যারা অনলাইন এর মাধ্যমে বাংলাদেশ থেকে ওমান এর টিকিট খুঁজছেন তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে সর্বশেষ আপডেট। বাংলাদেশ থেকে ওমানের যে অনলাইন বিমান টিকিট ভারা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই বাংলাদেশ তো ওমান এর অনলাইন টিকিট প্রাইস এর যাবতীয় তথ্য সমূহ।
বাংলাদেশ থেকে ওমানের বিমান সমূহঃ
বাংলাদেশ থেকে ওমানের টিকিট ভাড়া জানার আগে আমরা অবশ্যই আগে জেনে নিব যে বাংলাদেশ থেকে ওমান যাওয়ার কয়টি বিমান চালু রয়েছে। বাংলাদেশ থেকে ওমানে মোট চারটি বিমান চলাচল করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,
ইউএস-বাংলা এয়ারলাইন্স,
সালাম এয়ারলাইন্স এবং
ওমান এয়ারলাইন্স।
যেভাবে অনলাইনে বাংলাদেশ টু ওমানের ভাড়া চেক করবেন
যেভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বাংলাদেশ টু ওমানের বিমানের টিকিট কাটতে পারবেন। আর আপনাকে সময় নষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোন প্রয়োজন নেই। এখন ঘরে বসেই খুব সহজে অনলাইনের মাধ্যমে টিকিট কাটুক নির্ভয়ে নির্ভুলভাবে। এতে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হবে না।
মূলত দুইভাবে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যায় একটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাপস দিয়ে সরাসরি সাইটে ঢুকে যেকোনো বিমানের টিকেট কাটতে পারবেন। দুই নাম্বারটি হল বিকাশ এপস এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন। নিচে দুইটি নিয়মের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো।
১. প্রথমে যেকোনো একটি অ্যাপ ইন্সটল করে নিতে হবে।
২. তারপর অ্যাপসটি ওপেন করে টিকিট অপশনে ক্লিক করুন।
৩. যদি বিকাশ অ্যাপ ওপেন করেন তাহলে সেখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে বিমান সিলেক্ট করতে হবে।
৪. চতুর্থ ধাপে আপনার দুটি অপশন আসবে যেমন ফ্লাইট এক্সপার্ট এবং গোযায়ান। এখান থেকে আপনার ইচ্ছামত যেকোনো একটি অপশন বেঁচে নিতে হবে।
৫. তারপর একটি এসএমএস আসবে সেখানে আপনার টিকিটের যাবতীয় বিস্তারিত করার জন্য। সবকিছু ঠিক থাকলে আপনি পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন।
৬. পরবর্তী ধাপে দেখতে পাবেন টিকিটের তিনটি ধরন রয়েছে ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ এবং মাল্টিস্টপ। এখান থেকে পছন্দ অনুযায়ী যে কোন একটিতে ক্লিক করতে হবে।
৭. পরবর্তী ধাপে আসবে যে আপনি কোথা থেকে কোথায় যাবেন অর্থাৎ From এবং To এরকম দুটি অপশন আসবে। যে আপনি কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছাবেন। তারপর আসবে কয়জনের টিকিট কাটবেন বয়স অনুযায়ী সেটি ক্লিক করতে হবে। তারপর পছন্দ অনুযায়ী বিমানের টিকিট বুকিং করতে হবে এবং পরবর্তীতে আপনার ব্যালেন্স পেমেন্ট করতে হবে।
বাংলাদেশ টু ওমান ভাড়া ও সময়সূচি
বিশেষ করে বাংলাদেশ থেকে ওমানের যে বিমানগুলো রয়েছে সেগুলোতে বিরতি নেই একেবারে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ওমান এয়ারপোর্ট এ গিয়ে পৌঁছাবে। তাহলে চলুন দেখে নেই কোন বিমানগুলোর কয়টার সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ওমান এয়ারপোর্টে গিয়ে পৌঁছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বাংলাদেশ থেকে ওমানের টিকিট ভাড়া হলো ৪১,০০০ টাকা। এই বিমানটি বাংলাদেশ থেকে ওমানের যাত্রাপথে মোট দুই দিন বন্ধ থাকে রবিবার এবং শুক্রবার আর বাকি পাঁচ দিন চলাচল করে। বিমানটি বাংলাদেশ থেকে রাত ৯ঃ৩০ টায় ওমানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ওমান গিয়ে পৌঁছায় ১২ঃ৪৫ মিনিটে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউ এস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে ওমান এর ভাড়া হচ্ছে ৪৬,০০০ টাকা। আমি বিমানটি বাংলাদেশ থেকে ওমানের যাত্রাপথে প্রতিদিন একবার করে যায় সে সময় হচ্ছে রাত ১০:০০ টায় এবং ওমান গিয়ে পৌঁছায় ০১ঃ ২৫ মিনিটে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর কোন বিরতি নেই সরাসরি ওমান গিয়ে পৌঁছায় এবং এই অ এয়ারলাইন্স এর সাপ্তাহিক কোন বন্ধু নেই।
সালাম এয়ার
সালাম এয়ার এর টিকিট ভাড়া হচ্ছে ৪৩,০০০ টাকা। এই এয়ারলাইন্সটি বাংলাদেশ থেকে ভোর ০৫ঃ১০ মিনিটের রওনা দেয় ওমানের উদ্দেশ্যে এবং ওমান গিয়ে পৌছায় সকাল ০৮ঃ১৫ মিনিটে। বিমানটিও প্রতিদিন একবার যাতায়াত করে থাকে এবং এর কোন সাপ্তাহিক বন্ধ নেই।
ওমান এয়ার
ওমান এয়ারলাইন্স এর ভাড়া হল ৪১,০০০ টাকা। এই এয়ারলাইন্স টি সপ্তাহে দুই দিন বন্ধ থাকে যথা মঙ্গলবার এবং বৃহস্পতিবার আর বাকি পাঁচ দিন চলাচল করে। এই এয়ারলাইনসটি বাংলাদেশ সময় সকাল ০৯ঃ৪০ মিনিটে ওমান এর উদ্দেশ্যে রওনা দেয় এবং ওমান গিয়ে পৌঁছায় দুপুর ১২ঃ৩৫ মিনিটে। এই বিমানটিতেও কোন ট্রানজিট নেই সরাসরি বাংলাদেশ থেকে ওমান গিয়ে পৌঁছায়।
সর্বশেষ কথা
এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য আরেকটি ভাইয়ের অথবা বোনের উপকারে আসে। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক পোস্ট পেয়ে যাবেন।