২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে কত বিদ্যুৎ খরচ হয়? জানুন সঠিক হিসাব

0
29
২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে কত বিদ্যুৎ খরচ হয়? জানুন সঠিক হিসাব

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে ,অফিসে বা দোকানে সব খানেই ওয়াই-ফাই রাউটার ব্যবহার করা হযে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটি ২৪ ঘণ্টা বা সব সময় চালু থাকে মানে সচারচর আমরা একদমই রাউটার বন্ধ করিনা বললেই চলে। অনেকেই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে রাউটার বন্ধ করে দেন—বিদ্যুৎ বাঁচানোর চিন্তা করে । কিন্তু একটা প্রশ্ন আমাদের মথায় প্রায় সব সময় ঘুরপাক খায় , তা হলো রাউটার ২৪ ঘণ্টা চালালে কত বিদ্যুৎ খরচ হয়? ডিভাইস কানেক্ট না থাকলেও কি খরচ বাড়ে?
চলুন সহজ হিসাব দিয়ে বিষয়টি পরিষ্কার করি।

ওয়াই-ফাই রাউটার আসলে কত ওয়াট বিদ্যুৎ খায়?

সাধারণত একটি হোম ওয়াই-ফাই রাউটার ৫ ওয়াট থেকে ২০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ, এটি ঘরের অন্যান্য যেকোনো বৈদ্যুতিক ডিভাইসের তুলনায় খুবই কম বিদ্যুৎ ব্যবহার করে।

২৪ ঘণ্টা রাউটার চালালে মাসিক বিদ্যুৎ খরচ:

ধরে নেওয়া যাক, আপনার রাউটার গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খায়।

তাহলে মাসিক হিসাব:

  • দিনে মোট ঘণ্টা: ২৪
  • মাসে মোট ঘণ্টা: ২৪ × ৩০ = ৭২০ ঘণ্টা

মাসে মোট ইউনিট:

১০ ওয়াট × ৭২০ ঘণ্টা = ৭,২০০ ওয়াট-ঘণ্টা
অথবা
৭,২০০ ÷ ১,০০০ = ৭.২ ইউনিট

মাসে বিদ্যুৎ বিল কত হবে?

যদি প্রতি ইউনিট খরচ হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে:
৭.২ ইউনিট × ৭.৫০ টাকা = ৫৪ টাকা
অর্থাৎ, ২৪ ঘণ্টা রাউটার চালিয়ে পুরো মাসে মাত্র প্রায় ৫৪ টাকা বিল হয়।
তবে যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তাদের ইউনিট প্রতি খরচ কম হতে পারে। আবার কিছু ক্ষেত্রে বেশি ও হতে পারে।

রাতের বেলা রাউটার বন্ধ রাখলে সাশ্রয় কত?

যদি রাতে ১২ ঘণ্টা রাউটার বন্ধ রাখেন, তাহলে খরচ হয় অর্ধেক:

৫৪ ÷ ২ = ২৭ টাকা

অর্থাৎ, পুরো মাসে মাত্র ২৭ টাকার বিদ্যুৎ সাশ্রয়।

বিশেষজ্ঞ মতামত: বারবার রাউটার বন্ধ-চালু করা কি ঠিক?

অনেক বিশেষজ্ঞের মতে, রাউটারকে নিয়মিত বন্ধ-চালু করলে

  • ডিভাইসের কার্যক্ষমতা কমে যেতে পারে
  • হার্ডওয়্যারের লাইফস্প্যানেও প্রভাব পড়ে

তাই অতি প্রয়োজন ছাড়া রাউটার বারবার বন্ধ না করাই ভালো।

সর্বশেষে বলা যায় , WiFi রাউটার আহামরি খুব বেশি বিদ্যুৎ বিল খরচ করেনা। সর্বোচ্চ ৭০ টাকা থেকে নর্বনিম্ন ৩০ টাকা বিদ্যুৎ খরচ হতে পারে প্রতি মাসে।

Read More: টেটরাসল সলিউশন বাচ্চাদের ব্যবহারের নিয়ম, দাম ও কাজ কি জেনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here