দুপুর নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

0
1883

সকাল শেষ হতে হতেই দুপুর চলে আসে আর এই দুপুরে অলসতা চলে আসে এবং ঘুম পায় এবং কি অনেকের কাছে দুপুরবেলা খুবই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই অনেকে অনেক ধরনের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন খুঁজে থাকেন। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে দুপুর নিয়ে সেরা কিছু স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি তুলে ধরা হচ্ছে আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নেই দুপুর নিয়ে কিছু সেরা স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা গুলো।

দুপুর নিয়ে উক্তি ও স্ট্যাটাস

১. এই দুপুর বেলার মেঘলা আকাশের অপরূপ দৃশ্য আর মিষ্টি বাতাসের গানে যেন খোলা আকাশের মাঠেই ঘুমিয়ে যাই।

২. এই দুপুর বেলার পরিবেশটাতে যেন খোলা আকাশের নিচে ঘুমিয়ে যাই।

৩. দুপুর বেলার শীতল হাওয়া গায়ে বইছে, কি যে ঘুম পাচ্ছে।

৪. এই দুপুর বেলায় তোমার সাথে খাবার খেতে খুবই ইচ্ছে হয়, কিন্তু তুমি প্রিয় আছো অনেক দূরে।

৫. দুপুর বেলায় কাজের ফাঁকে মনে পড়ে তোমাকে, উড়াল দিয়ে যেন একবার দেখে আসি তোমায়।

৬. এই দুপুর বেলার মনের আকাশে প্রাণ খোলা বাতাসে তোমাকেই ভালোবাসি।

৭. তোমাকে দেখেছি সেই দুপুর বেলার মেঘলা আকাশের নিচে কি যেন বলছিলে ভুলেই গেছি।

৮. মানুষ বাঁচে আশা আর চিন্তা নিয়ে, তাই দুপুর বেলায় খাওয়ার পরে শুয়ে শুয়ে সেই চিন্তা গুলো এসে যায়।

৯. দুপুরকে জানাই শুভেচ্ছা তোমার আমার গল্প করার এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য।

১০. দুপুরের সেই সোনালী রোদের আলোর মাঝে খুঁজি তোমায় একটু দেখার জন্য, একটু দেখা দাও না প্রিয়।

দুপুর নিয়ে ক্যাপশন 

১. এই মেঘলা দুপুরে শীতল বাতাসে ইচ্ছে করে তোমাকে নিয়ে একটু বসে গল্প করি।

২. ঘন এই দুপুরে পাখির ডাকে ঘুম যেন ভাঙ্গে, তোমার ওই মুখটি দেখে।

৩. এই দুপুর বেলায় শিমুল গাছে কোকিলের ডাক, আর তোমার প্রথম দেখায় আমি অবাক।

৪. দুপুর বেলায় একলা বসে ভাবি, তুমি যেন আমার পাশে হয়ে রবে সাথী।

৫. এই দুপুর বেলায় সৃষ্টিকর্তার কাছে বলি তোমার মনের যে আশা গুলো রয়েছে তা যেন পূর্ণ হয়।

৬. সোনালী এই দুপুরবেলায় রঙ্গিন করা আকাশটা দেখে কি যে ভালো লাগে।

৭. রূপালী দুপুরে তোমাকে দেখেছি উদাসী হয়েছি, এই মনের আকাশে তোমাকেই ভালোবেসেছি।

৮. এই রোদেলা দুপুরে চারদিকে সবুজে ঘেরা পরিবেশে নীরবে কে যেন রাঙিয়ে দিল আমার ভেতরের শহরটাকে।

৯. এই রোদেলা দুপুর বেলায় বকুল গাছ তোলার নিচে বকুল ফুলের গন্ধে পাগল হয়ে গেলাম।

দুপুর নিয়ে ছন্দ

এই রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে, হেটে আসা বহুদূর।

দূরে আরো দূরে হারিয়ে চলো মেঘেদের ছায়া তলে,

দূরে আরো দূরে মেয়েরা দেখো তাকিয়ে আছে স্বপ্নের ডানা মেলে।

রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে দুঃখকে ভুলে হাতে হাত ধরে,

চলনা একটু মিষ্টি সুরে গেয়ে আসি গান।

এই রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে মনটাকে ভালো করতে,

ছলনা দুজনে মিলে ঘুম পরীদের দেশে হারিয়ে যাই।

দূরে আরো দূরে চলো না হারিয়ে সুখের নদীতে ভেসে যায়,

যেখানে আর কেউ নয়, শুধু তুমি আর আমি।

সর্বশেষ কথাঃ 

দুপুর নিয়ে যা কিছু লেখা হয়েছে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের আপন মানুষদের সাথে। এবং দুপুর নিয়ে যে স্ট্যাটাস, ক্যাপশন ও ছন্দ গুলো লেখা হয়েছে যদি ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করে নিন। এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here