ঠিক রেখে একটি কিছু করতে পারে। 

মূল্যহীন জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে। আশা করি অবশ্যই নতুন কিছু লেখা হয়েছে এই পোস্টের মাধ্যমে এরকম আরো বিভিন্ন পোস্ট পেতে এই সাইটে ভিজিট করুন আশা করি আরো ভালো ভালো বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে যাবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here