বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কিছু কথা

0
77
বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কিছু কথা

এই বিজয়ের দিবসে আজ নিজেদের উপস্থাপনা করার একটি সময় নিজেকে বিলিয়ে দাও এদেশের জন্য। নিজেকে ছড়িয়ে দাও বিশ্বের কাছে এ দেশের জন্য, পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশকে ফুটিয়ে তোলার জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও তাদের মত করে, যারা এ দেশের জন্য শহীদ হয়েছে। তারা এ দেশের জন্য জীবন দিয়ে চলে গেছেন পরপারে আর আমাদের দায়িত্ব দিয়ে গেছেন এ দেশকে রক্ষা করার জন্য। এ বিজয়ের নিশানা থাকবে চিরকাল যতদিন এই পৃথিবী রয়েছে আর পৃথিবীর মানচিত্রে থেকে যাবে এই সোনার দেশটি।

যদি বিজয় দিবস নিয়ে বিভিন্ন ধরনের বিখ্যাত কিছু স্ট্যাটাস ক্যাপশন উক্তি ছন্দ গল্প ও কিছু কথা এগুলোর খোঁজ করে থাকেন তাহলে ঠিক জায়গায় এসেছেন। আশা করি এই পোস্টটি যদি সম্পূর্ণ পড়েন তাহলে অনেক নতুন নতুন বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ছন্দ উক্তি গল্প ও কিছু কথা পেয়ে যাবেন। বিজয় দিবস উপলক্ষে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের বিজয় দিবস নিয়ে পোস্ট করে থাকেন। তো আশা করি যে এখান থেকে আপনাদের পছন্দের কিছু বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি ছন্দ ও কিছু কথা পেয়ে যাবেন।

বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস

বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস

Φ লক্ষ্য শহীদদের বিনিময়ে পেয়েছি বিজয়ের নিশান, তাই বজায় রাখতে হবে বিজয়ের মান। মোদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে হতে দেওয়া যাবে না বিজয়ের অপমান।

Φ তোমাদের মাঝে ছিল বিজয়ের স্বপ্ন, সেই স্বপ্নকেই রূপ বাস্তবে দিয়েছো তোমরা, তোমাদের ভালোলাগা ভালোবাসা ছিলই যে এই বিজয়ের নিশানের নেশার।

Φ এ পৃথিবীর মানচিত্রে পেয়েছি আমাদের সোনার দেশ বাংলাদেশ, যাদের জন্য পেয়েছি এই দেশ তাদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে বিনম্র শ্রদ্ধা।

Φ এ মহান বিজয় দিবসে যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Φ এই মহান বিজয়ের মহা উল্লাসে আজ নেই তোমরা পাশে, আজ তোমরা থাকলে হয়তো বিজয়ের গান একসাথে গাইতে পারতাম। ,,,, তোমাদের জানাই অন্তরের অন্তস্থল থেকে বিনম্র শ্রদ্ধা।

Φ ছিলনা কো সেদিন আমাদের কোন হিংসা-বিদ্বেষ, নেশা ছিল শুধু বিজয়ের পতাকা উড়ানোর। আজকে হয়ে গেল কেন এত হিংসা-বিদ্বেষ, কেন এত দল ভাগ হয়ে জানাও তাদের শ্রদ্ধা।

বিজয় দিবস নিয়ে ক্যাপশন

Φ বিজয় দেখিয়েছে আমায় পথ, দিয়েছে বাঁচার আশ্বাস, তাই আমি এই বিজয়ের পতাকা ধরে সারাটি পথ পাড়ি দিতে চাই।

Φ যাদের জন্য পেয়েছি এ দেশ তাদের রক্তের বিনিময়ে জাতীয় পতাকার মাঝখানে রং হয়েছে লাল আর দেশের প্রকৃতির সবুজ বাংলাদেশের পতাকায় চারপাশে হয়েছে সবুজ।

Φ (১৬ ডিসেম্বর) বিজয়ের এই দিনটি ছিল বাঙালির অহংকার, কোটি জনতার বিজয় নিশান আর স্বাধীন বাংলার স্বাক্ষর, তাইতো এত অহংকার এই দিনটি নিয়ে।

Φ আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবনে ও মরণে থাকবে চির অমর হয়ে তোমাদের শহীদদের নাম এই বাংলাদেশের মানচিত্র, বিনম্র শ্রদ্ধা জানাই তোমাদের।

Φ সবুজের মাঝখানে লাল তুমি থাকবে সারা জীবন, কারণ লালের মাঝে খুজে পাই তোমাদের সেই বিজয়ের গন্ধ।

Φ ১৬ই ডিসেম্বর তুমি মহা বিজয়ের উল্লাস, তুমি বিধবা মায়ের বন্ধি শ্বাসের শান্তির নিঃশ্বাস।

বিজয় দিবস নিয়ে উক্তি

বিজয় দিবস নিয়ে উক্তি

Φ ওরা আসবে চুপি চুপি আজ ওরে তোরা সবকটা জানালা দিয়ে খুলে, আমি আজ গাইবো বিজয়ের গান, যারা এদেশের জন্য দিয়ে গেছে প্রাণ।

Φ তোমাদের মাতা পিতা ছিল এদেশের সন্তান, তাদেরই রক্তে গড়া ছিলে তোমরা, তোমরাই শহীদ করতে এ দেশের জন্য করেছো জান কোরবান।

Φ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে মোরা পেয়েছি এই বাংলা, যে বাংলার মাটিতে মিশে আছে হাজারো শহীদদের রক্তে গড়া শরীরের ঘ্রাণ, তাদেরকে এই বিশেষ দিনে জানাই প্রতিটি বাঙালির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Φ ওরে তোরা ওদের শ্রদ্ধা করতে ভুলিস নে, ওরা যে নিজের বাবা-মা, ভাই-বোন, সংসার রেখে ঝাঁপিয়ে পড়েছিল বিজয়ের পতাকার জন্য, জীবনের কোন পরোয়া না করে শহীদ হয়েছে ওরা, ওদেরকে শ্রদ্ধা করতে ভুলিস না।

Φ আজকের এই স্বাধীনতা পাওয়ার জন্য যে ৯ মাস যুদ্ধ করেছে যারা, তাদেরকে তোরা কিভাবে ভুলিস। তাদেরকে কখনোই অসম্মান করিস না তোরা, কারণ ওরা যে দেশকে আমাদের দিয়ে ওরা শহীদ হয়ে গেছে।

বিজয় দিবস নিয়ে ছন্দ 

Φ দেশের জন্য জীবন দিল যারা তারাই তো আজ নেই এই দেশে, তারা থাকবে চির অমর হয়ে আমাদের মাঝে। তাই তো আজ গান গাই তাদের নিয়ে আর শ্রদ্ধা জানাই তাদের অন্তরের অন্তস্থল থেকে।

Φ এই বিজয় মানেই শুধু আনন্দ উল্লাস নয়, আমাদের বাঙালির বিজয় হলো নিজের ভাষার কথা বলার স্বাধীনতা অর্জন করা। নিজের দেশের সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার চেষ্টা আর নিজের দেশকে পৃথিবীর মানচিত্রে জায়গা দেওয়ার অঙ্গীকার।

Φ যদি নিজের দেশকে নিয়ে গর্ব করে থাকেন আর নিজেকে দেশপ্রেমিক ভেবে থাকেন তাহলে অবশ্যই এ বিজয়ের দিনে বিজয় নিয়ে গর্ব করতে হবেই।

Φ স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন, তাইতো যারা শহীদ হয়ে দিয়ে গেছে আমাদের কাছেই দেশটি তাদের জানায় বিনম্র শ্রদ্ধা আর দেশের প্রতি ভালোবাসা। আর বলতে চাই আমরা তোমাদের কখনোই ভুলবো না তোমরা আসো আমাদের হৃদয়ে, প্রাণে অন্তরে, তোমাদের জানাই হাজার সালাম।

Φ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্লোগান করতেন, সেই স্লোগান শুনে বাঙালি জাতি আরো বেশি হিংস্র ও সাহসী হয়ে দেশকে স্বাধীন করেছে।

বিজয় দিবস নিয়ে কিছু কথা

নিজের দেশকে ভালবাসতে হলে, দেশপ্রেমিক হতে হলে, দেশের জন্য কিছু করতে চাইলে বা দেশের জন্য যদি জীবন দিতে চান তাহলে অবশ্যই বিজয়ের কথা ভোলা যাবেনা। কারণ এ দেশের জন্য যারা জীবন দিয়েছে বা শহীদ হয়েছে তাদেরকে অনুসরণ করেই, তাদের সাহসের কথা ভেবেই আমাদের এ দেশকে রক্ষা করে যেতে হবে। বিজয়ের এই দিনটি শুধু যে আনন্দ উল্লাসের দিন তা নয়, লাখো শহীদদের রক্তে মাখায় মাটিকে নিজের গায়ে মেখে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। তাদের দেওয়া দেশটিকে আমাদের রক্ষা করতে হবে শরীরে যতদিন একটুও শক্তি আছে ততদিন।