বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন ও কবিতা

বঙ্গবন্ধুকে নিয়ে অনেকে অনেক কিছুই খুজে থাকেন আশা করি এই পোস্টের মাধ্যমে নতুন কিছু পেয়ে যাবেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা তুলে ধরা হবে আশা করি আপনাদের ভালো লাগবে এবং ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন, কবিতা ও কিছু কথা।  

বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি 

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের একজন সেরা নেতা ছিলেন। – সংগৃহীত

২. শেখ মুজিবুর রহমান না থাকলে কখনোই বাংলাদেশ জন্ম নিত না। – ফিনান্সিয়াল টাইমস

৩. যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা আর আমরা পেতাম জাতির পিতা। – মতিউর রহমান 

৪. যতকাল রবে এই বাংলাদেশ, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। – সংগৃহীত

৫. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ হচ্ছে ঐতিহাসিক দলিল। – ইউনেস্কো

৬. হয়তো তাকে দেখিনি কিন্তু অনুভব করতে পারি তিনি একজন মহান নেতা ছিলেন। – সংগৃহীত

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সমাজতন্ত্র এক সংগ্রামী নেতা ও সাহসী বাঙালি । – সংগৃহীত 

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর উক্তি 

১. বঙ্গবন্ধুর শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের জন্য কিছু করার জন্য খুবই আগ্রহ ছিল। 

২. বঙ্গবন্ধু শেখ মুজিবর শিশুদের এমন ভালোবাসতো যে, তিনি ভেবেছিলেন শিশুদের সুরক্ষার পূর্ণাঙ্গ একটি আইন থাকা জরুরী। 

৩. বঙ্গবন্ধুকে তার এক সভাটি বলল যে আপনি কেন শিশুদের সাথে এত মিশুন, সে বলল আমি শিশুদের সঙ্গে মিশি মনটাকে হালকা করার জন্য। 

৪. আমার যখন ভীষণ মন খারাপ থাকে আমি তখন শিশুদের সঙ্গে মিশে আমার মনটা ভালো করে নেই, কারণ তারা পবিত্র ও নিষ্পাপ।

৫. তিনি শিশুদের এমন ভালবাসতেন যে তার জন্মদিনের তারিখ ১৭ই মার্চ কে তিনি জাতীয় শিশু দিবস হিসেবে স্মরণীয় করে গেছেন। 

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন বাংলাদেশকে উন্নত করতে হলে আগে শিশুদের গড়তে হবে। 

তরুণদের নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সফল রাজনৈতিক জীবনে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হত। 

* বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের যে ভাষণ আজব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বলা চলে। সেই ভাষণ আজ অনেক তরুণ প্রজন্মকে আলোকিত করেছে। 

* তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ, যা দেশের বড় বড় রাজনীতিবিদ হয়ে দেশের জন্য কাজ করবে। 

* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণদের উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা নিজেদের প্রতি নিজেরা সচল থাক এবং ন্যায়পরায়ণতা ভাবে জীবন যাপন করো। 

* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটিও বলে গেছেন যে তরুণেরা তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো তাহলে তোমরা একটা উন্নত জীবন ফিরে পাবে। 

* শেখ মুজিবর রহমানের ভাষণ গুলো যুব সমাজকে নৈতিকভাবে নিরপেক্ষ মনোভাব নিয়ে নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। 

বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস

বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস

> আমরা যখন এই পর্যন্ত এসে গেছি আমাদের আর কেউ থামাতে পারবে না, জাগো হে যুবক সমাজ, জাগো বাঙালি। 

> আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাওয়াতে পারবে না ইনশাআল্লাহ। 

> আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না। 

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে একজন সর্বকালের সেরা নেতা ও রাষ্ট্রনায়ক ছিলেন। 

> শেখ মুজিবুর রহমানের “বঙ্গবন্ধু” উপাধি দিয়েছিলেন সেই সময়ের ছাত্রনেতা তোফায়েল আহমেদ। 

> বঙ্গবন্ধু শেখ মুজিবরের কথা একটাই ছিল যে শহীদদের রক্ত বৃথা যেন না যায়। 

> ধন্য তো সেই,  যে কিনা দেশের জন্য শহীদ হয়েছেন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করেছেন। 

বঙ্গবন্ধুকে নিয়ে কিছু ছন্দ

* রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশকে স্বাধীন করে ছাড়বো। 

* সারা বিশ্বের মহান নেতা তুমি, বাংলার গর্ব তুমি, তুমি বাংলার শ্রেষ্ঠ নেতা, তুমিই সেই বিজয়ের মহানায়ক। 

* আমি কখনোই একা এই দেশকে স্বাধীন করিতে পারবো না, আমার দেশের মানুষ যদি আমার পাশে থাকে তাহলে আমি পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারব। 

* হাজারো ফুলের বসন্ত এত রঙিন, পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতীক্ষায় ; ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায় শুভ জন্মদিন প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

* তোমার মৃত্যু হয়নি গো চির অমর হয়ে আছো তুমি আমাদের মাঝে, এভাবেই থেকো সারা জীবন। 

* যতকাল রবে পদ্মা, যমুনা, গৌরী, মেঘনা, ততকাল রবে তোমার স্মৃতির পাতায় নামখানা। তুমি যে শুধু একজন মহান নেতা নয়, তুমি এক বাংলাদেশ। 

বঙ্গবন্ধুকে নিয়ে সেরা বক্তব্য

বঙ্গবন্ধু মানে হচ্ছে মনের ভেতর ইচ্ছে শক্তি জাগানোর একটি প্রতীক। যিনি ছিলেন আমাদের শ্রেষ্ঠ নেতা  যে সব সময় আদর্শের সাথে সবকিছু সম্মিলিত করতেন। তার জন্যই হয়তো আমাদের এই বাংলাদেশকে পাওয়া। তিনি না থাকলে হয়তো আমাদের এই দেশকে আজ স্বাধীনভাবে পেতাম না। তার মত নেতা হয়তো আমাদের দেশে কোনদিন আর জন্মাবে না কিন্তু তিনি আমাদের হৃদয়ে থেকে যাবে সবসময়। 

তার মত এমন মহান নেতা জানিনা কবে হবে এই দেশে, যদিও হয় তবুও হবে না তার মত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাঁচতে হলে বীরের মতো বাঁচো নয়তো বেঁচে থেকে লাভ নেই। বীরের মত একদিন বাঁচো বিড়ালের মত হাজার বছর বেঁচে থেকে কোন লাভ নেই। তিনি তার কথার মাধ্যমে বাংলার মানুষের ইচ্ছে শক্তি, মনোবল ও সাহস জানিয়েছেন। তুমি থাকবে চিরকাল এ হৃদয়ে স্মৃতি হয়ে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি যতদিন আছে এই সোনার বাংলাদেশ চির অমর হয়ে থাকবে তুমি। 

বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা

আমি হব নেতা

আরিফুল ইসলাম শাকিব

আমি হব এই সমাজে জনগণের নেতা,

সর্ব সময় জনগণের বুঝবো দুঃখ, ব্যথা। 

ন্যায়বিচারের প্রতি খবর এই সমাজের বুকে,

হাসিমুখে থাকবে মানুষ কাঁদবে না আর দুঃখে। 

ধনী-গরীব সবার জন্য সমান ভালোবাসা;

সুখে-দুখে থাকবো সবাই মিলে একসাথে। 

সুখের সমাজ গড়বো আমি এটাই মনের আশা !

তোমরা যদি না জাগো আজ আমি কেমনে যাগবো,

তোমাদের বলেই আমার বল, “জাগো বাঙালি জাগো”। 

স্বাধীনতা

নির্মলেন্দু গুণ

এই শিশু পার্ক সেদিন ছিল না,

এই বৃক্ষের ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, 

এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, 

তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি ?

তাহলে কেমন ছিল শিশু পার্কে, বৃক্ষে, ফুলের বাগানে ;

ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানা ? 

হে অনাগত  শিশু,

হে আগামী দিনের ভবিষ্যৎ;

শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে,

একদিন সব জানতে পারবে। 

আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি,

শ্রেষ্ঠ সেই বিকেলের গল্প। 

শত বছরের শত সংগ্রাম শেষে,

‘রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে’ 

অতঃপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ালেন,

তখন পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল;

হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিলো জোয়ার।

সকল দুয়ার খোলা, রোদে তাহার বজ্রকন্ঠ বাণী,

সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের। 

আলোর মিনার

সিরাজুল মোস্তফা

জেগে ওঠার শক্তি খোঁজো একটি শাশ্বত কন্ঠে,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম;

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 

বঙ্গবন্ধু বাঙালির চিরকালের বন্ধু, পিতা,

স্বপ্নদ্রষ্টা ও মহানায়ক। 

তার কোন দল নেই, মত নেই, নেই কোন ধর্ম ;

আছে শুধু একটি পরিচয় বাঙালির জাতির পিতা। 

আমি শুধু একটা দেশে চাই,

যে দেশে কোন মারামারি-কাটাকাটি থাকবে না ; 

থাকবে না কোন দুঃখের কান্না। 

থাকবে শুধু সুখের আনাগোনা;

আর মুখ ভরা হাসি। 

জাগো বাঙালি জাগো, একটু জাগো, 

দেখো তোমার দিকে তাকিয়ে আছে দেশ ; 

সকল কিছুর বিনিময়ে ছিনিয়ে আনো দেশ।

তোমাদের কাছে চাই শুধু আমি,

আমার প্রাণের বাংলাদেশ। 

সর্বশেষ কথা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে উপরে লেখা হয়েছে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এই সাইটটিতে ভিজিট করে দেখে নিন আপনার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন ধরনের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা।