আজকের এই পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে জাপানে কোন কাজগুলোর চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কেমন। আপনারা হয়তোবা অনেকেই জাপান যেতে যাচ্ছেন কিন্তু আপনার অনেকেই জানেন না যে জাপানের বর্তমানে কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজের বেতন কেমন বা কত টাকা এবং জাপানের আরো কিছু বিস্তারিত বিষয়ে রয়েছে সেগুলোর বিষয়েও এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। জাপান এমন একটি উন্নয়নশীল দেশ, যে দেশের মানুষ প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা পরিশ্রম করে থাকে।
তাহলে বুঝতেই পারছেন যে তারা কি রকম পরিশ্রমী, তাহলে তারা বর্তমানে যে কর্মীগুলো নিচ্ছেন তাদের মধ্যে যদি কোন অলস ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাদের জাপানে যাওয়ার কোন প্রয়োজন নেই। কারণ আপনাদের মধ্যে যদি অলস কোন ব্যক্তি গিয়ে থাকেন তাহলে টিকে থাকতে পারবেন না। তো যাই হোক আমরা নিচ থেকে দেখে নেব যে জাপানে কোন কাজের চাইতে বেশি এবং কোন কাজের বেতন কত টাকা।
জাপানে কোন কাজের চাহিদা বেশি
জাপান যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশে কাজের উদ্দেশ্যেই যাওয়া হয়। তো সেই কাজ বা সেই দেশের যদি কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আগে জেনে নেয়া যায় তাহলে তো নিজেরই ভালো তাই না। তাহলে চলুন আমরা দেখে নিই জাপানের কোন কোন কাজ গুলোর বর্তমানে খুব চাহিদা রয়েছে।
◊ কম্পিউটার অপারেটর,
◊ কনস্ট্রাকশন,
◊ ইলেকট্রনিক্স,
◊ মেকানিক্যাল,
◊ নার্সিং,
◊ ক্লিনার,
◊ সেলসম্যান,
◊ ফুট প্যাকেজিং,
◊ হোম ডেলিভারি ম্যান,
◊ ফ্যাক্টরি ও
◊ কৃষি কাজ।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে কোন কোন কাজগুলোর বর্তমানে জাপানে প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাহলে আপনারা যদি এই কাজগুলোর মধ্যে আপনাদের কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিসায় আপনারা জাপান যেতে পারেন। আরেকটা বিশেষ কথা হচ্ছে জাপানরা পরিশ্রমী লোক বেশি পছন্দ করে থাকেন তো সেই অনুযায়ী আপনারা যদি একটু বেশি পরিশ্রম হয়ে থাকেন তাহলে অবশ্যই জাপান যেতে পারেন।
কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে আপনারা চাইলে জাপান যেতে পারেন, সে ক্ষেত্রে আপনাদেরই ভালো হবে। উপরে দেখতে পেরেছেন যে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি। তাহলে এখন থেকে দেখে নিন যে কোন কোন কাজগুলোর বেতন কেমন।
জাপানে সর্বোচ্চ বেতন কত
আপনারা অনেকেই জানেন না যে বর্তমানে জাপানে কোন কোন কাজগুলোর বেতন বেশি এবং খুবই চাহিদা রয়েছে। জাপানে বর্তমানে সর্বোচ্চ বেতন দিয়ে থাকে যেসব কাজগুলোতে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন, কম্পিউটার অপারেটর ও মেকানিক্যাল। এই কাজগুলোর বর্তমানে চাহিদা ও বেশি এবং বেতন ও সর্বোচ্চ দিয়ে থাকেন। জাপানের টাকার নাম হচ্ছে ইয়ান, জাপানের টাকার রেট বাংলাদেশের টাকার মানের তুলনায় একটু কম যেমন,
বাংলাদেশের ১ টাকায় = বর্তমানে জাপানের টাকায় ০.৭৮ ইয়ান।
দেখতেই পাচ্ছেন বাংলাদেশের টাকার চেয়েও জাপানের টাকার মান অনেকটাই কম। তবে বর্তমানে বাংলাদেশের চেয়েও অনেক গুণ এগিয়ে রয়েছে বর্তমানে এই দেশটি। তো যাই হোক আমরা কাজের বেতন সম্পর্কে জেনে নেই, এই কাজগুলোর উপর বর্তমানে জাপানের সর্বোচ্চ বেতন দিয়ে থাকে যা জাপানের টাকায় ২,৬০,০০০ ইয়ান থেকে ৩,২০,০০০ ইয়ান পর্যন্ত যা বাংলাদেশী টাকায় ২,০০,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত।
জাপানে সর্বনিম্ন বেতন কত
আপনারা অবশ্যই ওপরে দেখেছেন যে জাপানের সর্বোচ্চ বেতন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখন জেনে নিন যে জাপানের সর্বনিম্ন বেতন কত থেকে কত হয়ে থাকে। আপনারা উপরে যে কাজগুলোর চাহিদা দেখেছি সেগুলোর মধ্যে যে সর্বোচ্চ বেতনগুলো রয়েছে সেগুলো দেখেছেন এবং বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে সর্বনিম্ন বেতন জাপানের ইয়ানের ১,০০,০০০ ইয়ান থেকে ২,০০,০০০ ইয়ান পর্যন্ত যা বাংলাদেশী টাকায় ৭৮,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত।
শেষ কথা
প্রিয় পাঠক সকল ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলা কিছু কথা, আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন করে থাকেন তাহলে যদি মনে করেন যে এই পোস্টটি শেয়ার করলে অন্য একটি বা অথবা বোনের উপকার হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আপনাদের আরো প্রয়োজনীয় পোস্ট পেতে এই সাইটে ভিজিট করে দেখে নিতে পারেন।