এই পোস্টের মাধ্যমে আজকে তুলে ধরা হবে বছরের শেষ দিনের কিছু কথা যেমন বছরের শেষ দিনের উক্তি, বছরের শেষ দিনের স্ট্যাটাস, বছরের শেষ দিনের ইসলামিক স্ট্যাটাস, বছরের শেষ দিনের কষ্টের স্ট্যাটাস, বছরের শেষ দিনের ক্যাপশন ও কবিতা। আপনারা চাইলেই এই পোস্ট থেকে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তিগুলো ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন।
নতুন বছর কেমন হবে সেটা আমরা কেউই জানিনা তাইতো বছরের শেষ দিনকে কে আমরা অনেক ভাবেই অনেক কিছুর মাধ্যমে বিদায় জানাবো। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিন বছরের শেষ দিন নিয়ে কিছু নতুন নতুন উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা গুলো।
বছরের শেষ দিনের উক্তি
১. বছর হলো একটি ফাঁকা খাতার মত, আর একটি পুরাতন বছর হল পুরাতন একটি খাতা ব্যবহারের মত।
২. বছরের শেষ দিনে বেশি কিছু বলতে চাই না অতীতের সব সুখ-দুঃখ, বেদনা যাই আসুক না কেন নতুন বছর যেন আনন্দময় ও ভালো হয়।
৩. আমি চাইনা এই বছরের শেষ দিনটিতে তোমার সাথে সেই দিনটির মতো দেখা হোক, আমি চাই নতুন বছরে নতুন ভাবে নতুন রূপে তোমার সাথে দেখা হোক।
৪. বছরের শেষ দিনটিতে এটুকু কথাই বলতে চাই তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো।
৫. একজন হতাশবাদী মানুষ বছর শেষ হওয়ার জন্য অপেক্ষা করে থাকেন নতুন বছরের জন্য।
৬. একটি বছরকে বিদায় জানানোর জন্য বছরের শেষ দিনের মধ্য রাত পর্যন্ত জেগে থাকে নতুন বছরের অপেক্ষায়।
বছরের শেষ দিনের স্ট্যাটাস
* দেখতে দেখতে ফুরিয়ে গেল এ বছরটাও বছরের শেষ দিনটাতে তাই আনন্দে মেতে উঠতে চাই।
* বছরের সেই দিনের বিদায় বেলায় নতুন বছরের অপেক্ষায় দেখা হবে দুজনে আবার কোন এক খোলা আকাশের নিচে।
* বছরের এই শেষ দিনটিতে চোখের পানি ঝড়িও না সামনে আসছে নতুন বছর নতুন কিছু করার।
* বছরের এই শেষ দিনটিতে এই প্রত্যাশাই করি যে এ বছর যেমনি কাটুক তোমার নতুন বছর যেন কাটে খুব আনন্দে আর সুখে।
* এই বছরের শেষ দিনে বিদায় জানাও এ বছরকে সামনে অপেক্ষা করছে নতুন বছর দিচ্ছে উঁকি, ডাকছে আমায় পারা দিলাম নতুন বছরে।
* বছরের এই শেষ দিনে অপেক্ষা করি আমরা নতুন বছরের জন্য আর মাত্র কিছুক্ষণ বাকি, গাছে উঠে পাখি, বন্ধু তোমায় বলে রাখি।
বছরের শেষ দিনের ইসলামিক স্ট্যাটাস
> বছরের শেষ দিনটিতে আর যাই করো না কেন নামাজ পড়ে শেষ কর পুরনো বছর ও শুরু করার নতুন বছর।
> নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং অন্য কাউকে মিথ্যাচার বা গীবত করে না।
> ভালো হোক বা মন্দ হোক বছরের শেষ দিনটাতেও আলহামদুলিল্লাহ। নতুন বছরের অপেক্ষায় আজকের এই বছরের শেষ দিন টা পার করে দিলাম।
> বছরের শেষ দিনটাতে মানুষ স্বাভাবিকভাবে একটু বেশি আনন্দিত থাকে কেননা নতুন বছরের জন্য অপেক্ষা করার একটা আনন্দ অন্যরকম।
> বছরের শেষ দিন এর শেষ সময় পর্যন্ত সবাই অপেক্ষা করে থাকেন কারণ নতুন বছরে আনন্দগুলা সবার সাথে শেয়ার করে সবাই মিলে একসাথে আনন্দ উল্লাসে মেতে ওঠা। নতুন বছরকে স্বাগতম জানাতে ও পুরাতন বছরকে বিদায় জানাতে।
বছরের শেষ দিনের কষ্টের স্ট্যাটাস
১. বছরের এই শেষ দিনটিতে এটুকু কথাই বলতে চাই যে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে চাইলে উপহার হিসেবে চোখের জল ব্যতীত আর কিছুই পাওয়া যায় না।
২. বছরের শেষ দিনটিতে আর একটি কথা বলতে চাই ভালোবাসার পাইনি পূর্ণতা তাতে কি, তাকে তো ভালোবেসে ছিলাম এটাই আমার সান্ত্বনা দেওয়ার একটি বাক্য।
৩. বছরের এই শেষ দিনে বিরহ কে বলি ভালোবাসা অশ্রু জলেই যে তোমার যাওয়া আসা।
৪. বছরের এই শেষ দিনে বলবো অনেক মানুষ হারিয়েছে এই বছরটিতে নতুন বছরেও অনেকে হারাবেন কিন্তু তাদের অস্তিত্ব, বেঁচে থাকে চিরকাল স্মৃতিতেই যেন তাদের চির অমর, হয় না কখনো মৃত্যু তাদের।
৫. চোখের জলে আছো তুমি প্রিয় তাই পরিনা কাজল, দাগ যদি মোর লাগে গায়ে তবুও যেন হয়ে যায় তোমায় ব্যাকুল।
বছরের শেষ দিনের ক্যাপশন
* বছর শেষে ঝরা পাতা বলল উরে এসে, একটি বছর চলে গেল হাওয়ার সাথে ভেসে।
* নতুন বছর আসছে এবার যত্নে রেখো তাকে, স্বপ্নগুলি সত্যি কারো আর ভীষণ ভালো থেকো।
* বছরের এই শেষ দিনটিতে এটুকুই বলতে চাই এ বছর যেমনটা কেটেছে তার চেয়েও অনেক অনেক ভালো কাটুক তোমার নতুন বছর।
* ফুরিয়ে যাবে আরেকটি বছর আজ তাই এই বিদায় বেলায় তোমায় বলতে চাই সুখে থেকো, ভালো থেকো।
* চোখের পানি ফেলো না প্রিয় এই বছরের শেষ দিনটিতে নতুন বছরের জন্য প্রস্তুতি হও।
* হয়তো আর দেখা নাও হতে পারে তাইতো এই বছরের শেষ দিনটিতে তোমায় একবার দেখতে চাই। প্রিয় তুমি কি আমায় একবার দেখা দিবে।
বছরের শেষ দিনের কবিতা
বর্ষ বিদায়
এস.কে রায়
বর্ষ বিদায় যাচ্ছে বলে শুভেচ্ছা আর গানে,
নতুন বছর অনুপ খুশি তোমার আমার প্রাণে।
ভালো থেকো ভালো রেখো বুকে থাকুক আশা;
আমার জন্য বাঁচিয়ে রেখো তোমার ভালোবাসা।
বেঁচে আছি এই যে আমি জড়িয়ে তাতেও স্বার্থ,
দাবি আমার মনে রেখো আমায় একটু;
আমি হব তোমার একটু পার্থ।
তোমার ঐ মায়াবী মুখটি দেখে,
আমি হই হরিণের মতো শান্ত।
বর্ষ শেষে এলো আবার নতুন দিনের খুশি,
তাইতো বলি বছরের শেষে না যে কোথাও;
থাকো আমার পাশে।
বর্ষ বিদায় গেলে পরে,
যেও প্রিয় যেখানে তোমার লাগে ভালো।