বসন্ত নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, ছন্দ ও কবিতা

বসন্তের ভালোলাগা ও বসন্ত ঋতু নিয়ে অনেকেই অনেক কিছুই সংগ্রহ করে থাকেন, যেমন বসন্ত নিয়ে উক্তি, বসন্ত নিয়ে স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্ত নিয়ে ছন্দ, বসন্ত নিয়ে কবিতা। তো আজকে এই পোষ্টের মাধ্যমে বসন্ত নিয়ে উক্তি, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্ত নিয়ে স্ট্যাটাস, বসন্ত নিয়ে ছন্দ ও কবিতা তুলে ধরা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে আর সময় নষ্ট না করে এক নজরে দেখে নিন বসন্ত নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা। 

বসন্ত নিয়ে উক্তি

১. কিছু বলার মত ভাষা খুঁজে পাই শুধু আমি এই বসন্তেই। 

২. বসন্ত সবকিছুতেই নতুন জীবন ও সৌন্দর্য যোগ করে। 

৩. বসন্তের কিছু ফুল তোমার জন্য রেখে দিয়েছি সযত্নে, তুমি এসে নিয়ে যেও প্রিয়। 

৪. বসন্ত আসবে, জীবনের রং পাল্টাবে; অপেক্ষা করো জীবন সুন্দর হবে। 

৫. হয়তো বা গাছের ফুলগুলো সব ঝরে পড়ে যাবে বসন্ত থাকতেই, সেটাও প্রকৃতির একটা নিয়ম। 

৬. প্রেমহীন জীবন আর বসন্ত ছাড়া প্রকৃতির সৌন্দর্য তা কি হয় নাকি। 

৭. বসন্তের রঙে রাঙানো প্রকৃতি যেন আজ হেসে খেলে বলে, আমায় ছেড়ে কোথায় যাস তোরা চলে। 

বসন্তের স্ট্যাটাস

৮. ফাগুনে শীত চলে গিয়ে বসন্তের আগমন, ঋতুরাজ বসন্ত এসে প্রকৃতি দিল সাজিয়ে। 

৯. ফুলের রঙে পরশ লেগেছে বনে, তাই দেখে প্রেমের পরশ লেগেছে আমার মনে। 

১০. বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বারে বারে শুধু তোমার কথাই মনে পড়ে। 

১১. ফুলে ভরা বসন্ত রাঙিয়েছে এই প্রকৃতি মনটাকে কি আর ঘরে ধরে রাখা যায়।

১২. বসন্তের ফাগুনে রং লেগেছে নবীন হৃদয়ে, তাই দেখে আমি যেন হারিয়ে গেছি প্রকৃতির মাঝে। 

১৩. শীতকাল না থাকলে হয়তো বসন্তের সৌন্দর্য এত মধুর লাগতো না। 

বসন্তের রোমান্টিক স্ট্যাটাস 

» বসন্ত যদি পলাশ খোঁজে, খুঁজুক; আমি খুঁজি শুধু তোমায়। 

» আজ বসন্ত বইছে তার গায়, তাই আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার মনের মাঝি। 

» আজ এই বসন্তে আমার মনের বাসন্তী রং ছুঁয়েছে মনে, বলনা সখি কোথা থেকে এরূপ নিয়ে এলি। 

» অনেক কথা জমিয়ে রেখেছি মনে আজ এই বসন্তে না বলা কথাগুলো বলবো তোমায়। 

» বসন্তের এই সকালে কোকিলের ডাকে ভাঙ্গিলো ঘুম, ঘুম থেকে উঠে দেখি পাশে নেই তুমি।

» এই বসন্তের কালে সখি তুই যাস না আমায় ফেলে, এই ভরা বসন্তে আমি একলা রবো কেমন করে। 

বসন্ত নিয়ে ক্যাপশন

» এই বসন্তে শিমুল গাছের ডালে কোকিলের ডাকে যেন মনটা ভরে গেল। 

» এই বসন্তকালে হলুদ শাড়ি আর ফুলের শুভেচ্ছা নিও প্রিয়তমা। 

» এই বুঝি চলে এসেছে বসন্তের কাল কোকিলের ডাকে বুঝে নিলাম। 

» বসন্ত যেন প্রকৃতিতে নয়, বসন্ত লাগিল আমার গায়। 

» কখনো দিগন্ত, কখনো শ্রাবণ, কখনো বা বসন্তে আমি শুধু তোমাকেই খুঁজি। 

» এই বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখির কিচিরমিচির আওয়াজ যেন প্রকৃতির এই অমায়িক রূপ শুধু এই বসন্তেই দেখা দেয়। 

বসন্ত নিয়ে ফেসবুক ক্যাপশন

* বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে আইসো আমার বাড়ি তুমি। 

* বসন্তের ওই ফাগুনে কৃষ্ণচূড়ার বুকে আমি তোমার স্মৃতিগুলো রেখে আসতে চাই। 

* বসন্তের প্রেমে পড়োনা তাহলে কিন্তু বসন্ত তোমাকে নিয়ে পালিয়ে যাবে।

* বসন্তের এই রঙিন বাতাসের রঙিন ছোঁয়ায় তোমার রেশমী চুলের তাল মাতাল হাওয়ায় যেন আমাকে পাগল করে দিল।

* ফিরে আসবে আবার বসন্ত হয়তোবা তুমি পাশে থাকবে না, কিন্তু বসন্ত ঠিকই ফিরে আসবে।

* আর কিছু হোক বা না হোক বসন্তকে বরণ করার জন্য চলছে পুরো প্রস্তুতি। 

বসন্ত নিয়ে কিছু কথা

কোথায় হারিয়ে গেল সেই বসন্তের দিনগুলি। কোথায় হারিয়ে গেল সেই শিমুল গাছের তলে থেকে লাল ফুলগুলি এনে জমিয়ে রাখা দিনগুলো। কোকিলের কন্ঠে গান আর সেরকম আগের মত লাগে না, কি হলো রে আমার, কি হলো; ওরে তোরা বলে দে না আমার কি হলো। সূর্য ঘড়ি সাত সকালে দেখতে পাচ্ছি আমি তোরা কি আর সেই দিনগুলি পারবি বুঝতে।

অতিথি পাখির আগমনে আজ বুঝতে পারলাম বসন্তের কাল, তাই তো আজ মনের রঙে রঙ লেগেছে আমার।ফাগুনের রঙে রঙেছো আছো তুমি, কি সুন্দর দেখতে তোমায় শুধু চেয়ে থাকতেই মন চায়। হয়তো ফুটেনি ফুল, ফুটবে দিন সপ্তাহ বাদে। হাওয়ায় হাওয়ায় ভেসে যাব সাগরের ওই পারে জল শুকিয়ে হাহাকার যেন সাগরের পার। 

বসন্ত নিয়ে কবিতা

আমার বসন্ত

নির্মলেন্দু গুণ

মনের ভেতর জুড়ে আরো এক মনের মর্মর,  

পাতা ঝরা স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ।

জোৎস্নাময় রাতের উল্লাসে,

কালো বিষ এ না হল বসন্ত কিসের। 

গাছের জরায়ু ছিড়ে বেরিয়েছে, 

অবিচ্ছিল বোধ, ওর মুখে কুমারীর খুন। 

প্রসুতির প্রসন্ন প্রসূন , 

কণ্ঠ ভোরে করি পান পরিপূর্ণ সে পাত্র,

বিষের চাই পূর্ণ শিশিরে নির্ঘুম; 

এ না হলে বসন্ত কিসের। 

থেকো বসন্ত সন্ধ্যায়

সুব্রত পাল

যদি বসন্ত পলাশ খোঁজে খুঁজুক,

তুমি খুঁজো না রাঙ্গামাটির পথে হাঁটতে; 

ইচ্ছে করলে হেটো না, শুধু আমাকে খোঁজো। 

আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে, 

মেখে তোমার জন্য বসে আছি মনে’

মনে মাদলে বাজাচ্ছি আর;

গোধূলির রং দেখেছি দিগন্তে। 

যদি বসন্ত তোমাকে ডাকে ডাকুক, 

তুমি যেও না আঙ্গুল ছুঁতে ইচ্ছে করলেই। 

কথা বলো না শুধু আমাকে ছুঁয়ো, 

আমি তো পাতায় পাতায় লুকিয়ে; 

রেখেছি সব ঢেউ, দিপ, দিপপুঞ্জ। 

গ্রহণ অরণ্য হয়েছি কুয়াশায় সেজেছি কখনো, 

তবু যদি বসন্ত আসে তোমার’ 

কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, 

তবে অপেক্ষা করো আমি আবির নিয়ে আসছি। 

এই বসন্ত সন্ধ্যায় সমস্ত আড়াল অভিমান,

সমস্ত সীমারেখা অপেক্ষা করে;

আজ তোমার সামনে এসেছি। 

এসো ক্রমাগত আকারে ধরি,

আর ক্রমাগতই বাঁচার চেষ্টা করি। 

কখনো কিছু বুঝে নিও, কিছু অনুচ্চারিত শব্দ; 

কিছু সমুদ্র ফেনায় সিটেফোটা যন্ত্রণা বুঝে নিও। 

আমি তো আর সব সময়,

থাকবো না এই বসন্ত সন্ধ্যায়। 

সর্বশেষ কথা

বসন্ত নিয়ে যে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা তুলে ধরা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার,  আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মাঝে। এরকম আরও বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন তাহলে আরো অনেক বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে যাবে।