আবেগ এমনই একটা জিনিস যেটা একটি মানুষের থাকা ভালো তবে এই আবেগ বেশি হলে আবার আপনাকে একেবারে দুর্বিষহ করে দেবে। আমাদের আবেগ একটু বেশি থাকলে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কারন আবেগের ছলে মানুষ অনেক কিছু করে ফেলে তার জন্য সারা জীবন থাকে এই ভুলের মাশুল দিতে দিতেই তার জীবন শেষ। আপনি যখন আপনার চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি আপনার জীবনের সফলতা করে ভাবেন।
আবেগ এমন একটা জিনিস যা কারো বেশি থাকে কারো কম থাকে, তা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই হয়তো বা আপনার নিজের চাওয়া-পাওয়া সবকিছু আপনার হাতের মুঠোয় আসবে। এই পোষ্টের মাধ্যমে আপনি দারুন কিছু উক্তি বা কবিতা পাবেন যা আপনি এখনো কোথাও খুঁজে পাননি। তো আর দেরি না করে চলুন দেখে নেই বিশেষ কিছু কথা উক্তি ও কবিতা।
আবেগ নিয়ে উক্তি
হবে এটি এমন একটা জিনিস যে আবেগের কারণে মানুষ কখনো কষ্ট পায়,কখনো দুঃখ পায় ,কখনো সুখ পায়, কখনো আনন্দ পায়, কখনো বা কাঁদে আবার কখনো রাগ করে। আবেগে বলে মানুষ সামান্য একটি ভুলের কারণে অনেক বড় ক্ষতি করে ফেলে যা তাঁর জীবনকে একেবারে ধ্বংস করে দেয়।
* জীবন থেকে যে দিন চলে যায় সে দিন আর কোন দিন আসে না।
* হয়তো একদিন প্রতিষ্ঠিত হবো কিন্তু সেদিন আর তোমার দেখা পাবো না তুমি হবে অন্য কারোর জীবন সঙ্গিনী।
* হয়তো তোমাকে ভালবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল , হয়তো তুমি অনেক সুখে আছো কিন্তু আমি সারা জীবন দুঃখের সাথেই কাটিয়ে দেবো আমার এই জীবনটাকে।
* কখনো আবেগের দয়ায় থাকতে হয় না, আবেগ কে ব্যবহার করে জীবনকে সুন্দর করে গড়ে তোলা।
* সত্তিকারের কেউ যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে তোমার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারবে না। হয়তো সে আবেগের ছলে কতক্ষণ নীরব হয়ে থাকবে।
* যার ভিতরে বিন্দুমাত্র আবেগ নেই তার ভিতরে কোন ভালোবাসায় নেই, মায়া মোহাব্বত নেই , কোন দয়া মায়া নেই।
আবেগ নিয়ে স্ট্যাটাস
১. আমার নীরবতাই হলো আমার আবেগী একটি ভাষা।
২. আমি কখনো বিশ্বাসই করতে পারি না যে আমি এত কষ্ট সহ্য করতে পারবো।
৩. জীবন কখনো সহজ হয় না, সহজ বানিয়ে নিতে হয়।
৪. কিছু হারিয়ে গেলে সেটা পাওয়া যায় নয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।
৫. ভুল যতই কর না কেন তাতে আমি দুখী নই, কিন্তু একদিন বুঝবে আমাকে হারানোর যন্ত্রণাটা কি।
৬. আমার সবটুকু আবেগ শুধু তোমায় ঘিরে, তুমি সেটা আজ অবধি বুঝে উঠতে পারলে না।
৭. এই হৃদয়ে অনেক স্মৃতি গাঁথা আছে, কিন্তু তোমার স্মৃতি বারবার আমাকে ভাবায়।
আবেগ নিয়ে ছন্দ
প্রিয় যদি কোনদিন তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আমার সাথে ঘর বাঁধতে এসো না হয় ওভাবেই থেকে যেও সারা জীবন। আমি অর্থ চাই না এই বিনিয়োগের জগতে, আমি চাই তুমি শুধু তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। আবেগ নিয়ে সব সময় চলা যায় না, কখনো কখনো আবেগ কে নিয়ন্ত্রণ করাই হলো জীবনের মানে। প্রেম ভালবাসার মধ্যে আবেগ থাকবেই, তাই বলে যে সবসময় সবকিছুতেই আবেগ নিয়ে চলবে তা কি করে হয়।
যদি মনে কর আমি তোমাকে অবহেলা করি তাহলে সেটা ভুল, জীবনে সাফল্য পেতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরী। অতিরিক্ত আবেগীয় মানুষ কখনো সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছাতে পারেনা। তাইতো সাফল্য পেতে হলে আগে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তারপর সাফল্যের পিছনে দৌড়াতে হবে।
আবেগ নিয়ে কিছু বাস্তব কথা
মানুষের কষ্টের একমাত্র কারণ হচ্ছে আবেগ , যার কোনো আবেগ নেই তার ভেতরে কোনো কষ্ট- দুঃখ, ভেদনা কোন কিছু নেই। আবেগহীন মানুষ কখনো ভালবাসতে জানে। ভুল মানুষ করে কি কারনে একমাত্র আবেগের কারণেই। কারন মানুষ বারবার ভুল করে না ভুলটা শুধু করে আবেগের কারণেই। একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা আবেগগুলো এমনিতেই বেড়ে যায় তখন যদি সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে জীবনে একজন সফল মানুষ হতে পারবেন।
মানুষ একজনের পিছনে আরেকজন থাকে শুধু আবেগের জন্যই। আবেগটা যদি না থাকতো তাহলে কেউ কারো পেছনে ঘুরত না কোন কিছু খুঁজতো না তার ভিতরে কোন কিছু পাওয়ার ইচ্ছে থাকতো না। মানুষ কিছু সময় এমন কিছু ভুল করে এই আবেগের কারণে যে ভুলের মাশুল দিতে দিতে তার জীবনের আর কিছু বেঁচে থাকে না থাকে শুধু তার দেহের খাচাটা। কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে তবে মানুষ ভুল করে এই ভুলটা মূলত আবেগের বসতে করে। ভালোবাসা সৃষ্টি হয় কোথা থেকে একমাত্র এই আবেগ থেকে ভালোবাসা সৃষ্টি হয়।
আবেগ নিয়ে কবিতা
ব্যক্ত প্রেম
রবীন্দ্রনাথ ঠাকুর
কেন তবে কেড়ে নিলে লাজ – আবরণ ?
হৃদয়ের দ্বার হেনে বাহিরে আনিলে টেনে ,
শেষে কি পথের মাঝে করিবে বর্জন।
তাহলে পিছুটান কেন তোমার,
তাহলে ছুটে যাও যেদিকে মন যায় তমার।
অবিশ্বাস
দীপঙ্কর রায়
কখনো যায়নি পতিতালেয়,
সেখানের রং কুমারীদের চলন-বলন আর প্রকৃতি ;
এ নিয়ে একে বারে জ্ঞান অর্জন হয়নি আমার।
তবে জ্ঞান অর্জন করা যাবে,
সেই পতিতালয়ের রাজকুমারীদের কাছ থেকে।
সমুদ্রের জলে আমি দেহ ধুয়ে
কে এই নারী
জীবনানন্দ দাশ
সমুদ্রের জলে আমি চেয়ে থাকি,
নক্ষত্রের আকাশের পানে চারিদিকে অন্ধকার।
নারীর মতন হাত,
কে এই নারী;
যার দেহ খান এক ভরা পূর্ণিমা রাতের মত।
সর্বশেষ কথা
আপনাদের এই পোষ্টটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেগি বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন। এবং আরো ভালো ভালো পোস্ট পেতে ভিজিট করুন আমাদের এই সাইট এ। আর যদি কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি সাথে সাথে সংশোধন করার চেষ্টা করব।