১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস এর উপলক্ষে এই পোষ্টের মাধ্যমে কিছু নতুন তথ্য তুলে ধরা হবে আশা করি আপনাদের ভালো লাগবে। জাতীয় শিশু দিবস এর উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ভাষণ, জাতীয় শিশু দিবস এর গুরুত্ব, রচনা ও কবিতা সম্পর্কে তুলে ধরা হবে। এবং যারা জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা বিনিময় করার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও ক্যাপশন খুঁজে থাকেন। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।
জাতীয় শিশু দিবসের উক্তি
১. আজকের এই আনন্দের দিনে তোদের আর কোন বাধা দেবো না, সবাই মজা করে কাটাও। জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
২. একটি শিশুই পারে হাজারো দুঃখের মাঝে একটু হাসি ফোটাতে, তাই তাদের কখনো অবহেলা করতে নেই। শুভ জাতীয় শিশু দিবস
৩. একটি শিশুই হতে পারে আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো এই জাতীয় শিশু দিবস উপলক্ষে তাদের প্রতি রইল স্নেহ ভালোবাসা।
৪. জাতীয় শিশু দিবসে এটুকুই বলতে চাই যে তাদের নিরাপদ ও সুন্দর পৃথিবী তৈরি করার কামনা করছি।
৫. শিশু হল সূর্যের মতো ঝলমল করে উঠলে ভালো লাগে, না উঠলে ভালো লাগে না।
৬. একটি শিশু পুরো বাড়িটাই আনন্দে উল্লাসে মেতে ওঠায়, যদি বাড়ি থেকে চলে যায় সে বাড়ি একেবারে একাকার হয়ে যায়। শিশু দিবসের শুভেচ্ছা
জাতীয় শিশু দিবসের স্ট্যাটাস
১. আজকে আর তোদের পড়ালেখা করাবো না, আজকে শুধু গান বাজনা আর আড্ডা হবে। কারণ আজ তোদের বিশেষ দিন সেটা হল জাতীয় শিশু দিবস। সবাইকে জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
২. বাবু তুই একদিন বড় হবে কিন্তু তোরে ছেলেবেলার সুন্দর মনটা এখনকার মতই রাখিস। শিশু দিবসের শুভেচ্ছা
৩. তোর এই ছেলেবেলাটা বড়ই সুখের ছিল, দোয়া করি সারা জীবন এমনই থাকিস। এই বলেই জানাই জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
৪. তোর আনন্দতেই আমাদের আনন্দ, তোর দুঃখতেই আমাদের দুঃখ। হ্যাপি চিলড্রেনস ডে।
৫. পিচ্চি তোর মুখের হাসি কেড়েছে আমার মন, তোর কি লাগবে বল আমায়। জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
৬. আগামী দিনের ভবিষ্যৎ হল তোরা, সব সময় হাসিখুশি আনন্দে থাক তোরা। হ্যাপি চিলড্রেনস ডে
জাতীয় শিশু দিবসের বক্তব্য
এই জাতীয় শিশু দিবস পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে পালন করে থাকে। তবে এই জাতীয় শিশু দিবস টি সর্বপ্রথম হাজার ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে উদযাপন করা হয়। তারপর বিশ্ব শিশু দিবস হিসেবে ২০ শে নভেম্বর পালন করা হয়। আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্ম উপলক্ষে আমাদের বাংলাদেশে ১৭ই মার্চ এই বিশেষ দিনটি পালন করা হয়।
জাতীয় শিশু দিবস হিসেবে আমাদের এই দেশের স্কুল কলেজ এর বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপন করে থাকি। এতে শিশুরাও অনুপ্রাণিত হয় এবং তাদের মনটাও ভালো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কে শিশুদের জন্য উৎসর্গ করে এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন তিনি নিজেই।
শিশু দিবস নিয়ে কিছু কথা
এদেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে সবচেয়ে আনন্দের একটা দিন কারণ এই দিনটিতেও জাতীয় শিশু দিবস পালন করা হয়। শিশুদের প্রতি ভালোবাসার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী ২০০১ সালে খ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে আমাদের এই বাংলাদেশে প্রত্যেক বছর ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হয়।
জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
এ পৃথিবীর সব মানুষই ছোট থেকে বড় হয় এবং ছোট কালের অর্থাৎ শৈশবের কিছু স্মৃতি নিয়ে তার জীবন পরিচালিত হয়। তাই জাতীয় শিশু দিবস উপলক্ষে “জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা” নিয়ে কিছু কথা লেখা হলো আশা করি আপনাদের ভালো লাগবে।
* শিশুরা হলো নিষ্পাপ তাদের যেমন শিক্ষা দেওয়া হবে তারা তেমন ভাবেই গড়ে উঠবে। তাই শিশুদের সঠিক শিক্ষার মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করি। হ্যাপি চিলড্রেন্স ডে
* শিশুরা হলো মাটির মত, কেননা তাদের যেভাবে করতে চাইবেন তারা সেই ভাবেই গড়ে। তাই তাদেরকে সবসময় সুশিক্ষার শিক্ষা দেওয়া উচিত। জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
* শিশুদের ছোটবেলায় যত বেশি অনুপ্রাণিত করবেন, তারা তত বেশি শিখবে। হ্যাপি চিলড্রেন্স ডে
* প্রত্যেক শিশুই হলো বাগানের ফুলের মত, কিছু শিশু শিক্ষার অভাবে ঝরে পড়ে যায় আবার কিছু শিশু শিক্ষার কারণেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। হ্যাপি চিলড্রেন্স ডে
প্রত্যেক শিশুর মাঝে লুকিয়ে থাকে কোন না কোন মেধা শক্তি, কিন্তু সঠিক মেধা না পাওয়ায় অনেক শিশু ঝরে পড়ে যায়। শিশু দিবসের শুভেচ্ছা
জাতীয় শিশু দিবসের কবিতা
ছোট্ট জীবন
অমৃতা দে গুপ্ত
ছোট্ট মোদের মাথা বটে মগজ মোটেও ছোট নয়,
চক্ষু দুটি ছোট্ট হলেও দৃষ্টি কিন্তু শুধরে ধায়।
বিশ্বকোষের জ্ঞান ভান্ডার বয়ে চলি ছোট্ট পিঠে,
বড়দেরও হারাতে পারি যদি ছোট্ট মুখে ফোটে বুলি।
রামধনু রঙে আকাশ গড়ে,
স্বপ্ন মেঘের তুলি দিয়ে ;
অজানারে জানতে চেয়ে এ মন টগবগিয়ে !
বিশ্বকে মোরা ধরতে পারি ছোট্ট হাতের ছোট্ট মুঠোয়।
মানবজাতিকে বাঁধতে পারি ভালোবাসার সুক্ষ সুতোয়,
ভবিষ্যতের গর্ব মোরা অবহেলার যোগ্য নয় ;
ছোট্ট দু’পায়ে ইচ্ছে হলে করতে পারি বিশ্বজয়।
অবহেলা করোনা মোদের স্নেহ করে যাও,
দেখবে একদিন হয়েছি মোরা বিশ্বজয়ী।
সর্বশেষ কথা
জাতীয় শিশু দিবস উপলক্ষে যে কথাগুলো লেখা হয়েছে যদি পড়ে থাকেন আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপন লোকদের মাঝে। এবং আপনাদের প্রয়োজনীয় আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ধরনের পোস্ট পেয়ে যাবেন।