যদি মুগ্ধতা নিয়ে উক্তি, ক্যাপশন, ছন্দ, স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এই পোস্টের মাধ্যমে আশাকরি কিছু নতুন উক্তি স্টাটাস খুঁজে পাবেন আপনাদের ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন নিস থেকে দেখে নেই মুগ্ধতা নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো এবং সংগ্রহ করে নিন আপনার পছন্দমত কিছু ক্যাপশন ও স্ট্যাটাস।
মুগ্ধতা নিয়ে স্ট্যাটাস
১. মুগ্ধতা কখনো টাকার বিনিময় হয় না, সত্যি কারের ভালোবাসা ও সততা দিয়ে মুগ্ধতা হয়। – সংগৃহীত
২. একটা শান্ত উপায়ে তুমি গোটা বিশ্বকে মুগ্ধ করে ফেলতে পারো। – মহাত্মা গান্ধী
৩. ” তুমি যা নও তা হওয়ার চেষ্টা করোনা, তুমি যা হতে চাও তা হওয়ার চেষ্টা করো ” তাহলে মুগ্ধতা আপনা আপনি চলে আসবে।
৪. ভালোবাসার শেষে কখনো প্রাপ্তি খুঁজো না, পারলে একটু মুগ্ধতা খুঁজো তাতে লাভ হবে। – সংগৃহীত
৫. তুমি তখনই একজন মানুষকে মুগ্ধ করতে পারবে যখন তোমাকে দেখেই একজন মানুষ মুগ্ধ হবে। – সংগৃহীত
৬. সব সময় মানুষকে সাবধান করে বা রাগী কাউকে কখনো মুগ্ধ করা যায় না। – সংগৃহীত
৭. শীতের সকালের কুয়াশা মাখা সরিষা ক্ষেতের পরিবেশে যেন সবাই মুগ্ধ। – সংগৃহীত
৮. তুমি কি জানো প্রিয় তোমার দু’চোখে আমি মুগ্ধতা খুঁজে পাই। – সংগৃহীত
৯. তোমার প্রথম চোখের ভাষার মুগ্ধতায় যেন আমি আজও নিস্তব্ধ হয়ে আছি। – সংগৃহীত
১০. তোমার সেই জবা ফুলের গোছার মত চুলের গন্ধে রয়েছে মুগ্ধতার ছোঁয়া। – সংগৃহীত
মুগ্ধতা নিয়ে ক্যাপশন
১. অনুভূতিগুলো আজও স্বাধীন হলো না স্বাধীন হলো শুধু তোমার স্মৃতিগুলো, আজ আমি তোমাতেই মুগ্ধ।
২. পথের জুম বৃষ্টি এসে ভেজা বাতাসের ঝাপটা দিয়ে যায় আমার এই মনে, আর সেই পথের গাছের ফুলগুলো যেন তোমার মত মুগ্ধতা সরিয়ে দুলছে।
৩. ভালোবাসার শেষ অনুভূতি কষ্ট নয়, ভালোবাসার শেষ অনুভূতি হল মুগ্ধতা।
৪. এই মনের দুয়ারের এর মাঝে তোমার সুরের মুগ্ধ কিছু কথা যেন সারা জীবন এই কানে বেজে বেড়াবে।
৫. ওই লাল গোলাপ, কৃষ্ণচূড়া, নীল-গোলাপ, রজনীগন্ধা অনেক দেখেছি , কিন্তু তোমাকে দেখে মুগ্ধ হয়ে আমি সবকিছু ভুলে।
৬. মুগ্ধতা দেয় না আমায় অবসর, আমি বিরতিহীনভাবে সবসময় মুগ্ধ হয়েই থাকি।
৭. তুমি কতটা রূপসী তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, তোমাকে দেখেই আমি মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়।
মুগ্ধতা নিয়ে ছন্দ
* মুগ্ধতার সেই অবাক দৃষ্টিতে আজ তোমাকে হারিয়ে, আজ আমি মুগ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি।
* যদি কিছু না থাকে তবে হতাশ হওয়ার কারণ নেই, মনকে মুগ্ধতা রাখলে কখনো হতাশ হবেন না।
* একজন সত্যিকারের ঈমানদার ব্যক্তি সবসময় মুগ্ধতা নিয়েই বেঁচে থাকেন।
* সে বলেছিল, আমাকে কথা দিয়েছিল, সারা জীবন মুগ্ধতার মাঝে আমাকে রাখবে, কিন্তু প্রিয় তুমি আজ আমার থেকে অনেক দূরে আছো।
* মুগ্ধতার স্নানের অভাবে তোমাকে আজ পেয়েও হারালাম, আজ অন্যের সাথে সংসারে মগ্ন হয়ে সেই মুগ্ধতার খুঁজে পাই না।
* মানুষকে কখনো মুগ্ধতা করা যায় না, আপনার আচার-আচরণ, ব্যবহার, চলাফেরাতে মানুষ মুগ্ধ হয়।
মুগ্ধতা নিয়ে কবিতা
মুগ্ধতায় নির্বাক
আল-আমীন
সেই প্রথম দেখা থেকে শুরু করে,
আজ অব্দি নির্বাক মুগ্ধতা শুধু তুমি।
যতবারই দেখি তোমায় শুধু মুগ্ধতায় বোবা হয়ে যাই !
সত্যি তোমাকে নিয়ে লিখতে পারলাম না দু’লাইন,
বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি আমি।
কারণ সস্তা আর গৎবাধা সব চিরকালে,
উপমা আর বস্তাপঁচা ওই শব্দ ভান্ডার ;
ও গুলো নিয়ে সামনে আসলে তোমার ও রুপ এর অমর্যাদা হবে।
তাই আমি আগে খুঁজে বেড়াচ্ছি তোমার জন্য যোগ্য,
তোমার পায়ের কাছে লুকানোর জন্য শোভনীয় গুচ্ছ গুচ্ছ বুলি।
ফুলের কাছে, নদীর কাছে এবং কি পাহাড়ের কাছেও
তোমার উপমা খুঁজতে গিয়ে,
ফিরে এসেছি প্রতিবারই গ্রহণ করতে চাইলো না কেউই।
বাড়িয়ে বলার কিছুই নেই;
আমার কলম ও আজ তোমায় দেখে পাথর হয়ে গেছে ;
তোমার ওই চোখে তাকাবার জ্বলে-পুড়ে ছারখার হওয়ার!
সাদ আর নেই আমার।
মুগ্ধ হতে চাই না তবে ছোট একটা প্রশ্ন আমার ?
কেমনে আগলে রাখো তোমার ওই রুপ।
সর্বশেষ কথাঃ
মুগ্ধতা নিয়ে উপরের যে কথাগুলো লেখা হয়েছে আশা করি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপন জনদের সাথে। এই পোস্টের মাধ্যে যদি কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরকম আরো পোস্ট পেতে এই সাইটে ভিজিট করুন আশা করি এরকম আরো ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।