Realme 10s বাংলাদেশে দাম কত

0
6

প্রিয় গ্রাহক আজকে এই পোষ্টের মাধ্যমে Realme 10s যে যাবতীয় তথ্যগুলো আছে এবং এর মূল্য বাংলাদেশে বর্তমানে কত টাকা আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ২০২৩ এর নতুন একটি ফোন হল  Realme 10s যা রিলিজ হয়েছে ২০২২ এর ডিসেম্বর মাসে শেষের দিকে। তাহলে চলুন দেখে নেই Realme 10s যে বিশেষ তথ্যগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। 

Realme 10s বাংলাদেশে দাম কত

Realme 10s এটি হলো এই ফোনটির মডেল নাম্বার। ফোনটির রেম ও রম হচ্ছে ৮/১২৮ ও ৮/২৫৬ । ফোনটির মধ্যে রয়েছে ডুয়েল 2G,3G,4G,5G সিস্টেম। ফোনটির ওজন হচ্ছে ১৯১ গ্রাম।এই ফোনটির বাংলাদেশের বর্তমান মূল্য হচ্ছে ১৯,৫০০ টাকা। 

Realme 10s এর ব্যাটারি কোয়ালিটি

মোবাইলটির ব্যাটারি সিস্টেম নন-রিমুভাল Li-Po 5000 mAh। ফাস্ট চার্জিং সিস্টেম 33w  যা ৫০ মিনিটে ফুল চার্জ হয়এবং ব্যাটারীতে রয়েছে রিজার্ভ সিস্টেম। ব্যাটারি ব্যাকআপ সিস্টেম খুবই ভালো। 

Realme 10s এর ক্যামেরা কোয়ালিটি

আমি আগেই বলে রাখছি এই মোবাইলটির ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো।ডুয়েল ক্যামেরা মেইন ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও প্যানোরামা সিস্টেম।ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটোতেই রয়েছে 1080p ভিডিও কোয়ালিটি সিস্টেম। 

Realme 10s এর প্রসেসর

ফোনটিতে রয়েছে Android V12 যা সর্বশেষ আপডেট । ফোনটিতে ব্যবহার করা হয়েছে Realme UI 3.0 । এতে প্রসেসর রয়েছে Octa-core প্রসেসর । Gpu- G57, Mc2। 

এই ফোনটির কালার হচ্ছে দুটি একটি হলো কালো আরেকটি হলো নীল। ফোনটির সব দিক দিয়েই খুবই ভালো এবং স্মার্ট একটি ফোন আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অল্প দামের মধ্যে খুবই ভালো একটি ফোন। বাংলাদেশের সব রিয়েল মি শোরুমের এই ফোনটি এভেলেবল না । ঢাকার কয়েকটি শোরুম থেকেই আপনারা চাইলেই ফোনটি নিতে পারেন এবং যদি অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে নির্দিষ্ট স্থানের শোরুম গুলোতে পাওয়া যাবে। 

সর্বশেষ কথাঃ 

এই পোষ্টের মাধ্যমে Realme 10s এর যে সকল তথ্যগুলো দেওয়া হয়েছে আশা করি সম্পূর্ণ তথ্য সঠিক এবং নির্ভুলভাবে দেয়া হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম আরো বিভিন্ন ধরনের ফোনের তথ্য পেতে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি পেয়ে যাবেন। সবার স্বাস্থ্যতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here