সর্বকালের সেরা পাঁচ জন ক্রিকেটার

0
12

ক্রিকেট বিশ্বের এমন কিছু ক্রিকেটার আছে যাদের নাম ক্রিকেটার ইতিহাসের পাতায় চিরকাল থেকে যাবে। আমরা মোটামুটি সবাই ক্রিকেট খেলা দেখি বা পছন্দ করি। অনেক ক্রিকেটার আছে যাদের ক্রিকেট দুনিয়ায় তারা এমন কিছু খেলা উপহার দিয়ে গেছেন গোটা বিশ্বে  তাদের নাম এখন পর্যন্ত আছে বা চিরকাল থেকে যাবে। অনেক মানুষের অনেক পছন্দের প্লেয়ার থাকে কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ দিক দিয়ে বিবেচনা করে তাদেরকে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। একজন ক্রিকেটারের সবদিক দিয়েই ভালো পারফরম্যান্স থাকতে হয়।

খেলার মাঠে খেলতে গেলে অনেক সময় অনেক কথাই হয় তবে কিছু খেলোয়ার আছে যারা সব সময় ঠান্ডা মাথায় সবকিছু কন্ট্রোল করে। এবং এভাবেও তারা তাদের পরিচয় দিয়ে থাকে যে তারা কেমন প্লেয়ার এবং তাদের মধ্যে যে প্লেয়ারের একটি ভালো দিক বা ভালো গুণ তা প্রকাশ পায়। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি আমাদের বর্তমান বিশ্ব ক্রিকেটের মধ্যে কয়েকজন বিশ্বসেরা ক্রিকেটার। 

সর্বকালের সরা ৫ জন ক্রিকেটার

১. ডন ব্র্যাডম্যানঃ অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ডাকা হয়।  তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সর্বাধিক ১২ বার নিজের নামের পাশে দ্বি-শতক লিখেছেন ক্রিকেট দুনিয়ায় এবং টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি আছে দুইবার। তার ব্যাট এর সবচেয়ে বেশি রান ছিল  ৩০৪ রান। তার ক্রিকেট দুনিয়ায় অভিষেক ঘটে হাজার ১৯২৮  সালে। এবং তার জীবনের শেষ ম্যাচ খেলে এবং অবসরের শেষ ম্যাচটি তিনি হাজার ১৯৪৮  সালে শেষ করেন। তার ব্যাটিংয়ের যে স্ট্রাইক রেট সেই স্টাইক ছিল ৯৯.৯৪।  তার মতো ব্যাটিং হয়তো ভবিষ্যতে আসবে কিনা হয়তো স্বপ্নেও কারো মাথায় আসেনি। 

হাশিম আমলাঃ উনার নাম হচ্ছে হাশিম মোহাম্মদ হামল। হাশিম আমলা সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার। ক্রিকেট খেলাকে বলা হয় ভদ্রলোকের খেলা আর সেই ভদ্র লোকের খেলা বলতে গেলে হাশিম আমলা নামটাই সর্ব প্রথমে আসে কারণ তার মত এত নম্র-ভদ্র প্লেয়ার হয়তো ক্রিকেট ইতিহাসের আর কোথাও বা কোন দেশে নেই। তিনি এমন একজন ভদ্র ক্রিকেটার যে খেলা শেষে বা খেলার মধ্যে যদি কোন মহিলা সাংবাদিক তার সাথে কথা বলতে চাই তাহলে তিনি তার দিকে মনে হয় মনের ভুলেও তাকায় না তিনি এমন একজন বড় মাপের খেলোয়াড়। তিনি প্রথম ২০০৪ সালের ২৮ নভেম্বর ভারতের সাথে তার অভিষেক ম্যাচ হয়। 

৩. কুমার সাঙ্গাকারাঃ উনার পুরো নাম হচ্ছে কুমার চোকশানাদা সাঙ্গাকারা। তিনি শ্রীলংকার একজন ভালো ক্রিকেটার ছিলেন। কুমার সাঙ্গাকারা কে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনিও একজন ভদ্র ক্রিকেটার ছিলেন , তিনি একজন বামহাতি ব্যাটসম্যান ছিলেন, উনার খেলার ধরণ খুবই ভালো ছিল । তার ক্রিকেট খেলার অভিষেক ম্যাচ হল ২০০০ সালের ২০ জুলাই দক্ষিণ আফ্রিকার সাথে। এবং তার সর্বশেষ ম্যাচ খোলো ২০১৫ সালের ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কুমার সাঙ্গাকারা শ্রীলংকার অনেক হারার পথের ম্যাচ গুলো বের করে এনে জিতে নিয়েছেন এরকম রেকর্ড ও তার মাঝে।  

৪. শচীন টেন্ডুলকারঃ উনার পুরো নাম হচ্ছে শচীন রমেশ টেন্ডুলকার। তিনি একজন ভারতীয় ক্রিকেটার বর্তমানে তিনি ক্রিকেট খেলার বাইরে আছি অর্থাৎ সাবেক ক্রিকেটার। শচীন টেন্ডুলকার এমন একজন ক্রিকেটার ছিলেন তার মত ক্রিকেটার হয়তো ইন্ডিয়াতে নেই এখন পর্যন্ত দেখা যায়নি । শচীন টেন্ডুলকারের অভিষেক ম্যাচ টি হচ্ছে হাজার ১৯৮৯ সালের ১৫ ই নভেম্বর পাকিস্তানের সাথে। নম্র ভদ্র ক্রিকেটার হয়তো ইন্ডিয়ার ইতিহাসের কোনদিন হবে কিনা জানিনা। শচীন টেন্ডুলকারের এমন কিছু রেকর্ড আছে যে ক্রিকেট ইতিহাসের খুব কম ক্রিকেটার এর মধ্যে এমন রেকর্ড আছে। শচীন টেন্ডুলকারের যে পুরস্কারগুলো তিনি জিতেছেন সেগুলো মধ্যে খুব কম ক্রিকেটারের মাঝে আছে। তাকে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছিলেন ক্রিকেট বোর্ড। 

৫.ওয়াসিম আকরামঃ উনার পুরো নাম হচ্ছে ওয়াসিম আক্রম চৌধুরী। তিনি একজন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন তিনি ,একজন পরিপূর্ণ বামাতি দ্রুতগতির বোলার এবং বামহাতি ব্যাটসম্যান ছিলেন। তার বল এতটাই স্পিড ছিল যে খুব কম ক্রিকেটার খেলতে পারত সব প্লেয়াররা তার বল খেলতে পারত না। উনার অভিষেক হচ্ছে ১৯৮৪ সালের ২৫ শে জানুয়ারি নিউজিল্যান্ডের সাথে। ওয়াসিম আকরাম ইতিহাসের অন্যতম একজন সেরা বোলারদের মধ্যে একজন বলা চলে। তার জীবনের শেষ ম্যাচটি মুঝে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here