যারা ভ্রমণ নিয়ে উক্তি, স্ট্যাটাস,ক্যাপশন, ছন্দ ও কবিতা খুঁজছেন, আশা করি এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। ভ্রমণ হলো মন ও দেহকে আনন্দে রাখার মত একটি কাজ। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা ভ্রমণ করতে ভালোবাসে না, আমরা সবাই কমবেশি ভ্রমণ করতে ভালোবাসি। মানুষ যখন খুব ডিপ্রেশনে থাকে বা খুব কষ্টে থাকে তখন তার ভ্রমণ করা উচিত কারণ ভ্রমণ করলে প্রাকৃতিক যে একটি আবহাওয়া এবং প্রকৃতি সেই আবহাওয়া ও প্রকৃতি আপনাকে ডিপ্রেশন ও কষ্ট থেকে বের করে নিয়ে আসে। আমরা যারা ভ্রমণ করে থাকি তাদের জন্য কিছু উক্তি স্ট্যাটাস কবিতা এই পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে।
আপনারা যারা অনেকে আছেন যে ফেসবুকে স্ট্যাটাস বা কবিতা লিখে পোস্ট করার মত কিছু খুঁজে পাচ্ছেন না। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা অনেক উক্তি, স্ট্যাটস, ক্যাপশন ও কবিতা পেয়ে যাবেন। তাহলে চলুন ভ্রমণ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি, স্ট্যাটাস ও কবিতা সম্পর্কে কিছু আলোচনা।
ভ্রমণ নিয়ে উক্তি
ভ্রমণ ছাড়া মেধাবিকাশ সম্ভব নয়।
পৃথিবীতে ভ্রমণ কর, আর দেখো অপরাধীদের অবস্থার কি পরিণতি হয়েছে।
ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে না, ভ্রমণ করার জন্য শুধু একটি সুন্দর মনই যথেষ্ট।
যে ব্যক্তি বলল যে ভ্রমণ করে কি লাভ হয়, তার যেন এ দুনিয়াতে না আসাই ভালো ছিল।
ভ্রমণের মাধ্যমে নিজেকে পরিবর্তন করা সম্ভব যা ভ্রমণ ছাড়া সম্ভব না।
আজ অব্দি কেউ বলতে পারেনি যে ভ্রমণ করে আমার মন খারাপ হয়েছে।
যে একবার ভ্রমন করে সেই নেশায় আসক্ত হয়েছে, সেই নেশা থেকে সে কখনো বাঁচতে পারবে না।
ভ্রমণ নিয়ে ইসলামিক উক্তি
ভ্রমণ নিয়ে কিছু সেরা উক্তি এ পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে যদি আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিতে চান তাহলে এই উক্তিগুলো আপনাদের আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কি কি সেরা উক্তি গুলো পোষ্টের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
১. দেশ ভ্রমণ করা সুন্নত। – আল হাদিস
২. আপনি যদি এক শহরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে তাহলে আপনি একটি নতুন শহরে ভ্রমণ করে আপনার মনকে ফ্রেশ করে নিয়ে আসুন। – অজানা
৩. তুমি কতটুকু জ্ঞানী সেটা আমি জানতে চাইনি, তুমি কত জায়গায় ভ্রমণ করেছ সেটা বল।- হযরত মুহাম্মদ স.
৪. যে নিজের জীবনকে উপভোগ করতে চাই, সে যেন অনেক বেশি ভ্রমণ করে। – প্রচলিত উক্তি
৫. আপনি যেখানে ভ্রমণ করেন না কেন সেই জায়গাটা আপনার জীবনের একটি অংশ হয়ে যায় কারণ সেখানে থাকতে পারে আপনার কিছু স্মৃতি।- প্রচলিত উক্তি
৬. এই পৃথিবীটা হচ্ছে একটি বই, যে যত বেশি ভ্রমণ করবে সে তত বইয়ের পৃষ্ঠা পড়বে। – সেন্ট অগাস্টাইন
৭. ভ্রমণ এবং নতুন জায়গা আপনাকে দিতে পারে পৃথিবীর সবটুকু শান্তি।- সেনেকা
৮. যে ভ্রমণ করে না সে যেন তার মায়ের কোলেই থেকে গেল। – প্রচলিত উক্তি
ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
এই পোস্টের মাধ্যমে কিছু সেরা ভ্রমণ নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরব যাতে আপনাদের ফেসবুক স্ট্যাটাস, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় পোস্ট দিতে সুবিধা হয়।
> ভ্রমণ আপনার মনের মানসিক শান্তি এনে দিতে পারে। – সংগৃহীত
> ভ্রমণ করে যে অভিজ্ঞতা আপনি অর্জন করবেন, সেগুলো আপনার জীবনের অনেক কাজের প্রয়োজন আসতে পারে। – সংগৃহীত
> আপনি ভাবছেন ভ্রমণ করলে মানুষ গরিব হয়ে যায়, সে হয়তো টাকার দিক দিয়ে গরীব হতে পারে কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে ধনী হবে। – সংগৃহীত
> যদি তুমি ধনী হতে চাও, তাহলে বেশি বেশি ভ্রমণ করো। – আল হাদিস
> ভ্রমণ এর মাধ্যমে নিজের চেয়ে কিছু বন্ধুকে ভালো করে চেনা যায়। – সংগৃহীত
> এমন জায়গায় ভ্রমণ করা উচিত, যে আগে কখনো যাওয়া হয়নি এতে জীবনটা বেশি উপভোগ করা যায়। – দালাই লামা
> একটি অদ্ভুত শহরে একা জাগ্রত থাকা, অন্য রকম এক অনুভূতি সৃষ্টি করে ও মনের ভেতর নতুন কিছু সৃষ্টি হয় । – ফ্রেয়া স্টার্ক
> বয়সের সাথে আসে বুদ্ধি, এবং ভ্রমণের সাথে আসে অভিজ্ঞতা। – সান্দা লেক
> ভ্রমণ হচ্ছে মনের একটি ব্যাংক, সেখানে আপনি অনেক কিছু জমা করে রাখতে পারেন।
ভ্রমণ নিয়ে কবিতা
ভ্রমণ
শাহানারা সুলতানা তানিয়া
একটি দীর্ঘতম ভ্রমণের জন্য ঠিকানা চাই,
নাম চাই, উদ্দেশ্য চাই, সঙ্গী চাই
এবং চাই একজন ভ্রমণকারী;
পথের সঠিক পরিমাপ জানা আছে যার ।
এদিকে কিনা,
দিনক্ষণ ঠিক করে বসে আছে বিধি,
নিয়মিত তো কলঘড়ির ব্যস্ততম কাঁটা।
তাল মিলাতে ক্লান্তির ছাপে নিজেকেই ভুলেছি,
হারিয়েছি কতগুলো মধ্যবিত্ত মনোকামনা,
হয়তো তারা জানত না;
এখনো বিকেলের নামে একটি প্রার্থনা হয়!
অথচ,
আমাদের ভ্রমণ গুলো কেবলই বস্তুময়।
একটি দীর্ঘ পথ,
কেবলই জটিলতা শিকারে দৌড়ে চলে,
দিনশেষে সামান্যতম বিশ্বসেরা আজ পেলেও;
একটা নিঃশ্বাস অসমাপ্ত পথে পরিচালিত হয়।
অনেক তিয়াষে করেছি ভ্রমণ
রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক তিয়াষে করেছি ভ্রমন,
জীবন কেবলি খোজা।
অনেক বচন করেছি রচনা,
জমেছে অনেক বোঝা ।
যা পাইনি তারি লইয়া সাধনা,
যাব কি সাগরপার।
যা গাই নি তারি বইিয়,
ছিড়িবে বীণার তার ?
সর্বশেষ কথা
আশা করি ভ্রমণ নিয়ে উপরে যা কিছু লেখা হয়েছে ভালো লাগবে। আর এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা আরও পোস্ট পেতে এই সাইটে ভিজিট করুন যাতে আরো প্রয়োজনীয় পোস্ট গুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি।