মাকে নিয়ে ২০ টি সেরা উক্তি

মাকে নিয়ে যতই লিখব আসলে ততই কম হবে। মা এমনই একটা জিনিস যা সারা পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি যত যাই করুন না কেন আপনার মা আপনাকে ছেড়ে যাবে না যদি আপনি না যান। যার মা নেই সে আসলে বুঝে মা কি জিনিস, মায়ের মত আপন জন পৃথিবীতে আর কেউ নেই। অনেকে আছেন যারা মাকে খুব অবহেলা করেন তাদেরকে ঠিকমতো খেয়াল রাখেন না ঠিকমতো যত্ন করেন না। আপনারা যেই হোন না কেন মাকে কখনো অবহেলা করবেন না। 

আপনাকে যদি সবাই ছেড়ে চলে যায় আপনার মা কখনো আপনাকে ছেড়ে কোথাও যাবে না। অনেকে আছেন যারা মায়ের ভালোবাসাটা কখনো বেঁচে থাকতে বোঝেন না। তাহলে চলুন আর দেরি না করে মাকে নিয়ে কয়েকটি উক্তি লেখা আছে সেগুলো দেখে নেই। 

মাকে নিয়ে সেরা উক্তি 

১. ভালোবাসা যদি ফুলের মত হয় ,তাহলে মায়ের ভালোবাসা মিষ্টি একটি ফুল। 

২. মায়ের ভালোবাসা পৃথিবীর যেকোন শক্তির চেয়ে বেশি তাতে কোন সন্দেহ নেই। 

৩. পৃথিবীতে যদি কোনো কান্নার জায়গা থাকে তাহলে সেটা হচ্ছে মায়ের কোল। 

৪. আমরা সবাই মায়ের কাছে ঋণী। তার ঋণ কখনোই শোধ করা সম্ভব না ।

৫. মা হচ্ছে একটি স্বর্গ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। 

৬. মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যার কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার কোন তুলনা হয় না। 

৭. মায়ের চেয়ে  কোনো যত্নবান দয়ালু পৃথিবীতে আর কোথাও নেই সে যেই হোক না কেন। 

৮. একজন ভালো মা একজন ছেলে বা মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় মাস্টার হতে পারে।

৯. একটি সন্তানের যদি কোন কিছু হয় বা কোন অসুস্থ হয় তাহলে মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। 

১০. নিয়াতে আপনি যদি একটি মেয়েকে ভালবাসেন সে যতটা ভালো আপনাকে বাসবে তার চেয়েও অনেক গুণ বেশি আপনার মা আপনাকে ভালোবাসেন। 

১১. এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদের অনেক ভালোবাসেন রহমত নাযিল করেছেন। তার পরেই মনে হয় মাই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন।

১২. একজন মা যতই অসুস্থ থাক না কেন একটি সন্তানের যদি কিছু হয় মায়ের হয়তো বা তখন অসুস্থত বোধ হয় না মা এমন একটা জিনিস।

১৩. আপনি যদি আপনার মাকে কোন ভাবে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। তাই মাকে কখনো কষ্ট দিবেন না। 

১৪. একটি সন্তানের পিছনে মা যে কত পরিশ্রম, যন্ত্রণা, দুঃখ, কষ্ট করেন সেটা সারা জীবনের জন্য ঋণী থাকবে একটি সন্তান। মায়ের অন্য কোন কিছুর সাথে কোনো তুলনা হয় না. 

১৫. মা পৃথিবীর মধ্যে এমন একটি ব্যাংক যেখানে আপনার সমস্ত কিছু জমা রাখতে পারবেন সেটা আপনার টাকায় হোক বা আপনার দুঃখ-কষ্ট, সুখ যা কিছু আছে আপনি মায়ের ব্যাংকে জমা করতে পারবেন।

১৬. একজন মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক তা নিঃসন্দেহে পৃথিবীর একমাত্র পবিত্র এবং বিশুদ্ধতার  বন্ধন। 

১৭. একজন মা তার একটি সন্তানকে তার জীবনে চেয়ে বেশি যত্ন পরিশ্রম মেধা দিয়ে একটি সন্তানকে গড়ে উঠান যাতে সে মানুষের মতো মানুষ হয়। 

১৮. আমাদের বয়স যতই হোক না কেন তবুও মায়ের কাছে আমরা বাচ্চা হিসেবে সব সময় থাকি। কারণ মায়ের কাছে আমাদের বয়স কখনো বাড়ে না একটি ছোট শিশুর মত আমাদের বয়স মায়ের কাছে।

১৯. একজন মায়ের ভালোবাসা যে কত মহান তা শুধু  সন্তানেরা জানে সেটা একজন মাহীন সন্তান কখনোই বুঝবে না এবং একজন মাহীন সন্তান বুঝে যে মায়ের অভাব কত বড় একটি জীবনের ব্যর্থতা বা দুর্ভাগ্য।

২০. মায়ের পায়ের ধূলি ও একজন সন্তানের জন্য অনেক বড় পাওয়া যা আর  কোথায় পাওয়া যায় না।