কানাডায় কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত ?

কানাডায় কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত

আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে কানাডায় কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত টাকা এবং কানাডায় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত টাকা। বর্তমানে দেশের পরিস্থিতির উলটপালট হওয়ার কারণে অনেকেই বিদেশে পাড়ি জমাচ্ছেন, আর সেই দেশগুলোর মধ্যে যদি হয় কানাডা তাহলে তো কথাই নেই। কানাডায় বর্তমানে প্রচুর কাজের চাহিদা রয়েছে।

আপনারা হয়তো বা অনেকেই কানাডা যেতে যাচ্ছেন কিন্তু আপনাদের জানা নেই যে বর্তমানে কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা। তাহলে সময় নষ্ট না করে নিচ থেকে দেখে নিন কানাডায় বর্তমানে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা।

কানাডায় কোন কাজের চাহিদা বেশি

কানাডায় কোন কাজের চাহিদা বেশি, অনেকেই জানার জন্য সার্চ করে থাকেন। কানাডায় যেতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। কানাডায় নতুন করে অনেক সেক্টরে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে সেই কাজের চাহিদার জন্য অনেক লোক নিচ্ছে। তো যাই হোক কানাডার বর্তমানে কোন কাজের চাহিদা বেশি।

গ্রাফিক্স ডিজাইন,

ওয়েব ডিজাইন,

সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 

ফিন্যান্স ম্যানেজার,

আইটি ম্যানেজার,

মার্কেটিং ম্যানেজার,

একাউন্টেন্ট,

হোটেল বয়, 

রেস্টুরেন্ট বা রেস্তোর,

ওয়েল্ডিং মিস্ত্রি, 

সেলস রিপ্রেজেনটিভ, 

স্বাস্থ্য সেবা ও

কৃষি কাজ। 

তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কানাডায় কোন কোন  কাজের চাহিদা গুলো বেশি। চাইলেই যে কোন একটি কাজের মাধ্যমে ভিসা লাগিয়ে কানাডায় যেতে পারেন। আরেকটি বিশেষ কথা হচ্ছে উপরের কাজগুলোর মধ্যে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো আপনাদের নিজের পক্ষে খুবই ভালো। কারণ কানাডিয়ানরা কাজের উপর দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞ লোকদের খুব মূল্যায়ন করে থাকে।

কানাডা কোন কাজের বেতন কত 

আপনি উপরে অবশ্যই দেখেছেন যে কোন কাজগুলোর চাহিদা বর্তমানে খুবই বেশি। তাহলে এখন দেখে নিন কোন কাজের উপর বেতন কত টাকা। কানাডার কোন কাজের বেতন কত টাকা এ বিষয়ে জানার আগে কানাডার টাকার নাম কি ও কানাডার এক টাকা বাংলাদেশের বর্তমান কত টাকা জেনে নেওয়া উচিত।

কানাডার সঠিক টাকার নাম হচ্ছে কানাডিয়ান ডলার, ডলার বলা হয় আর কি। 

কানাডার ১ ডলার = বর্তমানে বাংলাদেশী টাকায় ৮২. ০৫ টাকা। 

জেনে নেওয়া গেল যে কানাডা টাকার নাম কি এবং কানাডার এক টাকায় বাংলাদেশের বর্তমানে কত টাকা। তাহলে এখন জানা যাক যে কানাডায় কোন কাজের বেতন কত টাকা।

গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফিন্যান্স ম্যানেজার, আইটি ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার ও স্বাস্থ্যসেবা। বর্তমানে এই কাজগুলোর প্রচুর চাহিদা রয়েছে কানাডায়। তো আপনাদের যাদের এই কাজের উপর অভিজ্ঞতা আছে, তারা চাইলে এই ভিসা গুলোয় যেতে পারেন। এই কাজগুলোর বেতন প্রতি মাসে কানাডার ডলারের ৩,০০০ ডলার থেকে ৫,০০০ ডলার পর্যন্ত যা বাংলাদেশী টাকায় ২,৫০,০০০ টাকা থেকে ৪,১০,০০০ টাকা পর্যন্ত। তাহলে দেখতেই পারছেন যে এই কাজের চাহিদা এবং বেতন কিরকম।

রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, ওয়েল্ডিং মিস্ত্রি একাউন্টেন্ট, সেলস রিপ্রেজেন্টটিভ  এই কাজগুলো অনেক চাহিদা রয়েছে এই কাজগুলোর উপর প্রতি মাসে বেতন দিয়ে থাকে কানাডার ডলারের ১,২০০ ডলার থেকে ২,২০০ ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় ১,০০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত।

এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোর সর্বনিম্ন বেতন বাংলাদেশি টাকায় ৬৫,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা পর্যন্ত। তাহলে আশা করি যে আপনারা দেখতে পেরেছেন যে কোন কাজগুলোর কেমন চাহিদা এবং কোন কাজগুলোর বেতন কি রকম।

কানাডায় সর্বনিম্ন বেতন কত

কানাডায় সর্বনিম্ন বেতন কত টাকা, আপনারা অবশ্যই উপরে দেখেছেন যে কোন কাজের ডিমান্ড বা চাহিদা কিরকম এবং আরো দেখেছেন যে কোন কাজের বেতন কত টাকা। আসলে কানাডায় এমন কিছু কাজ আছে যে কাজগুলোর উপর অভিজ্ঞতা থাকলে, সেই কাজের বেতন খুবই ভালো। আর যে সাধারণ শ্রমিক গুলো আছে তাদের বেতন কমই হবে তাই না। তো যাই হোক কানাডার সর্বনিম্ন বেতন ৫০,০০০ টাকা। আপনারা যে কাজই করুন না কেন এর থেকে কম আর কোন কাজে বেতন নেই, এর থেকে উপরে আছে কিন্তু এর থেকে কম নেই।

শেষ কথা

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি গোষ্টি পড়ে থাকেন তাহলে আশা করি যে কানাডার কোন কাজের চাহিদা কেমন বা কোন কাজের বেতন কত এবং কানাডায় সর্বনি বেতন কত এ বিষয়ে জানতে পেরেছেন। এবং আরও জানতে পেরেছেন যে কানাডায় এক টাকায় বাংলাদেশের কত টাকা। তো আপনাদের যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।