বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারের সাল

0
1

আমাদের বিশ্ব আজ অনেক উন্নত হয়েছে অনেক কিছু আবিষ্কার হচ্ছে বা আগে হয়েছে সে সকল তথ্য কে কি আবিষ্কার করল আমাদের অনেকেরই জানা নেই। সে সকল তথ্যগুলো আজকে আমরা যে জানব। একজন বিজ্ঞানী একটি জিনিস আবিষ্কার এর পিছনে পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন।  অনেক বিজ্ঞানী গবেষণা করতে করতে তাদের জীবন গবেষণার ভিতর শেষ হয়ে গেছে। একজন বিজ্ঞানী কতটা শ্রম দেয় বা কতটা পরিশ্রম করে তাহলে ভলার নয়।

একজন সাধারন মানুষ যদি অতটা শ্রম বা পরিশ্রম করতো তাহলে সে অনেক কিছু অর্জন করতে পারতো। একজন বিজ্ঞানী তার জীবনের যে সময় সে সময়ে প্রায় পুরো সময়ই গবেষণা করেই শেষ করে দেয় তাদের যে ব্যর্থতা তাদের দুঃখ কষ্ট এর পিছনে লুকিয়ে থাকে একটি আবিষ্কার। তাদের পেছনে যে শ্রম আছে এই শ্রমের মূল্য পৃথিবীর কোন লোক দিতে পারবে না। একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তাদের কথা বলতে গেলে আসলে কম হয়ে যাবে।

বিজ্ঞানীরা কিভাবে সফল হয়

এক বিজ্ঞানির গল্পের পেছনে শুধু কষ্টের বিষয় বা দিকটাই বেশি তবে তারা সফল হয়েছে কষ্টের মাধ্যমেইআপনি অনেক জায়গায় অনেক সাইড এর অনেক তথ্যই দেখবেন কিন্তু সে তথ্যগুলো সঠিক হবে কতটা সঠিক হবে না কিন্তু এই সাইটের সকল তথ্য একদম সঠিক এবং নির্ভুলভাবে কালেকশন করা হয়েছে। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কোন বিজ্ঞানী আবিষ্কার কি এবং কত সালে আবিষ্কৃত হয়েছে। 

বিজ্ঞানীদের নাম ও আবিষ্কার এবং সাল

১. জোসেফ প্রিস্টলি একজন ইংল্যান্ডের বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার করেন । এই অক্সিজেন আবিষ্কারের সাল হচ্ছে ১৭৭৪ সালে । 

২. গটিলিয়েফ ডেলমার একজন জার্মানির বিখ্যাত বিজ্ঞানী।  তিনি সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেন। এই  অটোমোবাইলটি  আবিষ্কার করেন ১৮৮৫ সালে। 

৩. স্যার জোসেফ জে.  থমসন একজন ইংল্যান্ডের বিশিষ্ট নামকরা বিজ্ঞানী বলে ভূষিত হয়েছিলেন। তার জীবনের সর্বপ্রথম আবিষ্কার হলো ইলেকট্রন । ইলেকট্রন সর্বপ্রথম আবিষ্কৃত হয় ১৮৫৭ সালে।  

৪. উইলিয়াম স্টারজেন উনিও ইংল্যান্ডের একজন নামকরা বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন ইলেক্ট্রো ম্যাগনেট যেটি আবিষ্কৃত হয় ১৮২৩ সালে। 

৫. রাইট ব্রাদার্স একজন USA -আমেরিকান একজন স্বনামধন্য বিজ্ঞানী। তিনি একজন আমেরিকান নাগরিক। তিনি সর্বপ্রথম উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন যা আবিষ্কৃত হয়েছিল ১৯০৩ সালে। এর জন্য তিনি অনেক সম্মাননা পদক ছাড়া আরো অনেক কিছু অর্জন করেছিলেন। 

৬. স্যার ফ্রেডরিখ ব্যানটিং একজন ক্যানাডিয়ান নাগরিক তিনি সর্বপ্রথম ইনসুলিন আবিষ্কার করেন এই ইনসুলিন সর্বপ্রথম আবিষ্কৃত হয় ১৯২৩ সালে। 

৭. উইলহেম রেন্টজেন একজন জার্মানির উন্নত মানের বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম x-ray আবিষ্কার করেন। এবং এই x-ray আবিষ্কার করেন ১৮৯৫ সালে। 

৮. চার্লস  বাবেজ উনার জন্য ইংল্যান্ডের একটি শহরের। তিনি সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেন। কম্পিউটার সর্বপ্রথম আবিষ্কৃত হয় ১৮৩৬ সালে। এর জন্য তিনি বিশ্ব বিখ্যাত একজন বিজ্ঞানী। 

৯. ব্লেইজ প্যাসকেল একজন বিশিষ্ট নামকরা বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম ক্যালকুলেটর আবিষ্কার করেন। এই ক্যালকুলেটর আবিষ্কৃত হয় ১৬৪২ সালে। 

১০. হেসিং এবং লিং  টিসান  তোরা দুজনে চায়নার বিজ্ঞানী । তারাই সর্বপ্রথম দুইজন মিলে ঘড়ি আবিষ্কার করেন । এই ঘড়ি সর্বপ্রথম আবিষ্কৃত হয় ১৭২৪ সালে। 

১১. স্যামুয়েল এফ.বি. মোর্স তিনি একজন আমেরিকান বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম বিশ্ববাজারে টেলিগ্রাফ আবিষ্কার করেন। এবং এই টেলিগ্রাফ আবিষ্কৃত হয় ১৮৩৭ সালে। 

১২. আলেকজান্ডার গ্রাহাম বেল একজন স্কটল্যান্ড এর এডিনবার্গের নামকরা একজন বিজ্ঞানী। তিনিই  সর্বপ্রথম বিশ্ববাজারে টেলিফোন  আবিষ্কার করেন । তিনি এই টেলিফোন আবিষ্কার করা হয় ১৮৭৭ সালে।  

১৩. ডেনিয়েল রাদারফোর্ড একজন নিউজিল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম বিশ্ববাজারে নাইট্রোজেন আবিষ্কার করেন। তিনি এই নাইট্রোজেন আবিষ্কার করেন ১৭৭২ সালে। 

১৪. নিকোলাস অটো তিনি জার্মানির একজন বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম পেট্রোল ইঞ্জিন চালু করেন । তিনি বিশ্ববাজারের সর্বতম ১৮৭৬ সালে পেট্রোল ইঞ্জিন চালু কর। 

১৫. কার্ল ভল ড্রেইস একজন জার্মানির বিজ্ঞানী। তিনি বিশ্বের সর্বপ্রথম বাইসাইকেল আবিষ্কারক। তিনি বাইসাইকেলটি আবিষ্কার করেন ১৮১৭ সালে।

১৬. গুগলিয়েল মো মার্কনী তিনি একজন ইতালির নামকরা বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম এই পৃথিবীতে বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কার করেন। তিনি এই বেতার যন্ত্র বা রেডিও যন্ত্র আবিষ্কার করেন ১৯৮৪ সালে।

১৭. গটিলিয়েব  ডেলমার তিনি একজন নামকরা জার্মানি বিজ্ঞানী বা আবিষ্কারক। তিনি সর্বপ্রথম মোটর সাইকেল আবিষ্কার করেন ১৮৮৫ সালে। 

১৮. এডাম অসব্রণ একজন ব্রিটিশ আমেরিকান নাগরিক। যিনি সর্বপ্রথম ল্যাপটপ আবিষ্কার করেন। তিনি এই ল্যাপটপ আবিষ্কার করেন ১৯৮১ সালে।

১৯. জন বিগিন তিনি একজন যুক্তরাষ্ট্রের সফল বিজ্ঞানী। যিনি সর্বপ্রথম ক্রেডিট কার্ড আবিষ্কার করেন। তিনি এই ক্রেডিট কার্ড আবিষ্কার করেন কোন ১৯২০ সালে। 

২০. থমাস এ. এডিসন তিনি একজন আমেরিকান বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। তিনি এই পদ্ধতি ১৮৭৯ সালে প্রথম আবিষ্কার করতে সফল হন। 

২১. রবার্ট কোচ তিনি একজন জার্মানির মেডিসিন বিশেষজ্ঞ। তিনি সর্বপ্রথম যক্ষা রোগের ওষুধ আবিষ্কার করেন। এই ওষুধটি তিনি ১৮৮২ সালে আবিষ্কার করেন এবং তারপরই বাজারজাত শুরু করেন। 

বিজ্ঞানের আবিষ্কার নিয়ে উপরে যে পোস্টটি লেখা হয়েছে সে পোস্টটি পড়ে আপনি উপকৃত হবেন আশা করি। এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এই পোষ্টে যদি কোন ভুল থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here