আজকে এই পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে ডেনমার্কে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা। তো আপনারা যারা ডেনমার্কের কাজের চাহিদা সম্পর্কে জানতে চাচ্ছেন আশা করি ডেনমার্কের সর্বশেষ অর্থাৎ বর্তমান কাজের চাহিদা সম্পর্কে জানতে পারবেন এবং কোন কাজের বেতন কত টাকা সে বিষয়েও জানতে পারবে। তাহলে আর সময় নষ্ট না করে দেখে নিন যে ডেনমার্কে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা।
ডেনমার্কে বর্তমানে যে কাজগুলোর চাহিদা রয়েছে, সে কাজগুলোর উপরেই বর্তমানে প্রচুর লোক নিচ্ছে। তো আপনারা যদি ডেনমার্ক যেতে চান তাহলে যেকোনো একটি কাজের ভিসার উপর যেতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বর্তমানে ডেনমারকে কোন কাজ গুলোর চাহিদা বেশি রয়েছে। তাহলে নিচ থেকে দেখে নিন যে ডেনমার্কের বর্তমানে কোন কাজগুলোর চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত টাকা এবং ডেনমার্কের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নিন।
ডেনমার্কে কোন কাজের চাহিদা বেশি
ডেনমার্কে করোনা মহামারীর পর বর্তমানে প্রচুর কাজের চাহিদা বেড়ে গিয়েছে। তো আপনারা যারা ডেনমার্ক যেতে যাচ্ছেন, যাওয়ার আগে দেখে নিন যে কোন কাজের উপর লোক নিচ্ছে এবং আপনাদের যদি ওই কাজগুলোর উপর অভিজ্ঞতা থাকে তাহলে ওই কাজের ভিসার উপর যেতে পারেন। তাহলে আগে চলুন দেখে নেই ডেনমার্কের বর্তমানে কোন কাজের চাহিদা খুব বেশি।
♥ ডাক্তার,
♥ ইঞ্জিনিয়ার,
♥ ড্রাইভিং,
♥ ফ্যাক্টরি,
♥ কনস্ট্রাকশন,
♥ ইলেকট্রিশিয়ান,
♥ ওয়েল্ডিং মিস্ত্রি,
♥ প্লাম্বার মিস্ত্রি,
♥ হোটেল বয়,
♥ রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ,
♥ শেফ,
♥ ব্লক ক্লিনার ও
♥ সুপার মার্কেট।
তাহলে দেখতেই পাচ্ছেন যে ডেনমার্কে বর্তমানে কোন কোন কাজের চাহিদা গুলো বেশি। তো আপনাদের যদি এই কাজগুলোর মধ্যে যে কোন কাজের অভিজ্ঞতা থাকে। তাহলে ওই কাজের ভিসার উপর ডেনমার্ক যেতে পারে। কারণ ডেনমার্কএ অভিজ্ঞ লোকদের খুবই মূল্যায়ন করে থাকে।
ডেনমার্কে কোন কাজের বেতন বেশি
ডেনমার্কে কোন কাজের বেতন কত টাকা হয়তো বা আপনারা অনেকেই এ বিষয়ে জানার জন্য ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে থাকেন। তো আশা করি এখান থেকে পেয়ে যাবেন যে বর্তমানে কোন কাজগুলো চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা। কোন কাজের বেতন কত টাকা জানার আগে, জেনে নেওয়া উচিত যে ডেনমার্কের টাকার মূল্য কি রকম বা ডেনমার্কের টাকার নাম কি এবং ডেনমার্কের এক টাকায় বাংলাদেশের কত টাকা।
ডেনমার্কের টাকার নাম হচ্ছে Danish Crone, ড্যানিশ ক্রোন।
তাহলে, ডেনমার্কের ১ ড্যানিশ ক্রোন = বাংলাদেশের বর্তমান টাকায় ১৫.৮৪ টাকা।
ডেনমার্কের টাকার নাম কি বা ডেনমার্কের এক টাকায় বাংলাদেশের কত টাকা হয় সে বিষয়ে জানতে পেরেছেন। তাহলে এখন জেনে নিন ডেনমার্কে কোন কাজের বেতন কত।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, কন্সট্রাকশন ও ড্রাইভিং এই কাজগুলোর চাহিদা বর্তমানে খুব বেশি। তবে আপনারা যদি এই কাজের উপর ডেনমার্ক যেতে চান তাহলে আপনাদের অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন থাকতে হবে। অন্যথায় এই ভিসায় ডেনমার্ক যেতে পারবেন না। তো যাই হোক এই কাজগুলো প্রতি মাসে বেতন দিয়ে থাকে ডেনমার্কের ড্যানিশ ক্রোনের ১৫,০০০ ড্যানিশ থেকে ২৫,০০০ ড্যানিশ পর্যন্ত যা বাংলাদেশের টাকায় ২,৪০,০০০ টাকা থেকে ৩,৯৫,০০০ টাকা পর্যন্ত। তাহলে দেখতেই পারছেন যে এই কাজগুলোর চাহিদা বর্তমানে কতটা বেশি।
রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, শেফ, ফ্যাক্টরি, ওয়েল্ডিং মিস্ত্রি ও প্লাম্বার মিস্ত্রি এই সব কাজগুলোর ও ডেনমার্কে ব্যাপক চাহিদা রয়েছে। এই কাজগুলোর উপরে ও অভিজ্ঞতা থাকতে হবে, তা না হলে এ কাজগুলোর উপর ভিসাই লাগানো যাবে না। এই কাজগুলোর উপর বর্তমানে ডেনমার্কের ড্যানিশ ক্রোনের ৫,০০০ ড্যানিশ থেকে ১০,০০০ ড্যানিশ পর্যন্ত যা বাংলাদেশি টাকায় ৮০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত।
এবং বাকি যে অন্যান্য কাজগুলো রয়েছে , সে কাজগুলোর মোটামুটি ভালই চাহিদা রয়েছে। যেমন সাধারণ শ্রমিক পর্যায়ের সে সকল কাজের উপর প্রতি মাসে বেতন দিয়ে থাকে বাংলাদেশী টাকায় ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। আশা করি যে আপনারা জানতে পেরেছেন যে কোন কাজের বেতন কত টাকা এ সম্পর্কে।
সর্বশেষ কথা
তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেনমার্কে বর্তমানে কোন কাজগুলো চাহিদা বেশি এবং কোন কাজগুলোর বেতন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত। তো আশা করি যে এই পোস্টটি যদি আপনারা সম্পূর্ণ করে থাকেন তাহলে ডেনমার্কের কোন কাজের চাহিদা কেমন বা কোন কাজের বেতন কত টাকা এগুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্যের বিষয়ে জানতে পেরেছেন। তো আপনাদের যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।