সুখ দুঃখ একজন মানুষের একটি অংশ যা আসবে যাবে এটাই নিয়ম। সুখ-দুঃখ নিয়ে অনেকে অনেক উক্তি,স্ট্যাটাস, ক্যাপশন ও কিছুই খুঁজে থাকেন । আশা করি এই পোষ্টের মাধ্যমে সুখ দুঃখ সম্পর্কিত উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা খুঁজে পাবেন। তাহলে আর দেরি না করে দেখে নিন সুখ দুঃখ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা গুলো।
সুখ-দুঃখ নিয়ে উক্তি
১. এই পৃথিবীর সমস্ত সুখ দুঃখ হচ্ছে নিজের স্বাস্থ্যের মধ্যে কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকাটাই সবচেয়ে বড় সুখ।
২. জ্ঞানী মানুষরা কখনো সুখের সন্ধান করেনা কারণ এটা সন্ধান করে কখনো পাওয়া যায় না।
৩. কার জীবনে কখন সুখ আসবে কখন দুঃখ আসবে সেটা কেউ বলতে পারবে না।
৪. সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া উচিত নয় এটি বর্তমানে উপভোগ করার বিষয়।
৫. এই দুনিয়ার সমস্ত সুখ যেন দুঃখের পরেই মিলে।
৬. পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিতে পারে।
৭. মানুষের জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পাওয়া যায়, কিছু কিছু ভুল সারা জীবনের দুঃখের বোঝা হতে পারে। আবার কিছু কিছু মানুষের কষ্ট থাকে যা কখনো কাউকে বলতে পারেনা।
সুখ দুঃখ নিয়ে স্ট্যাটাস
* দুঃখকে গ্রহণ করে নিন তাতে একদিন সুখ পাবেন।
* যে ব্যক্তি মন খুলে হাসতে পারেনা, সে কখনো সুখী হতে পারে না।
* যে মানুষ নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। সে কখনো অন্যের দুঃখকে উপলব্ধি করতে পারে না।
* এই পৃথিবীর সব মানুষের ভিতরে দুঃখ আছে কিন্তু তার মত করে কেউ সে দুঃখ বোঝেনা।
* নিজের সুখের দায়িত্ব অন্য কারোর কাঁধে দিও না তাতে দুঃখ পেতে পারো।
* এই সমাজের অনেক মানুষ এর দুঃখ দেখে কেউ কষ্ট পায় আবার কেউ হাসে, দুনিয়াটা বড়ই আজব।
* যে মানুষগুলো সহজ সরল ভাবে জীবন যাপন করে তারাই প্রকৃত সুখী।
দুঃখ নিয়ে স্ট্যাটাস
১. একটি মন্দ কাজের মধ্যে কখনো সুখ পাওয়া যায় না দুঃখ ছাড়া।
২. অন্যকে কাঁদিয়ে কেউ কখনো নিজে সুখী হতে পারেনা।
৩. যত্ন করে দুঃখ দেয় শুধু আপন মানুষ গুলোই।
৪. জীবনে যদি মায়াকে ত্যাগ করতে পারো তাহলে হয়তো বা দুঃখ পাবে না।
৫. যদি খুব কষ্ট পেয়ে থাকো তাহলে বৃষ্টিতে ভিজে দেখো সেখানে কেঁদে দুঃখগুলো ভাসিয়ে দিও।
৬. এই পৃথিবীতে নিরবে কাঁদাচ্ছে দুঃখ হয় হয়তো দ্বিতীয় কোন জিনিস নেই।
৭. কিছু মানুষ এমন আছে যাকে জীবনের সব সুখ ঢেলে দিলেও, তবুও সে বলবে দুঃখ ছাড়া এ জীবনে কিছু পেলাম না।
৮. দুঃখ, কষ্ট মানুষের কাজের গতি বাড়িয়ে দেয়, মানুষকে কঠিন করে ফেলে।
সুখ দুঃখ নিয়ে হাদিস
হে আদম সন্তান তোমরা হতাশ হয়ো না, তোমরা হাল ছেড়ে দিও না। দুঃখ পেতে থাকো দুঃখ পেতে পেতে দুঃখকে পুড়িয়ে সুখ বানিয়ে ফেলো। তোমরা দুঃখ না পেলে কখনো বুঝবে না সুখ কি জিনিস তাইতো তোমাদের দুঃখের পরেই আছে সুখ। তোমরা দুঃখ পেতে থাকো এবং সৃষ্টিকর্তাকে মনে মনে ডাকো দেখবে সব হতাশ দুঃখ চলে যাবে, কিভাবে সুখ আসবে তুমি টেরও পাবে না।
অনেক সময় অনেক রোগব্যাধি থেকেও তোমরা দুঃখ পেয়ে থাকো। এতে তোমাদের থাকা যে পাপের বোঝা সে পাপের বোঝাটা হালকা হয়ে যায় এবং দুঃখের বোঝা হালকা হয়ে যায় এবং তোমাদের দিকে সুখের ছোয়া আসতে থাকে। তাই তো কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, যে হাল ছেড়ে দিল সে যেন তার সুখকে হারালো, সে যেন তার স্বপ্নের সুখ কে নিয়েই রইল।
সুখ দুঃখ নিয়ে কবিতা
সুখ দুঃখ
রুবিনা মজুমদার
সুখ দিয়ে কি দুঃখ ভোলা যায় ও মন রে,,,,
সুখ দিয়ে কি দুঃখ ভুলা যায়।
সুখ চলে সুখের পথে শুধু দুঃখগুলো কথা বলে;
জীবনের এই তীরে,
ধীরে ধীরে সুখ দুঃখ আছে ঘিরে।
সবকিছু একদিন হবে অবসান;
যেদিন যাব চলে পরোপারে ও মনরে।
সুখ দিয়ে কি দুঃখ ভোলা যায়,,,,
অবাক করা এই পৃথিবীতে চলেছি কত রীতি নীতিতে!
জীবনের সুখ দুঃখের নীড়ে,
হেরেছি কত মানুষের ভিড়ে।
পেলাম শুধু নীল যন্ত্রণা,
যা কিছু ছিল না কামনা;
সবকিছু একদিন হবে অবসান,
যেদিন যাব চলে পরোপারে ও মন রে।
সুখ দুঃখ
সৌম্যকান্তি চক্রবর্তী
আমি শুধালাম ওগো মন নিয়ে চলে এসো খুশি;
অবুঝ আমার মন দুঃখ পেয়ে হাসে।
কোথাও দুঃখের আঁধার কোথাও সুখের আলোর জোয়ার,
বুঝতে পারি না আমি সন্ন্যাসী হব, না হব সুখের কাঙ্গাল।
এই দুনিয়াতে লোকে দুঃখ দিয়ে খুশি;
আমি বেচারা শুধু দুঃখ পেয়ে হাসি।
জীবনের সুখ দুঃখ অপেক্ষিত,
কারও দুঃখের নিবারণ, কারো সুখের বিসর্জন।
আবার কারো সুখের অসুখে ভোগা,
তাই উদাসীনতাই সঠিক।
সর্বশেষ কথা
এই পোষ্টের মাধ্যমে সুখ দুঃখ নিয়েছে কথাগুলো উল্লেখ করা হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি এরকম আরো বিভিন্ন ধরনের পোস্ট পেতে চান তাহলে এই সাইটটিতে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যাবেন।